Wednesday, May 4

ন্যাশনাল লাইফের চেক হস্তান্তর

কানাইঘাট পৌরসভার মেয়র লুতফুর রহমান বলেছেন, ন্যাশনাল লাইফ ইন্সু্যরেন্স কোম্পানী গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান, মরনোত্তর বীমা দাবী পরিশোধ অত্যন্ত সচ্ছতার সহিত প্রদান করায় গ্রাহকদের মধ্যে কোম্পানীর আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম এবং ভবিষ্যতে প্রতিটি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বি করতে সবাইকে বীমার আওতায় আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। মেয়র লুৎফুর রহমান গত ২৮ এপ্রিল সকাল ১১টায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট এরিয়া অফিসের উদ্যোগে আয়োজিত কোম্পানীর বীমা গ্রাহক কানাইঘাট কৃষি ব্যাংকের ক্যাশিয়ার মরহুম ইমাম উদ্দিনের মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার ও এরিয়া প্রধান হরিপদ রায় টিপুর সভাপতিত্বে এবং বিএম সাহেদুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর কানাইঘাট জোনাল ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই, কানাইঘাট পৌরসভার কাউন্সিলার মাওঃ হাবিব আহমদ, সহকারী জোনাল ইনচার্জ হাফিজ নাসির আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেয়র লুতফুর রহমান কোম্পানীর মরহুম বীমা গ্রাহক ইমাম উদ্দিনের নমীনি তার স্ত্রী সুলতানা বেগমের হাতে বীমা দাবীর ৬০ হাজার চেক প্রদান করেন। উল্লেখ্য যে, মরহুম ইমাম উদ্দিন ৬০ হাজার টাকা বীমা করে ১ম কিস্তির ৫ হাজার টাকা পরিশোধ করে মারা যান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়