কানাইঘাট নিউজ ডেস্ক:
মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, যার উৎপত্তিস্থল ছিল নেপাল।
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ৮ হাজারের বেশি মানুষের প্রাণহানির পর বেশ কয়েকটি পরাঘাত ইতোমধ্যে হয়েছে, যাতেও ক্ষয়ক্ষতি হয়েছে।
এর মধ্যেই শনিবার বিকালে নেপালে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূকম্পন আঘাত হানে বলে ভূমিকম্প পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস জানিয়েছে।
বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৪ মিনিটে সৃষ্ট এই ভূমিকম্পের উৎস ছিল কাঠমান্ডু থেকে ৭৬ কিলোমিটার দূরে রামেচ্ছাপ। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৩৪ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পে বাংলাদেশে কম্পন অনুভূত হলেও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার সকালেও নেপালে আরেকটি ভূকম্পন হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৮।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়