Saturday, December 30

কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের মিছিলে ছাত্রলীগ নেতাকর্মীরা


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কার সমর্থনে কানাইঘাট বাজারে নির্বাচনী মিছিল বের করা হয়েছে।

মিছিলে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারওয়ানুল করিমের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী কেটলি মার্কার সমর্থন করে মিছিলে অংশগ্রহণসহ লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কানাইঘাট উত্তর বাজারস্থ কেটলি মার্কার প্রধান নির্বাচনী অফিস থেকে মিছিলটি বের করা হয়। এতে মিছিলে আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামিযের নেতাকর্মীদের পাশাপাশি কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী ছিলেন।

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এ সময় কেটলি মার্কার সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মিছিলে অংশগ্রহণকারী আঞ্জুমানে আল-ইসলাহ ও তালামিযের নেতৃবৃন্দ বলেন, কানাইঘাট ও জকিগঞ্জের ঘরে ঘরে কেটলি মার্কার জোয়ার উঠেছে। এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি সকল সম্প্রদায়ের লোকজন দলমতের উর্ধ্বে উঠে স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর কেটলি মার্কাকে সমর্থন করে যাচ্ছেন। দুই উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীনকে সর্মথন করে পাশে রয়েছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ৭ জানুযারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সিলেট-৫ আসনে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়