Wednesday, November 7

::বাংলাদেশ ও লাওসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের যাত্রা শুরু::

::বাংলাদেশ ও লাওসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের যাত্রা শুরু::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লাওসের প্রধানমন্ত্রী থংসিঙ থামাভংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ও লাওসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের যাত্রা শুরু হয়েছে।

গতকাল বুধবার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠককালে দুই প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য দুরীকরণ, শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হন।

শেখ হাসিনা লাওস সফরে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য থামাভংকে এবং মনোরম ভিয়েনতিয়েন নগরীতে তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের লাওস সরকার ও দেশটির জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

লাওসে বাংলাদেশের কোন সরকার প্রধানের এই প্রথম সফর। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ সফর দু�দেশের মধ্যে দ্বিপাক্ষিক ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।

শেখ হাসিনা বলেন, লাওসে তাঁর সফর অর্থনৈতিক সহযোগিতা জোরদারে লাওস ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অপর দেশগুলোর সাথে যোগাযোগ সম্প্রসারণে তাঁর সরকারের লক্ষ্য পূরণ করবে।

লাওসের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শৃংখলার ক্ষেত্রে সহযোগিতার প্রস্তাব দেন। এছাড়া তিনি নারী ও যুব সমাজের উন্নয়নের জন্য ক্ষুদ্রঋণ খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

থামাভং বলেন, লাওস সরকার এ দু�দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবে।

লাওস প্রধানমন্ত্রী যতদ্রুত সম্ভব ঢাকা সফরে শেখ হাসিনার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও লাওসে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে দু�দেশের কর্মকর্তারা দু�দেশের সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসার প্রয়োজনীয়তা উঠিয়ে দেয়ার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন।

দু�দেশের কর্মকর্তারা পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে দু�দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সম্মত হন।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী থংলুন সিসুলিথ দু�দেশের প্রধানমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর করেন।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাওসের প্রেসিডেন্ট চুম্মালি সেয়াসোনের সঙ্গে তার বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা লাওসের প্রেসিডেন্টকে বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তারা দু�দেশের স্বার্থ ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী লাওসের প্রেসিডেন্টকে বলেন, লাওস বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, আইটি বিশেষজ্ঞ, অ্যাকাউন্ট্যান্ট এবং কৃষি ও নির্মাণ শিল্পের জন্য জনবল নিতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর নবম এশিয়া-ইউরোপ মিটিং সামিট (এএসইএম৯)-এ যোগ দিতে এখানে পৌঁছেন।

ওবামার জয়

ওবামার জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্ধারক গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে এগিয়ে থেকে বারাক ওবামা আবার হোয়াইট হাউজে পুনর্নির্বাচিত হয়েছেন।
সিবিএস, এনবিসি, সিএনএন ও বিবিসি এরই মধ্যে ওবামা প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের বেশি পেয়ে গেছেন বলে ঘোষণা করেছে।
অর্থনীতি নিয়ে মার্কিনিদের দীর্ঘমেয়াদী অসন্তোষ আর নির্বাচনের ঠিক আগে রমনির কঠিন চ্যালেঞ্জ ছাপিয়ে হোয়াইট হাউজে আবার চার বছরের জন্য গেলেন ওবামা।
ফ্লোরিডার ফল হাতে আসার আগে ওবামা পেয়েছেন ৩০৩টি ইলেকটোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬টি।
অনেক রাজ্যের ভোটের পুরো ফল হাতে আসার আগেই প্রেসিডেন্ট নির্ধারক �দোদুল্যমান� রাজ্যগুলোর প্রায় সবকটিতে ওবামা জেতায় বা এগিয়ে থাকায় আগেভাগেই ওবামাকে জয়ী ঘোষণা করা গেছে।
তাই ভোটের পুরো ফল আসার আগেই পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রমনি। বিশ্ব নেতারাও ওবামাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।
ভোট গোনা শুরু হওয়ার পর ডেমক্রেট অধুষ্যিত রাজ্যগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ আইওয়া, পেনসিলভানিয়া, মিশিগান, মিনাসোটা ও উইসকনসিনে ওবামা এগিয়ে থাকায় বোঝা যাচ্ছিল যুক্তরাষ্ট্র আগামী চার বছরের জন্য নতুন কোনো প্রেসিডেন্ট দেখছে না। ওহাইওতে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পরপরই ওবামার বিজয় নিশ্চিত হয়ে যায়। ফেয়ার নিউজ

কানাইঘাটে আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে শিবির নেতাসহ তিনজন গ্রেফতার

কানাইঘাটে আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে শিবির নেতাসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
গত শনিবার গভীর রাতে কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রাম সংলগ্ন মাইনকা বিলের পার্শ্বে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহবানকারীদের সাথে গানের আয়োজককারীদের সংঘর্ষে নিহত আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে কানাইঘাট থানা পুলিশ উপজেলা শিবিরের সেক্রেটারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল ভোর রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ শিবনগর গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলা শিবিরের সেক্রেটারী শিবনগর গ্রামের মাওলানা শামসুল হকের পুত্র রশিদ আহমদ ২৫, একই গ্রামের মৃত ইরফান আলীর পুত্র স্থানীয় শিবনগর জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুস সুবুর ৪৬, লখাইরগ্রামের মাসুক আহমদের পুত্র মনসুরিয়া মাদ্রাসা আলীমের ছাত্র জাহাঙ্গীর আলম ২০। গ্রেফতারকৃতদের গতকাল কানাইঘাট থানা পুলিশ আব্দুল মালিক হত্যাকান্ডের আসামী দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানান, পুলিশী তদন্তে বাউল গানের আসরকে কেন্দ্র করে নিহত আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দিকে গ্রেফতারকৃতদের পরিবারের লোকজন জানিয়েছেন, তারা হত্যাকান্ড বা বাউল গানের আসরকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়। আটক জাহাঙ্গীর আলমের পিতা মাসুক আহমদ কান্না জড়িত কন্ঠে জানান, তার ছেলে সম্পূর্ণ নির্দোষ। শিবনগর গ্রামে তার মামা বাড়ি গত সোমবার বেড়াতে গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। এ ব্যাপারে থানার ওসি আব্দুল হাইর সাথে কথা হলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গত শনিবারের সৃষ্ট ঘটনায় গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Tuesday, November 6

কানাইঘাট সদর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

কানাইঘাট সদর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন

জাতীয় শ্রমিকলীগ কানাইঘাট ৬নং সদর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত সোমবার বিকেল ৪টায় কানাইঘাট বাজারস্থ শ্রমিক লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দিন আল আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ ছাড়াও শ্রমীকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে শামীম আহমদকে আহবায়ক, বুরহান উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবু বক্কর, ইকবাল হোসেন, আব্দুস সালাম, শরিফ উদ্দিন, মিনহাজ উদ্দিন, জুনেদ হাসান জীবান, মোঃ জাকারিয়া, আজমল হোসেন, আনোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক ও নাজিম উদ্দিনকে সদস্য সচিব করে ৪৩সদস্য বিশিষ্ট ৬নং সদর ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



কানাইঘাট সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কানাইঘাট সদর ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কানাইঘাট ৬নং সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ সম্প্রতি স্থানীয় ছোটদেশ ইটখলা বাজারে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সাহেদ আহমদের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, আ’লীগ নেতা মর্তুজ আলী মেম্বার, শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শফিউল আলম শামীম, শামীম আহমদ, জেলা ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, আজমল হোসেন, যুবলীগ নেতা আবু ইসহাক পান্না, এমাদ উদ্দিন, আব্দুল গফুর, জালাল আহমদ, এবাদুর রহমান প্রমুখ।

Monday, November 5

::কানাইঘাটে বাউল গানের আসরে নিহত আব্দুল মালিকের দাফন সম্পন্ন::

::কানাইঘাটে বাউল গানের আসরে নিহত আব্দুল মালিকের দাফন সম্পন্ন::

নিজস্ব প্রতিবেদক:
গত শনিবার রাতে কানাইঘাটের শিবনগর হাওরে বাউল গানের আসরকে কেন্দ্র করে জিহাদ আহ্বানকারীদের হাতে শিবনগর গ্রামের নিহত আব্দুল মালিকের দাফন আজ সোমবার বিকাল ৪টায় তার গ্রামের মসজিদে নামাজে জানাযা শেষে পঞ্চায়েতি গুরুস্থানে সমাহিত করা হয়েছে। নিহত আব্দুল মালিকের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়ীতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নার আহাজারিতে এক হৃদয় বিদারকের অবতারণা হয়। বাবার কফিনের পার্শ্বে বসে বিলাপ করছে আর বার বার মূর্ছা যাচ্ছে আব্দুল মালিকের স্ত্রী ও অবুঝ সন্তানরা। নিহতের স্বজনদের আহাযারিতে জানাযায় অংশ গ্রহণকারী অনেকের চোখে জল আসে। এদিকে এ ঘটনায় নিহত আব্দুল মালিকের ভাই আব্দুন নুর বাদী হয়ে গত রবিবার একই গ্রামের হাফিজ হুসন আহমদ, আলমাছ, জয়নাল, আবুল হোসেন, জলাল, সাবেক ইউপি সদস্য হারুন আহমদ, মাহমুদ হোসেন, নুর আহমদ, শরিফ আহমদ, ফয়ছল, ফয়জুল হক ও নুরুল হকসহ অজ্ঞাতনামা ২০/২৫ আসামী করে হত্যা মামলা দায়ের করা হলেও সংঘর্ষের ঘটনার সাথে সরাসরি জড়িত অনেক হুতাকে মামলায় আসামী না করায় এলাকার সচেতন মহলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মামলার পর থেকেই এলাকায় জিহাদে অংশগ্রহণকারী ও বাউল গানের উদ্যোগ দাতারা গা ঢাকা দিয়েছে। মামলা দায়ের করা হলেও পুলিশ অদ্যাবধি পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। সিলেট উত্তর সার্কেলের এএসপি বীণা রানী দাস গত রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে নীরিহ আব্দুল মালিক হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ঘটনার সাথে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এলাকাবাসীকে।

<>কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়কের নিঃশর্ত মুক্তির দাবী<>

<>কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়কের নিঃশর্ত মুক্তির দাবী<>

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ জাকারিয়াকে একটি মামলায় জেল হাজতে প্রেরনের ঘটনায় তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে তাঁকে মিথ্যা মামলা থেকে মুক্তি না দেওয়া হলে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন উপজেলা ১৮দলীয় ঐক্যজোটের আহবায়ক ও কানাইঘাট-জকিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়কারী মামুনুর রশিদ,সাইপ্রাস বিএনপির প্রতিষ্টাতা সভাপতি বর্তমান ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ,কানাইঘাট উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, জাফর আহমদ, পৌর শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, থানা উলামাদলের আহবায়ক মাওঃ কুদরত উল্লাহ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, পৌর যুবকদলের আহবায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক রোমান সিদ্দিকী, ইসলাম উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।