ঢাকা: সরকারের প্রতি সংবিধান সংশোধনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে আগামী সংসদ নির্বাচন দিতে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তারা এ কথা বলেন।
নেতারা বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে জনগণ সে প্রহসনের নির্বাচন প্রতিহত করবে। সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার সংবিধান সংশোধন করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়