বিপুল উতসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও কানাইঘাটের সামাজিক,স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির ১৩ তম মেধা যাচাইমুলক প্রাথমিক বৃত্তি পরীা গতকাল শুক্রবার (২৬/১১/১০) অনুষ্ঠিত হয়। এই পরীায় সমিতির কার্যক্রম এলাকার ১৪ টি শিা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর মোট ১০১ জন পরীাথর্ী অংশ নেয়। গাছবাড়ী মডার্ণ একাডেমী কেন্দ্রে সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত পরীা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন কানাইঘাট প্রেসকাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি দেলওয়ার হোসেন সেলিম, আগফৌদ নারাইনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক নুরুল ইসলাম , সমিতির সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান এখলাছ প্রমুখ। পরীা নিয়ন্ত্রক ছিলেন সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম।সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খসরু, অর্থ সম্পাদক বজলুর রহমান, ফখরুল ইসলাম ও মতিউর রহমান । রেজাল্ট প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের মধ্যে।
কানাইঘাটে গাসকযুস বৃত্তি পরীক্ষা
কানাইঘাটে গাসকযুস বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়