Wednesday, October 29

সাংবাদিকদের দাবির মুখে প্রাইজমানি বৃদ্ধি


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: পপুলার লাইফ ইনস্যুরেন্স ১৪তম আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতা ৫ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় যা ৩০ নভেম্বর বৃহস্পতিবার এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলার তারিখ পরিবর্তন হয়ে ৫ ও ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ১৪টি জেলা দল নিয়ে আয়োজিত ঢাকা ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো: মোজাম্মেল হক খান। এ উপলক্ষে বুধবার বিকেলে ভলিবল ফেডারেশনের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারপারসন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পপুলার লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী বক্তব্য রাখেন। টুর্নামেন্টের তিন সেরা খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা পুরস্কার দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। যদিও প্রথমে বাংলাদেশ ভলিবল ফেডারেশন সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ঘোষণা দেন যে এবার শুধুমাত্র ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হবে। পরে মহিলা ভলিবল কমিটির চেয়ারপারসন ঘোষণা করেন সেরা তিনজনকে দু হাজার টাকা করে প্রাইজমানি। পরে সাংবাদিকদের দাবির মুখে তা বেরে দাড়ায় দশ হাজার টাকা করে সেরা তিনজনকে দেবার ঘোষণা। সংবাদ সম্মেলনে এ সময় মহিলা ভলিবল কমিটির সম্পাদক নিবেদিতা দাস, সহ সভাপতি নয়না চৌধুরী, ফেডারেশনের সহ সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম ও সদস্য আব্দুল হান্নান উপস্থিত ছিলেন। আন্ত:জেলা মহিলা ভলিবলে অংশগ্রহণ করছে ২০১২ সালের চ্যাম্পিয়ন রাজশাহী, পাবনা, সিলেট, কুষ্টিয়া, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, চট্টগ্রাম, রংপুর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা। ভলিবল ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার ও শনিবার হরতাল না থাকায় গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। যথারীতি ৬ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার মোট বাজেট ৫লক্ষ চৌষট্টি হাজার টাকা। উল্লেখ্য, গত পাঁচ বারের চ্যাম্পিয়ন রাজবাড়ী এবার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়