Thursday, October 25

খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার হবে: সৌদি যুবরাজ

কানাইঘাট নিউজ ডেস্ক:
সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান। তাছাড়া তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। জামাল খাশোগির নিখোঁজ ও হত্যা ঘটনা প্রকাশ পাওয়ার পর এ সম্পর্কে এটিই তার প্রথম বক্তব্য।
বুধবার রাজধানী রিয়াদে বাণিজ্যিক সম্মেলনের বক্তব্য রাখার সময় তিনি জামালা খাশোগির হত্যা প্রসঙ্গে বলেন, ‘এ অপরাধ সব সৌদি নাগরিকের কাছেই যন্ত্রণাদায়ক।’
আর এই ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে কখনও চির ধরবে বলেও দাবি করেন সৌদি যুবরাজ।
তিনি বলেন, ‘কিছু লোক এই দুঃখজনক ঘটনার সুযোগ নিয়ে এই দুই দেশের মধ্যে ফাঁটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু আমি তাদের এই বার্তা দিতে চাই যে, যতদিন সালমান বিন আবদুল আজিজের মত বাদশাহ, মোহাম্মেদ বিন সালমানের মত যুবরাজ এবং এরদোয়ানের মত প্রেসিডেন্ট আছেন ততদিন আপনাদের প্রচেষ্টা সফল হবে না।’
দুই দেশের সহযোগিতার মাধ্যমে খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান যুবরাজ। আর এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে এই কথা প্রমাণ করবেন যে, তারা সব অভিযোগের উর্ধ্বে।
খাশোগি হত্যার জন্য সৌদি যুবরাজের দিকেই আঙ্গুল তোলা হচ্ছে। কেননা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বেশিরভাগই তার লোক। তবে এই ঘটনায় যুবরাজের কোনো ভূমিকা নেই বলে একাধিকবার দাবি করেছে সৌদি আরব।
তালাক সংক্রান্ত কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর তাকে আর দেখা যায়নি। নিখোঁজ হওয়ার ১৮ দিন পর তার হত্যার কথা স্বীকার করে সৌদি সরকার। এই হত্যাকাণ্ডের জন্য দুর্বৃত্ত ঘাতকদের দায়ী করেছে রিয়াদ।
এ প্রসঙ্গে সৌদি যুবরাজ বিন সালমান বলেন, ‘এ হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ। এর কোনো যৌক্তিকতা নেই। এ অপরাধের পেছনে যারা আছে তাদের বিচার করা হবে... শেষপর্যন্ত ন্যাবিচারেরই জয় হবে।’
সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়