Sunday, September 30

কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক, সিএনজি চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের পিতৃহীন এক যুবতীর সাথে দৈহিক মেলামেশার পর অন্তঃসত্বার ঘটনায় বাবুল আহমদ (৩০) নামে এক অটোরিকশা সিএনজি চালক কে পুলিশ গ্রেফতার করেছে।
জানাযায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের  পিতৃহীন এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র সিএনজি চালক বাবুল আহমদ  দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ঐ তরুণী ৫ মাসের অন্তঃসত্বা হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানায় প্রেমিক বাবুল আহমদ।
এঘটনায় অন্তঃসত্বা যুবতী বিয়ের স্বীকৃতির দাবীতে প্রেমিক বাবুল আহমদের বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবরে সম্প্রতি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বাবুল আহমদ কে গতকাল শনিবার ভোর রাতে তার নিজ বাড়ী ফালজুর গ্রাম থেকে একটি বসত ঘরের তালাবদ্ধ ঘর থেকে গ্র্রেফতার করে কানাইঘাট থানার এসআই আবু কাউছার সহ একদল পুলিশ।

কানাইঘাট নিউজ ডটকম/৩০সেপ্টেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক