Sunday, September 2

কানাইঘাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিবেদক:  হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কানাইঘাটে পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পূজা উদযাপন সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে উপজেলা সদরে  শোভাযাত্রা বের হয়। 
এরপর দুপুর দেড়টায় কানাইঘাট বাজার ঊষাবাবু সার্বজনীন পূজা মন্ডপে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথির উপর এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্র শিল্পী ভানুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভজন লাল দাস, প্রতাব চন্দ্র লাল ও  মাস্টার নিহার রঞ্জন বর্ধনের যৌথ পরিচালনায় ধর্মীয় ও
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজী বিভাগ ও পরিচালক, আধুনিক ভাষা ইনস্টিটিউট এর প্রফেসর ড.হিমাদ্রী শেখর রায়। প্রধান আলোচক ছিলেন, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক নিধু ভূষণ দাস, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
                 
দিনব্যাপী এসব ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ পূর্ব   ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মি. জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দূর্গা কুমার দাস, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শ্রী রিংকু চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুদীপ্ত চক্রবর্তী, মানিক লাল দাস, সলিল চন্দ্র দাস, সাবেক সহ- সভাপতি মতি লাল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টন ঐক্য পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্মা প্রমুখ।  



কানাইঘাট নিউজ ডটকম/০২ সেপ্টেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়