Thursday, October 30

শনিবার নাটোর যাচ্ছেন খালেদা জিয়া


কানিউজ ডেস্ক : নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী ধারাবাহিক জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবে শনিবার উত্তরাঞ্চলের জেলা নাটোর যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় ২০ দলীয় জোটের উদ্যোগে জেলার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, শনিবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের নিজ বাসভবন থেকে নাটোরের উদ্দেশে রওনা হবেন। তিনি আশুলিয়া-টাঙ্গাইল-সিরাজগঞ্জ হয়ে নাটোর জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন। সেখান কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল পৌনে ৪টার দিকে জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে রাতেই বিএনপি চেয়ারপারসন ঢাকা ফিরবেন বলে জানান তিনি। ওই জনসভাটি ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে তারিখ পরিবর্তন করে ১ নভেম্বর করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়