Monday, October 1

কানাইঘাটে এগিয়ে চলছে উন্নয়ন মেলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন চত্বরে ষ্টল নির্মাণের কাজ প্রায় সমাপ্তির দিকে। উন্নয়ন মেলার মাধ্যমে কানাইঘাটে সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম জন সাধারণের কাছে তুলে ধরার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ষ্টল এলাকা আলোক সজ্জিত এবং বিশাল মঞ্চের কাজ এগিয়ে চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং সরকারের বিভিন্ন দপ্তর ও বে-সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড নিজস্ব ষ্টলের মাধ্যমে তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ৩দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার জন্য নানা ধরনের অনুষ্ঠান মালা সাজিয়ে রাখা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে উন্নয়ন মেলার ষ্টলের কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উন্নয়ন মেলা প্রচার কমিটির সদস্য নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর।

কানাইঘাট নিউজ ডটকম/০১অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়