Wednesday, February 29

পূর্ব শক্রুতার জের:কানাইঘাটে খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

পূর্ব শক্রুতার জের:কানাইঘাটে খড়ের ঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ

পূর্ব শত্রুতা ও মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার কানাইঘাটে লখাইর গ্রামে প্রতিপক্ষের একটি গাভী চুরির পর খড়ের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়েরের পর পুলিশ সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। মামলা সূত্রে জানা যায়, লখাইর গ্রামের মৃত হাজী তবারক আলীর পুত্র মাসুক উদ্দিন গংদের সাথে একই গ্রামের তমছির আলীর পুত্র এবাদুর রহমান ও জয়নাল গংদের মধ্যে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে মামলা চলছে। এর জের ধরে গত ২১ফেব্র“য়ারী গভীর রাতে জয়নাল গংরা মাসুক উদ্দিনের বাছুর রেখে একটি গাভী ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মাসুক উদ্দিন গ্রাম্য বিচার প্রার্থী হলে ক্ষিপ্ত হয়ে এবাদুর রহমান গংরা গত সোমাবার সকাল ১০টায় দলবলে মাসুক উদ্দিনের বসত বাড়ীতে চড়াও হয়ে সীমানা নির্ধারনের নামে মাটি খুঁড়ে খাল খনন করে ও যাবার সময় তার খড়ের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় মাসুক উদ্দিন থানায় ১৭জনের বিরুদ্ধে গরু চুরি ও ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করলে থানার এস.আই শফিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। অভিযুক্তরা পুলিশের উপস্থিতিতে তাদের অপরাধের কথা স্বীকারও করে।

Tuesday, February 28

কানাইঘাটে ভারতীয় মদসহ এক ব্যক্তি গ্রেফতার

কানাইঘাটে ভারতীয় মদসহ এক ব্যক্তি গ্রেফতার

কানাইঘাটে ভারতীয় অফিসার চয়েস্ মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলো উপজেলার বীরদল (হাওর পশ্চিম) গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আজমল হোসেন (৪০)। জানা যায়,আজ মঙ্গলবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে চৌদ্দ বোতল ভারতীয় অফিসার চয়েস্ মদসহ ধৃত আজমলকে গ্রেফতার করে। এব্যাপারে থানার এস.আই শফিকুল ইসলাম খান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- (২৪) ২৮/০২/২০১২ইং। আজ গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে।

Monday, February 27

কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমানকে অভিনন্দন

কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমানকে অভিনন্দন

কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিলেট বিভাগীয় জয়েন্ট সেক্রেটারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক, ফখর উদ্দিন শামীম, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, পৌর মেয়র লুৎফুর রহমানের সুযোগ্য নেতৃত্বে এসোসিয়েশনের কর্মকান্ড আরো গতিশীল হবে এবং এর সুফল সিলেট বিভাগের সকল পৌর নাগরিকবৃন্দ ভোগ করবে।
কানাইঘাটে অধ্যক্ষ ছমিকে ঘিরে ফের উত্তেজনা

কানাইঘাটে অধ্যক্ষ ছমিকে ঘিরে ফের উত্তেজনা

কানাইঘাট সড়কের বাজার আহমদিয়া আলীম মাদ্রাসার অপসারিত অধ্যক্ষ ছমিকে নিয়ে এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। জানা যায়, অপসারিত অধ্যক্ষের বিরুদ্বে সম্প্রতি মাদ্রাসার ওয়াকফ এস্টেটের দেড়কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠলে উপজেলা প্রশাসন কর্তৃক প্রাথমিক তদন্ত রিপোর্টে অর্ধকোটি টাকার সত্যতা পাওয়া যায়। এছাড়া তিনি একটি মামলার এফ.আই.আর ভুক্ত আসামী হয়ে পলাতক থাকায় গত শনিবার মাদ্রাসার এডহক কমিটির এক সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আশিক চৌধূরী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মুমিন চৌধূরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আব্দুছ ছমিকে অধ্যক্ষ পদ থেকে অপসারিত করে মাদ্রাসার সিনিয়র শক্ষক হাফিজ মাওলানা আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত অধ্যরে দায়িত্ব প্রদান করা হয়। এরই দুদিন পর একটি মহলের ইন্ধনে অপসারিত ছমির আন্তীয়স্বজন আঞ্চলিকতার ইস্যু নিয়ে নিজ এলাকার কিছু সংখ্যক জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আজ সোমবার উপজেলা সদরে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কানাইঘাট বাজারে প্রতিপরে লোকজনের মহড়ায় উত্তেজনা দেখাদিলে আইনশৃংখলা বাহিনীর জোরালো তৎপরতায় কোন ধরনের বিশৃংখলা ঘটেনি। তবে বাজার এলাকা উত্তপ্ত ছিল। পরে তারা ছমির উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন বরাবরে স্মারকলিপি পেশ করেন। এদিকে ভারপ্রাপ্ত অধ্য আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,প্রতিদিনের মতো গতকালও মাদ্রাসায় নিয়মিত কাস হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লনীয়। মানববন্ধনের সাথে মাদ্রাসা কর্তৃপরে কোন সম্পৃক্ততা নেই।

Sunday, February 26

লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান তিনটি ট্রাক ও পাঁচটি ট্রাক্টর জব্দ

লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান তিনটি ট্রাক ও পাঁচটি ট্রাক্টর জব্দ

শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন একদল পুলিশ নিয়ে লোভা পাথর কোয়ারীতে অভিযান পরিচালানা করেন। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর সরবরাহের কাজে ব্যবহৃত আব্দুল মালিক ও কামাল মেম্বার এবং সফর আলী মেম্বারের ৩টি ট্রাক ও ট্র্যাক্টর আটক করেন। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত অপর ৫টি ট্র্যাক ও ট্যাক্টরের চাবি জব্দ করেন তিনি। স্থানীয় সচেতন মহল জানান ইদানিং শুকনা মৌসুমে একটি প্রভাবশালী চক্র পাথর কোয়ারীর সংলগ্ন নদীর পাড় শত শত সল ম্যাসিনের সাহায্যে গভীর থেকে প্রতিদিন লক্ষফুট পাথর উত্তোলন করছে। তাদের মধ্যে বেশির ভাগের কোন বৈধ কাগজ পত্র নেই। প্রভাব কাটিয়ে তারা পাথর উত্তোলন করছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবেশের বিপর্যয় ঘটিয়ে পাথর উত্তোলনের বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য তিনি গতকাল পাথর কোয়ারীতে যান এবং অবৈধভাবে পাথর উত্তোলন না করার জন্য সবাইকে নির্দেশ প্রদান করেন। পাথর পরিবহনের দায়ে আটককৃত গাড়ির মালিক এবং অন্যান্য পাথর উত্তোলনকারীদের বৈধ কাগজ পত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। বৈধতা না পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Saturday, February 25

পুরনো বাইবেলে বিশ্বনবীর সা. আগমনী বার্তা: ভ্যাটিকানে তোলপাড়

পুরনো বাইবেলে বিশ্বনবীর সা. আগমনী বার্তা: ভ্যাটিকানে তোলপাড়

লন্ডন, ২৫ ফেব্রুয়ারি: হযরত ঈসা (আ.) বা যিশু খ্রিস্ট কর্তৃক হযরত মুহাম্মদের সা. আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সম্বলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ দেখতে চেয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। বৃটেনের ডেইলি মেইল এ খবর দিয়ে জানিয়েছে, ১৫০০ বছরের পুরনো এ বাইবেল সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এবং তা গত ১২ বছর ধরে তুরস্কে গোপন রাখা হয়েছে। অনেকেই মনে করেন এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জিল বা হযরত ঈসার আ. প্রাথমিক বাণী বা শিক্ষা সম্বলিত বাইবেল হিসেবে খ্যাত ‘বার্নাবাসের বাইবেল।’পোপ ষোড়শ বেনিডিক্ট এই বাইবেল দেখতে চেয়েছেন বলে খবর এসেছে। এক কোটি ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এ বাইবেল স্বর্ণাক্ষরে এবং হযরত ঈসার আ. নিজ ভাষা তথা আরামীয় ভাষায় লিখিত।তুরস্কের পুলিশ ২০০০ সালে চোরাচালান দমনের এক অভিযানে পশুর মোটা চামড়ায় লেখা এবং চামড়া দিয়ে বাঁধাই করা এ বাইবেলটি উদ্ধার করে। ২০১০ সালের আগ পর্যন্ত বইটি কড়া প্রহরার মধ্যে গোপন রাখা হয় এবং এরপর আঙ্কারার প্রত্নতাত্তিক জাদুঘরে হস্তান্তর করা হয়। সামান্য কিছু সংস্কারের পর বইটিকে শিগগিরই জনসমক্ষে প্রদর্শন করা হবে। হস্তলিখিত বইটির একটি পৃষ্ঠার ফটোকপির দাম ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড বলে মনে করা হচ্ছে।তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী এর্তুগরোল গুনায় বলেছেন, প্রাচীন এই বাইবেল ইঞ্জিল শরীফের নির্ভরযোগ্য সংস্করণ হতে পারে এবং হযরত ঈসা আ. সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গীর সঙ্গে এ বাইবেলের মিল থাকায় বইটি হয়ত খ্রিস্টান গির্জার ক্ষোভের শিকার হয়েছিল।তিনি আরো বলেছেন, ভ্যাটিকান এ পাণ্ডুলিপি দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। প্রোটেস্টান্ট পাদ্রী ইহসান ওজবেক তুরস্কের জামান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সম্ভবত বার্নাবাসের কোনো অনুসারী এ বাইবেল লিখেছেন এবং বার্নাবাসের বাইবেলের বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নাও থাকতে পারে। ধর্মতত্ত্বের অধ্যাপক ওমর ফারুক হারম্যান বলেছেন, এ বাইবেলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হলেই এটা স্পষ্ট হবে যে তা কত বছরের পুরনো।
কানাইঘাটে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের ৪ মাসের কারাদন্ড

কানাইঘাটে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের ৪ মাসের কারাদন্ড

কানাইঘাটে ইভটিজিং এর অভিযোগে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। ভ্রাম্যমান আদালত গত বৃহস্পতিবার এ দন্ড দেন। স্থানীয় সূত্র জানায়,কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর জনৈক ছাত্রী প্রতিদিনের মত গত বৃহস্পতিবার কোচিং ক্লাস শেষে সকাল ১০টায় বাড়ী ফিরছিল। কানাইঘাট থানা কমপ্লেক্সের পাশে অবস্থিত স্কলার’স মডেল স্কুলের সামনে আসা মাত্র আগে থেকে ওঁৎপেতে থাকা নন্দিরাই গ্রামের মৃত মুহিবুর রহমান (দুরমুজ) এর ছেলে আবুল কালাম (২২) ঐ ছাত্রীর পিছু নেয়। সে তাকে দেখে অশ্লীল ভাষায় কথা বার্তা বলে এবং ওই ছাত্রীর গতিরোধ করে। এ সময় ছাত্রীর সুর-চিৎকারে আশপাশের দোকান থেকে লোকজন এসে উদ্ধার করে অভিভাবকের কাছে পৌঁছে দেয়। পরে ঐ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কানাইঘাট থানায় কালামকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-(১৭)/ ২৩/০২/১২)। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার থানার এসআই এনাম উদ্দিন আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত বখাটে কালামকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেনের বাসভবনে নিয়ে যান। রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধৃত কালামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল শুক্রবার কালামকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।