Friday, October 19

কানাইঘাটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সার্বিক মঙ্গল কামনা করে কানাইঘাটে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টার পর থেকে উপজেলার ৩৫টি পূজা মন্ডপের প্রতীমা ট্রাক ও ছোট যানবাহন বহন করে ধর্মীয় আরাধনা ও বাদ্য যন্ত্রের তালে তালে সনাতন ধর্মের অনুসারীরা মা  দূর্গা দেবী কে সুরমা নদী সহ অন্যান্য নদীতে বিসর্জন দেন। কানাইঘাট বাজার সংলগ্ন সুরমা নদীতে প্রতীমা বিসর্জনের সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা পূজা ‌উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে দূর্গা পূজা সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন,  রাজনৈতিক মহল সহ সকল কে শুভেচ্ছা জানিয়েছেন। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ সহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ সাংবাদিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ দূর্গা পূজার শুরু থেকে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানান।

কানাইঘাট নিউজ ডটকম/১৯ অক্টোবর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়