Saturday, September 8

জিকিরেই আত্মার প্রশান্তি

ফয়জুল্লাহ সাইফ ‘জেনে রাখো, আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্তি লাভ করে।’ (সূরা রা’দ, আয়াত : ২৮) আর আল্লাহর জিকির ব্যতীত এমন কোনো কাজ নেই যা আত্মাকে এমন প্রশান্তি দিতে পারে এবং যার প্রতিদান এর চেয়ে বেশি। ‘অতএব আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব।’ (সূরা বাকারা, আয়াত : ১৫২) আল্লাহর জিকির (স্মরণ)-ই ভূপৃষ্ঠে তার বেহেশত। এতে যে প্রবেশ করেনি সে আখেরাতের বেহেশতে প্রবেশ করবে না। জিকির শুধু এ পৃথিবীর সমস্যা ও উদ্বিগ্নতা থেকে এক নিরাপদ স্বর্গই নয়; অধিকন্তু, চূড়ান্ত সাফল্য লাভের এক সংক্ষিপ্ত ও সহজ পথও। আল্লাহর জিকির সম্বন্ধে পবিত্র কোরআনের হৃদয় ছুঁয়ে যাওয়া আয়াতসমূহ পড়েই দেখুন, জিকিরের চেয়ে উত্তম পুরস্কার আর কোন জিনিসের আছে! যখন আপনি আল্লাহর জিকির করবেন তখন দুশ্চিন্তা ও ভয়ের কালো মেঘ দূরীভূত হয়ে যাবে ও আপনার সমস্যার পাহাড় সরে যাবে। যারা আল্লাহর জিকির করেন তারা শান্তিতে আছেন বা থাকেন- একথা শুনে আমাদের আশ্চর্য হওয়া উচিত নয়। যা সত্যিই আশ্চর্যের তা হলো অবহেলাকারীরা ও অমনোযোগীরা তাকে স্মরণ না করে কীভাবে বেঁচে থাকে। ‘তারা নিষ্প্রাণ, নির্জীব আর তারা জানে না কখন তাদের পুনরুত্থিত করা হবে।’ (সূরা আন-নাহল, আয়াত : ২১) বান্দা আল্লাহকে যে পরিমাণ স্মরণ করবে, আত্মা সে পরিমাণই প্রশান্ত ও সন্তুষ্ট হবে। তার জিকিরের অর্থই হলো তার ওপর পূর্ণ নির্ভরতা, সাহায্যের জন্য তার মুখাপেক্ষী হওয়া, তার সম্বন্ধে সুধারণা পোষণ করা এবং তার পক্ষ থেকে বিজয়ের অপেক্ষায় থাকা। সত্যিই যখন তার কাছে আবেদন করা হয় তখন তিনি কাছেই থাকেন; যখন তাকে ডাকা হয় তিনি তখন শুনতে পান ও তার কাছে আকুল আবেদন করা হলে তিনি সাড়া দেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়