Monday, August 28

মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য

মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,কেন্দ্রীয় চেয়ারম্যান সমিতির সহ সভাপতি,কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ কানাইঘাট উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাসপাতাল-২ শাখার ১৯০নং প্রজ্ঞাপন মোতাবেক উপজেলা স্বা. ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়, কানাইঘাট সিলেট এর ০৯/০৮/২০১৭ইং ৬৫৯ নং স্মারক মূলে চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশকে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করে এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম ২১/০৮/২০১৭ইং তারিখে এক চিঠির মাধ্যমে চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশকে সদস্য মনোনীত করার পত্র প্রদান করেন। এদিকে সাতবাঁক ইউপির বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।(বিজ্ঞপ্তি)
মুনির চৌধুরীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন সিরাজুল ইসলাম

মুনির চৌধুরীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ করলেন সিরাজুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক: ঢাকা রমনা-শাহবাগ থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে আ’লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী ফয়জুল মুনির চৌধুরীর পক্ষে কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম দলীয় নেতাকর্মী ও দরিদ্র অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন। সোমবার বিকেল ২টায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম ফয়জুল মুনির চৌধুরীর পক্ষ থেকে কানাইঘাট সদর ইউপির বীরদল বাজার ও কানাইঘাট পৌরসভার মনসুরিয়া পয়েন্টে ঈদ বস্ত্র বিতরণ করেন। ঈদ বস্ত্র বিতরণের সময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ বস্ত্র বিতরণ কালে উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ঢাকা মহানগর আ’লীগের অন্যতম নেতা কানাইঘাট-জকিগঞ্জের কৃতি সন্তান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলার ফয়জুল মুনির চৌধুরী গত কয়েকদিন ধরে কানাইঘাটে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ভবিষ্যতে ফয়জুল মুনির চৌধুরীর উদ্যোগে এ ধরনের মহতি কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপ্পো নিয়ে এল নতুন ফোন 'এ ৭১'

অপ্পো নিয়ে এল নতুন ফোন 'এ ৭১'

অপ্পো নিয়ে এল নতুন ফোন 'এ ৭১'
কানাইঘাট নিউজ ডেস্ক: অপ্পো ফোন এ ৭১ নামে নতুন একটি ফোন বাজারে ছেড়েছে।

অপ্পোর এই নতুন ফোন এ ৭১ এ রয়েছে অক্টাকোর সিপিইউ, ৩ গিগাবাইট র‌্যাম এবং ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

এর ফ্রন্টে ৫ মেগাপিক্সেলের ক্যামেরায় থাকছে বিউটিফাই ৪.০ এবং ১৩ মেগা-পিক্সেলের রিয়ার ক্যামেরায় রয়েছে মাল্টি-ফ্রেম ডিনয়েজিং প্রযুক্তি।

এছাড়াও এতে আছে ৫ দশমিক ২ ইঞ্চির স্ক্রিন পাতলা মেটালিক ইউনি-বডি। নতুন মডেলের অপ্পো ফোনটি সোনালী ও কালো রঙে বাজারে পাওয়া যাবে।

আগামী ৩০ আগস্ট থেকে অপ্পোর  সকল অফলাইন স্টোরে পাওয়া যাবে এ৭১ ফোনটি। ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬,৯৯০ টাকা। সূত্র-টেকশহর।
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির


কানাইঘাট নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের কাতারে এক সড়ক দুর্ঘটনায় মকসুদ বখস (৩২) ও ফয়সল আহমদ (২৮) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। কাতারের হোম সালাল আলী শহরে শনিবার গভীর রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনা প্রাণ হারান। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মকসুদ ও ফয়সল কাজ থেকে নিজের গাড়িতে করে বাসায় ফেরার পথে হোম সালাল আলী শহরে দুর্ঘটনা কবলিত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সেখান থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়। মকসুদ বখসের বাড়ি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামে। তিনি হাজি রফিক বখসের ছেলে। আর নিহত ফয়সল আহমদ বড়লেখা উপজেলার কাঠালতলী খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের ছেলে। দুর্ঘটনার খবর নিহতদের গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।

Sunday, August 27

নায়করাজের স্বপ্ন বাস্তবায়ন করবেন আলমগীর-ফারুক

নায়করাজের স্বপ্ন বাস্তবায়ন করবেন আলমগীর-ফারুক

নায়করাজের স্বপ্ন বাস্তবায়ন করবেন আলমগীর-ফারুক

বিনোদন ডেস্ক: শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আয়োজিত নায়করাজ রাজ্জাকের স্মরণসভায় এসে পুত্র বাপ্পারাজ অনেক অভিমানী কথা শোনালেন। তার বাবাকে নিয়ে কিছু ভুল ধারণার জবাবও দিলেন। এবং চলচ্চিত্রের সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন এই অভিনেতা।

সেই আহ্বানের প্রেক্ষিতে নায়করাজকে নিয়ে বলতে গিয়ে আশ্বস্ত করলেন অভিনেতা আলমগীর। তিনি রাজ্জাককে বড়ো ভাইয়ের মতোন দেখতেন বলে জানালেন। এরপর তার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়াও চাইলেন।

এরপর বাপ্পারাজকে উদ্দেশ্য করে আলমগীর বলেন, ‘বাপ্পাকে বলছি, আমাদের চলচ্চিত্র পরিবার এক থাকবে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতে পারে, দ্বন্দ্ব হতে পারে এমনকি মারামারিও হতে পারে। কিন্তু আমি কথা দিচ্ছি এই দ্বন্দ্ব যতো দ্রুত সম্ভব আমরা মিটমাট করবো। এই চলচ্চিত্রকে নিয়ে রাজ্জাক ভাই যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। এটা কথা দিলাম।’

এদিকে ফারুক বলেন, ‘মায়ের পেটের ভাই না হলেও রাজ্জাক ভাই ছিলেন আমার ভাইয়ের মতো। উনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর, শাসন করতেন। আমরা ছিলাম রক্তের বাঁধনে বাধা রাজ্জাক-ফারুক। যতদিন বাঁচব তাকে আমার বড় ভাইয়ের আসনে রাখব। বিভিন্ন মিডিয়ায় ছবি দেখেছি আমি আর আলমগীর মিলে রাজ্জাক ভাইয়ের গালে চুমু খাচ্ছি। ভাইয়ের মতো না হলে এটা পারতাম না।’

তিনি বলেন, ‘চলচ্চিত্র পরিবার গঠিত হওয়ার আগে রাজ্জাক ভাই আমাকে একদিন ডেকেছিলেন। বলেছিলেন, ফারুক এফডিসিতে আবার কী হচ্ছে? তুই একটু দেখনারে ভাই! আমি বলেছিলাম এত বড় দায়িত্ব আমার পক্ষে একা নেয়া সম্ভব না ভাই। তারপরও তিনি আমাকে এই দায়িত্ব নিতে বলেছিলেন।’

ফারুক বলেন, ‘তাকে সবাই নায়করাজ, মহানায়ক এসব উপাধি দিয়েছেন। এসব কোনোটাই মিথ্যা নয়। কিন্তু আমার কাছে তিনি আমার ভাই, আমার বড় ভাই ছিলেন। আমার আর তার মধ্যে যে সুন্দর সুসম্পর্ক ছিল তার বাড়ির মানুষও জানত না। আমাদের প্রতিযোগিতা ছিল। তবে সেটা অনস্ক্রিনে। স্ক্রিনের বাইরে আমরা ছিলাম খুব ঘনিষ্ঠ। আমি সবসময় তাকে সম্মান করেছি। তিনি কখনও বলতে পারবেন না তার সঙ্গে বেয়াদবি করেছি।’

এ অভিনেতা আরও বলেন, ‘দেশের প্রতিটি মানুষকে আমি বলতে চাই অন্তত একবার রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন বেহেশতবাসী হন। আল্লাহ আমার ভাইকে অবশ্যই ভালো রেখেছেন।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঞ্চালনায় শোকসভায় আরও উপস্থিত ছিলেন সোহেল রানা, সুচন্দা, রোজিনা, ফেরদৌস, নূতন, ওমর সানী, সম্রাট, আমজাদ হোসেন, এফডিসির এমডি তপন কুমার, মিশা সওদাগর, বাপ্পী, প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ, প্রযোজক খসরু প্রমুখ।
মিয়ানমারে উত্তেজনা অব্যাহত, নিহত ৯৮

মিয়ানমারে উত্তেজনা অব্যাহত, নিহত ৯৮

মিয়ানমারে উত্তেজনা অব্যাহত, নিহত ৯৮

কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য উত্তেজনা অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত সেখানে ৯৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ওই রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেতে থাকায় সেখান থেকে অন্তত চার হাজার অমুসলিমকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার।

দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) শুক্রবারের হামলার দায় স্বীকার করে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার ভোরের আগে রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইন রাজ্যরে ৩০টি পুলিশ চেকপোস্ট ও একটি সেনা ঘাঁটিতে সমন্বিতভাবে হামলা চালায়।

অং সান সুচির কার্যালয় জানিয়েছে, সংর্ঘষের ঘটনায় এক সৈন্য, এক অভিবাসন কর্মকর্তা ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের সঙ্গে সংঘর্ষে ৮৬ রোহিঙ্গা বিদ্রোহী মারা গেছে।

রাখাইনে হামলার মাত্র একদিন আগেই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ মৌলিক অধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায় ‘অ্যাডভাইজরি কমশিন’।

জাতিসংঘের সাবেক মহাসচবি কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন এক প্রতিবেদনে আরো জানায়, মানবাধিকারের প্রতি সম্মান না দেখালে রোহিঙ্গা এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী কট্টরপন্থার দিকে ধাবিত হতে পারে।

এদিকে গতকাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদশে (বিজিবি)। টেকনাফ সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিনন্দন

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান নবনির্বাচিত কমিটির সভাপতি শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দের বলিষ্ট নেতৃত্বে নবনির্বাচিত কমিটির মাধ্যমে কানাইঘাটের আত্মসামাজিক উন্নয়ন সাধন, প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল এবং সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে। অভিনন্দন দাতারা হলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মহি উদ্দিন, সহ-সভাপতি সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মামুন রশিদ, মাষ্টার ইয়াহিয়া, সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসাইন, সদস্য নারী নেত্রী রুবি রানি চন্দ, আবুল কালাম আজাদ প্রমুখ।