Friday, August 15

হিলি সীমান্তে রেড এলার্ট জারি করেছে ভারত


শাহ্ আলম শাহী, রংপুর: ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে রেড এলার্ট জারি করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেল থেকে জনবল বৃদ্ধির পাশাপাশি ভারী অস্ত্র মোতায়েন করে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।এছাড়া হিলি চেকপোস্ট গেটের শূন্য রেখায় ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হয়েছে। সেখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে সীমান্তের সকল কার্যক্রম। হিলি ইমিগ্রেশন অফিসার খাজা উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে এই চেকপোস্ট দিয়ে আগের ন্যায় পাসপোর্টধারী যাতায়াতকারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও তাদের করা হচ্ছে ব্যাপক দেহ তল্লাশি।তবে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আজ শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত থেকে এই সতর্কাবস্থা জারি করা হয়।এ জন্য বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ওপর কঠোর নজরদারি রাখা হয়েছে। সীমান্তের ওপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশকারী কেউ যাতে সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসে জঙ্গি হামলাসহ যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে সে কারণে সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সীমাস্ত এলাকা ছাড়াও ভারতের কলকাতা,বালুরঘাট ও ২৪ পরগণা এলাকার ব্যস্ততম রেল স্টেশন, বাস স্টেশন ও সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের ভারতে যাওয়ার সময় ইমগ্রেশনে ছবি তোলা ও সতর্কতার সাথে তাদের পাসপোর্ট পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চেকপোস্টের বিপরীতে ভারতীয় চেকপোস্টে সাদা পোশাকধারী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হযেছে। সাদা পোশাকধারী গোয়েন্দারা ভারত গমনাগমকারী পাসপোর্ট যাত্রীসহ আমদানি রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাকের ড্রাইভার হেলপারদের ওপরও তদারকি শুরু করেছে। চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হবে না বলে জানান তিনি। ইব্রাহিম খলিল নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী জানান, কলকাতা এবং তার আশপাশের এলাকার আবাসিক হোটেলে অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজতে পুলিশ তল্লাশি চালাচ্ছে। হোটেলগুলোতে পাসপোর্ট ছাড়া কাউকে থাকতে দেয়া হচ্ছে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়