কানিউজ ডেস্ক : ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শেখ শাহনেওয়াজ শাহীন সোমবার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন মামলাটি আমলে নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, সম্প্রতি আমেরিকার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের স্থানীয় একটি হোটেলে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে পবিত্র হজ, তবলীগ জামাত ও মহানবী (স.) সম্পর্কে কটূক্তি করায় ক্ষুব্ধ হয়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শেখ শাহনেওয়াজ শাহীন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়