স্টাফ রিপোর্টার : মুন্সিগঞ্জের গজারিয়ায় বসুন্ধরার পেপার মিলে আগুন লেগেছে। গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আনারপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসুন্ধরার ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলে ঢাকার ডেমরা থেকে যোগ দেয় আরও দুটি ইউনিট। পরে নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট গিয়ে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকা-ের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সর্ভিস কর্মীরা। এদিকে আগুন লাগার পর মহাসড়কের পাশে এ কারখানার পাশেপাশে শত শত মানুষ ভিড় জমায়। তবে নিরাপত্তার কারণে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়