Wednesday, August 28

ফ্রান্স ক্ষমা চাইলেই আগুন নেভানোর অর্থ নেবে ব্রাজিল

পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজনের আগুন নেভাতে শিল্পোন্নত দেশের জোট জি-সেভেন'র অর্থ সহায়তা প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার কাছে ক্ষমা চাইলে তিনি এ অর্থ সহায়তা নেবেন বলে জানিয়ে দিয়েছেন। 

জেইর বলসোনারো বলেন, ফরাসি প্রেসিডেন্ট তাকে ‘মিথ্যাবাদী’ বলে ব্যক্তিগত আক্রমণ করেছেন।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে লড়াইয়ে জেইর বলসোনারো ‘মিথ্যাচার করছেন’ বলে অভিযোগ করেন ম্যাক্রন। ফ্রান্সে সদ্য সমাপ্ত জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের পক্ষে আমাজনের আগুন নেভাতে ২২০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন ম্যাক্রন।
এর আগে ব্রাজিলের মন্ত্রীরা বলেছিলেন, আগুন নেভাতে তাদের জি-৭-এর অর্থের প্রয়োজন নেই। তারা অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো আমাজনের নিয়ন্ত্রণ নিতে চায়।
স্যাটেলাইট ডেটা থেকে জানা গেছে, ব্রাজিলের অনেক স্থান আগুনে পুড়ছে। এর মধ্যে বেশির ভাগই আমাজন অঞ্চলে।
গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন বলেছিলেন, গত জুন মাসে জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট জেইর বলসোনারো তাকে মিথ্যা বলেছিলেন। 
জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষায় জোর দেওয়ার বিষয়ে জেইর বলসোনারো তার অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হয়েছেন।
আমাজন অঞ্চলে ব্রাজিলের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেছেন জেইর বলসোনারো।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়