কানাইঘাট উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মঈনুল হক ও কানাইঘাট প্রেসকাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে চূড়ান্ত পর্বের খেলায় ছেলেদের গ্র“পে মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৫-৪গোলে হারিয়ে ভাড়ারীমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের গ্র“পে রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে গোল্ডেন ১-০গোলে হারিয়ে ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়