Saturday, March 31

কানাইঘাটে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কানাইঘাটে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আতিউল্লাহ বলেছেন, সমাজের কোন শ্রেনীর মানুষকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। দেশকে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের গুণীজনদের সম্মান করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আগামীদিনের আলোকিত মানুষ করতে তাদের মধ্যে উদ্বীপনা ও মেধা বিকাশে শিক্ষা মূলক সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। জ্ঞান নির্ভর আধুনিক প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। ড. মোহাম্মদ আতিউল্লাহ শনিবার সকাল ১১টায় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা সরূপ সম্বর্ধনা প্রদান ও মাসব্যাপী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি এএইচএম ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাসুমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সংবর্ধিত গুণীজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমএ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব আহমদ, সিলেট জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এ্যাডঃ মামুন রশিদ, মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাও. জামিল আহমদ, সংবর্ধিত উদীয়মান লেখক কবি আব্দুল কাহির, মস্তাক আহমদ সায়েম, সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, কানাইঘাট মহিলা কলেজের প্রভাষক শামীম আহমদ। বক্তব্য রাখেন যুবনেতা জুনেদ হাসান জিবান, অনুষ্ঠানের পৃষ্ট পোষক শ্রমিক নেতা আব্দুল গণি, ফরিদ আহমদ, সংগঠনের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, প্রকাশনা সম্পাদক জাবেদুল হক হুমায়েদ, আলি আহমদ চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আতিউল্লাহ, সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মরনোত্তর সম্মাননা স্বরূপ উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.), শাহ মোহাম্মদ ইব্রাহিম তশনা, মাস্টার আব্দুল আজিজ, শিক্ষায় অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সাংবাদিকতায় এমএ হান্নান, মুক্তিযোদ্ধে অবদান রাখায় সুবেদার আফতাব উদ্দিন, সফল নারী হিসাবে রাহেনা বেগম, সমাজ সেবায় সাবেক ইউ.পি চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সোলেমান ও কবি-সাহিত্যিক হিসাবে আব্দুল কাহিরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
কানাইঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

কানাইঘাটে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট রাজাগঞ্জ ইউ.পির ৬নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিন কর্তৃক ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সরকারি বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম দূর্নীতির ঘটনায় অতিষ্ট হয়ে উঠেছেন এলাকাবাসী। তার এসব অনিয়ম দূর্নীতির প্রতিকার পেতে সিলেটের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের এলাকাবাসী একাধিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিন ২০১৬-২০১৭ অর্থবছরের অতি দরিদ্র কর্মসূচীর আওতায় ওয়ার্ডের সিছরাউলী কালভার্ট হইতে আটলারপাহাড় জামে মসজিদ পর্যন্ত রাস্তায় রাতের আধারে কোন ধরনের মাটি কাজের শ্রমিক না লাগিয়ে স্কেভেটর দিয়ে নামমাত্র কাজ করে প্রকল্পের ২লক্ষ ৮৮ হাজার টাকা একই অর্থ বছরে টি.আর প্রকল্পের আওতায় ভেখভেখি হইতে সরিষার খাল পর্যন্ত রাস্তার উন্নয়নে আরো ২লক্ষ ৮৮হাজার টাকা এল.জি.এস.পির আওয়তায় খালপার গ্রামের সুরমা ডাইকের পিছের মুখের বক্করের বাড়ীর পাশ হইতে তরিক হাজির বাড়ী পর্যন্ত রাস্তার ইটসলিং এর বরাদ্ধকৃত ১লক্ষ ৭২ হাজার টাকা, টি.আর. ক্রমিক নং-৪২, প্রকল্পের খালোপার পূর্ব মসজিদ পর্যন্ত ঈদগাহ পর্যন্ত রাস্তার উন্নয়নে ৪০ হাজার টাকা, টি.আর ক্রমিক নং-৪৩, প্রকল্পের আওতায় খালোপার গ্রামের সুরমা ডাইক হইতে দারুস সুন্নাহ সুলতানিয়া মাদ্রাসার রাস্তা উন্নয়নে ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়া ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিন কর্তৃক ওয়ার্ডের বিজিএফ কার্ডধারীদের কাছ থেকে নগদ ৫শত টাকা করে আদায় এবং সরকার প্রদত্ব ভিজিএফ কার্ডধারীদের অনেকের কাছ থেকে বরাদ্বকৃত জনপ্রতি ৫শত টাকা আত্মসাৎ এবং ওয়ার্ডের খালোপার গ্রামের মৃত রেহমান আলীর পুত্র শারীরিক প্রতিবন্ধী সেলিম উদ্দিনের পঙ্গুভাতার ৮হাজার ২শত টাকা আত্মসাৎ একই গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র হাবিবুর রহমানের ৮হাজার টাকা আত্মসাতের ঘটনায় ইউ.পি সদস্যের বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তার বরাবরে পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সাংবাদিকরা এসব অভিযোগের প্রেক্ষিতে এলাকায় সরেজমিনে গেলে ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আংশিক কাজ করে আত্মসাৎ ওয়ার্ডের বয়স্ক ভাতা, পঙ্গুভাতা, ভিজিএফ, বিজিটি, বিধবা ভাতা প্রাপ্তদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এমনকি ২০১৬-২০১৭ অর্থ বছরে একটি পুরাতন ইটসলিংয়ের রাস্তায় মাটি কাজের প্রকল্প গ্রহণ করে পুরো টাকা আত্মসাৎ এবং এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে একটি রাস্তায় কয়েকদিন পূর্বে ৪/৫ হাজার টাকা মাটির কাজ করান এই ইউ.পি সদস্য। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত এর সাথে কথা হলে তিনি বলেন ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত এলাকাবাসীর অভিযোগ তদন্ত চলছে। কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। টি.আর. কাবিকা ও কর্মসৃজনের কাজে অনিয়ম দূর্নীতি অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না। ইউ.পি সদস্য মিনহাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো সত্য নয়। তার প্রতিপক্ষ লোকজন মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।
কানাইঘাট জুলাই জামেয়ার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কানাইঘাট জুলাই জামেয়ার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মৌলভী ইব্রাহিম আলীর নামে জুলাই জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ভবনের ভিত্তি প্রস্থর উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে নতুন একাডেমিক ভবনের দাতা বিশিষ্ট সমাজসেবী সিলেটি ভাষা গবেষক কমিউনিটি নেতা এম.এ. জলিল চৌধুরীকে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। সমাজ সেবী নুরুল আলম নূরের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারি শিক্ষক হাফিজ অলিউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আবুল ফজল, ফখর উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন, নজরুল ইসলাম, হাজী আবু মাহমুদ, মাষ্টার জামিল আহমদ, হাজী নুর আহমদ নূরাই। স্বাগত বক্তব্য রাখেন,
জামেয়ার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন- বিশিষ্ট মুরব্বী আব্দুল কাহির, ফয়জুর রহমান, হাফিজ আবুল হারিছ, ফয়েজ উদ্দিন, শিক্ষক মাওঃ জাকারিয়া, হাফিজ আবুল খয়ের, মহি উদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ। ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন, বর্তমান সমাজে মাদ্রাসায় ইসলামের সঠিক চর্চা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্বের সাথে তাদের যোগ্যতা রেখে যাচ্ছেন। মাদ্রাসার ভবন দাতা এম.এ জলিল চৌধুরীকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন,তিনি শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন এটা অত্যন্ত মহতি উদ্যোগ। শিক্ষার উন্নয়নে সমাজ হিতৈষী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
 কানাইঘাটে যে কারণে আপন ভাগ্নের হাতে খুন হলেন মামা

কানাইঘাটে যে কারণে আপন ভাগ্নের হাতে খুন হলেন মামা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আপন মামাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আপন মামাকে হত্যাকারী ভাগ্নে আলমাছ উদ্দিন গত কয়েকদিন থেকে তার বাড়ির পাশে কবরে পীরের লাশ আছে বলে সেখানে রাতের বেলা মোমবাতি প্রজ্জলন ও গোলাপজল সিটাত। এতে তার আপন মামা নাজিম উদ্দিন তাকে এমন কাজ থেকে বিরত থাকার জন্য বললে সে মামার উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে অনেকে ধারণা করছেন।

আবার অনেকে বলেছেন, আলমাছ উদ্দিন কয়েক মাস থেকে নানা ধরনের আচরন করত। সম্প্রতি সে তার এক শিশু ছেলেকে গলা টিপে হত্যার চেষ্টা করলে তার স্ত্রী প্রাণের ভয়ে তিন ছেলে-মেয়েকে নিয়ে পিত্রালয়ে চলে যায়। কয়েক দিন পূর্বে ঘাতক আলমাছ তার এক খালাতো ভাইকে ধারালো দা দিয়ে আঘাতের চেষ্ঠা করে।

নাজিমের পরিবারের লোকজন জানান, সে মানসিক সমস্যায় ভোগছিল তাকে ডাক্তার ও দেখিয়েছেন কিন্তু তার অবস্থার পরিবর্তন হয়নি।

অপর দিকে তার মামার বাড়ীর লোকজন জানিয়েছেন, আলমাছ উদ্দিন পাগল নয় সে একজন সুস্থ মানুষ। তার নানা অপকর্মের প্রতিবাদ করায় মামা নাজিম উদ্দিনকে ক্ষিপ্ত হয়ে সে নির্মম ভাবে হত্যা করেছে।

থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, মামাকে হত্যার দায়ে ভাগ্না আলমাছ উদ্দিনকে গ্রেপ্তার করে প্রাথমিক আইননানুগ ব্যবস্থা গ্রহনের পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ দেননি। লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত যে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কানাইঘাট চতুল বাজারে নাজিম উদ্দিন (৩৫) কে তারই আপন ভাগ্না একই গ্রামের মৃত রফিকুল হকের পুত্র চতুল বাজারের হরেকমাল ব্যবসায়ী আলমাছ উদ্দিন (৩০) বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরী আঘাত করে রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় বাজারে ব্যবসায়ীরা নাজিম উদ্দিন কে উদ্ধার করে সিলেট সিওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

Friday, March 30

কবি আব্দুল কাহিরের মায়ের মৃত্যুতে কানাইঘাট লেখক ফোরামের শোক

কবি আব্দুল কাহিরের মায়ের মৃত্যুতে কানাইঘাট লেখক ফোরামের শোক


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের শেকড় সন্ধানী প্রবাসী লেখক আব্দুল কাহিরের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট লেখক ফোরামের সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদ, সহ-সভাপতি মিলন কান্তি দাস, কাওছার আহমদ, সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুমান আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম,  অর্থ সম্পাদক ফয়সল আহমদ চৌধূরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মো. মাছুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য কারিমা রশিদ, আহসান হাবিব, আব্দুল্লাহ আল নোমান, সাদিক হোসেন, হাবিব উল্লাহ, সমির আহমদ,সুহেল আহমদ,আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

এক শোকবার্তায় তারা মরহুমার মাগফেরাত ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কানাইঘাট মমতাজগঞ্জ বাজারে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির মমতাজগঞ্জ বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আইনশৃংখলা সংক্রান্ত এক সচেতনতা মূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে ও নাজিম উদ্দিনের পরিচালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন, কানাইঘাট থানার এসআই ইসমাইল হোসেন, কানাইঘাট ডনা বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী, ইউ.পি সদস্য সামছুল ইসলাম, মজির উদ্দিন, মাস্টার আনোয়ারুল হক, সাবেক ইউ.পি সদস্য মস্তাক আহমদ, আবুল কালাম, জাহাঙ্গীর চৌধুরী, মাওলানা সেলিম উদ্দিন প্রমুখ। শত শত মানুষের উপস্থিতিতে জনসভায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় চুরি,ডাকাতি চোরাচালান ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানানো হয়। সেই সাথে জনসভায় রাত ১১টার পর মমতাজগঞ্জ বাজারের দোকানপাট ও এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। থানার এসআই ইসমাইল হোসেন এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে চিহ্নিত ডাকাত-চোর ও অপরাধীদের তালিকা থানা পুলিশসহ আইন শৃংখলা বাহিনীকে প্রদানের জন্য আহবান জানান। জনসভায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন চৌধুরীর বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী জানানো হয়।
কানাইঘাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

কানাইঘাটে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন

নিজস্ব্ প্রতিবেদক: “বন্ধ হলে দূর্নীতি উন্নয়নে আসবে গতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দূর্নীতি বিরোধী সপ্তাহ ২০১৮ উপলক্ষে কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিনের সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় কানাইঘাট পাবলিক হাই স্কুল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ কানাইঘাট মহিলা কলেজ গভর্নিং বডির
সভাপতি আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পাবলিক হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দিন ভরসা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ইয়াহিয়া, মহিলা কলেজ গভর্নিং বডির সদস্য ডাক্তার মইনুল হক, যুবনেতা জুনেদ হাসান জিবান, ইলিয়াছ আলী। বক্তব্য রাখেন পাবলিক স্কুলের সহকারী শিক্ষক মিঠুন চৌধুরী, মাস্টার জাকারিয়া, শিক্ষার্থী মাহবুবুল আলম, শামীম আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল অন্তরায় হচ্ছে দূর্নীতি। পরিবার, সমাজ ও রাষ্ট্রের উচ্চ পর্যায়ে দূর্নীতি বন্ধ করতে পারলেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। সভায় দূর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দূর্নীতি বিরোধী রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 কানাইঘাটে ভাগ্নার দা'র কোপে আহত মামার মৃত্যু

কানাইঘাটে ভাগ্নার দা'র কোপে আহত মামার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে ভাগ্নার দা'র কোপে মারাত্মক আহত মামা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার নাম নাজিম উদ্দিন (৩৮)। তিনি উপজেলার বড়চতুল ইউনিয়নের পর্বতপুর রতনপুর গ্রামের মৃত ফয়জুল হকে পুত্র। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায়, নাজিম উদ্দিন রাত ৮ টার দিকে চতুল বাজারে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা তার অাপন ভাগ্না, একই গ্রামের হরুহনার পুত্র অালমাছ উদ্দিন তার উপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়। দা'র কোপে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন নাজিম উদ্দিন। পরে স্থানীয় লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দি কে তিনি মৃত্যুবরণ করেন। হামলার কারণ জানা যায়নি। তবে ভাগ্না মানসিক সমস্যায় ভূগছিলেন বলে জানিয়েছেন কয়েকজন এলকাবাসী। ঘটনার পরপরই অালমাছকে কানাইঘাট থানা পুলিশ অাটক করেছে।

Thursday, March 29

 কানাইঘাটে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপ  ! দুই বখাটে আটক

কানাইঘাটে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কোপ ! দুই বখাটে আটক

নিজস্ব প্রতিবেদক: বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে কানাইঘাটে দুই বখাটের ধারালো চাকুর আঘাতে জুবের আহমদ (৩০) নামে এক যুবক গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট সিওমেক হাসপাতালের আই.সি.ইউ.তে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান এখনো ফিরেনি বলে স্বজনরা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টার দিকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ভালুকমারা গ্রামে। এ ঘটনায় কানাইঘাট থানায় আহতের স্ত্রী রোকশানা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু কাউছার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টায় মামলার আসামী একই গ্রামের বখাটে মৃত সালেক আহমদের পুত্র ঘটনার হোতা আমিন উদ্দিন (২৬), তার সহযোগী একই গ্রামের শরীফ উদ্দিনের পুত্র এখলাছ উদ্দিন (২৩) কে পার্শ্ববর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ.পির বাউরভাগ ৪থ খন্ড গ্রামের আব্দুল মতিনের বাড়ী থেকে গ্রেফতার করেন। জানা যায়- ভালুকমারা গ্রামের ফয়জুল হকের কিশোরী মেয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে একই গ্রামের গ্রেপ্তারকৃত এখলাছ ও আমিন মাদ্রাসায় যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করত। মাদ্রাসা পড়ুয়া মেয়েটিকে নানা ধরনের বাজে প্রস্তাব দিত এ দুই বখাটে। মেয়েটির ভাই জুবের আহমদ তার বোনকে উত্যক্ত না করার জন্য বাধা নিষেধ দিলেও বখাটেরা এর কোন কর্ণপাত করেনি। এক পর্যায়ে অষ্টম শ্রেনীতে অধ্যয়নরত মেয়েটি ইভটিজিং এর স্বীকার হয়ে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে দেয়। তারপরও মেয়েটির বাড়ীতে গিয়ে বিভিন্ন সময় উত্যক্ত করত গ্রেপ্তারকৃত বখাটেরা। গত বুধবার রাত অনুমান ১০টার দিকে বখাটে যুবক আমিন ও এখলাছ সহ তাদের এক সহযোগী মেয়েটির বাড়ীতে হানা দিয়ে তাকে জোরপূর্বক বসতঘর থেকে তোলে নেওয়ার চেষ্টা করে। বড় ভাই জুবের আহমদ বোনকে বখাটের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে বখাটেরা তাকে ধারালো চাকু দিয়ে পেটের বাম পাশে উপর্যপুরী আঘাত করলে তার নাড়ি ভুড়ি বেরিয়ে যায়। আশংকাজনক অবস্থায় জুবের আহমদকে ঐ দিন রাতে সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে তার স্বজনরা জানান।

Wednesday, March 28

 কানাইঘাটে ২০ জোড়া বর-কনের যৌতুক বিহীন বিয়ে

কানাইঘাটে ২০ জোড়া বর-কনের যৌতুক বিহীন বিয়ে

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ব্যাপক উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অসহায় হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুক বিহীন গনবিবাহ হয়েছে।

জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, স্থানীয় সাংবাদিক সহ  সকলের উৎসবমুখর উপস্থিতিতে  বুধবার সকাল ১১টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন

চতুলীর নিজ বাড়ী রাউতগ্রাম মাদানীনগরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে  যৌতুক বিহীন এ গণবিবাহ সম্পন্ন করা হয়।

যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরন পোষনের জন্য একটি করে সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

নব দম্পত্তিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুক বিহীন বিয়ে ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহন করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

গণবিবাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, ইসলাহুল মুসলিমিনের উদ্যোগে এ নিয়ে তিন বার বড়চতুল ইউনিয়নে যৌতুক বিহীন গনবিবাহ হলো।
 কানাইঘাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কানাইঘাটে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
সিলেট অঞ্চলে শষ্য নিবিড়তা প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্তরে আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। 

নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেনের পরিচালনায় মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুন নূরসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলায় বেশ কয়েকটি স্টলে দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ ঔষধি গাছের চারাসহ বৈজ্ঞানিক পদ্ধদিতে কৃষি পণ্যের উৎপাদনের স্টল দেওয়া হয়। 

Monday, March 26

 মহান স্বাধীনতা দিবসে কানাইঘাট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা দিবসে কানাইঘাট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন । দিবসের সূচনা লগ্নে ভোরে শহীদ মিনারে প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে পুস্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন সরকারী অনুষ্ঠান সহ সামাজিক ও পেশাজীবি সংগঠনের আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ যোগদান করেন। জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে উপজেলা প্রশাসন কর্তৃক প্রদান প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা লগ্নে ভোরের প্রথম প্রহরে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ,
কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, কানাইঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনতা শহীদের প্রতি গভীর শ্রদ্বা জানিয়ে শহীদ মিনারে সমবেত হন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধা সরকারী-স্বায়ত্ব শাসিত এবং বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ  সবাই সমবেতভাবে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় তারা পুলিশ, আনসার বিডিপি বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট দলের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। অতিথিরা মনমোগ্ধকর কুচকাওয়াজ/ডিসপ্লে উপভোগ করেন। পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার/যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, বানীগ্রাম ইউ.পি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউ.পি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নূর, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া,ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বাদ জোহর কানাইঘাট কেন্দ্রীয় জামে মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টার সময় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম সুধী একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৪৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
কানাইঘাট থেকে ৬দিন ধরে এন.এস.পি কর্মী নিখোঁজ

কানাইঘাট থেকে ৬দিন ধরে এন.এস.পি কর্মী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ছোটদেশ নয়াবাজারের চাঁদশী ফার্মেসীর মালিক বরিশাল জেলার উজিরপুর উপজেলার মালিকান্দা গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডলের স্ত্রী চাকুরিজীবী মিতু বাড়ৈই মাধবী (২৭) ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বামী ভূবন মোহন মন্ডল গত রবিবার স্ত্রী নিখোঁজের ঘটনায় কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি আবেদন করেছেন। জানা যায়, ভূবন মোহন মন্ডলের কানাইঘাট নয়াবাজারে একটি ফার্মেসী রয়েছে। মাধবী ন্যাশনাল সার্ভিসের আওতায় ছোটদেশ কমিউনিটি ক্লিনিকে চাকুরি করেন। তিনি তার স্ত্রী মিতু বাড়ৈই মাধবীকে নিয়ে দীর্ঘদিন ধরে ছোটদেশ গ্রামের কামাল উদ্দিনের বাড়ীতে বাড়াটিয়া হিসাবে থাকেন। তাদের কোন সন্তান নেই। গত ৩মার্চ স্ত্রীকে ভাড়াটিয়া বাসায় রেখে পারিবারিক কাজে স্বামী ভূবন মোহন মন্ডল তার নিজ বাড়ী বরিশালের মালিকান্দা গ্রামে যান। সেখানে যাওয়ার পর নিয়মিত তিনি স্ত্রী মাধবীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতেন। কিন্তু গত ২১মার্চ রাত থেকে মোবাইল ফোনে তিনি স্ত্রীর সাথে বার বার যোগাযোগ করার পর স্ত্রীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন নাম্বার বন্ধ পান তিনি। ২২ মার্চ ভূবন মোহন মন্ডল দেশের বাড়ী থেকে ছুটে এসে ভাড়াটিয়া বাসা তালাবদ্ধ দেখেন। এলাকায় অনেক খোঁজাখুঁজি করার পর অদ্যাবধি পর্যন্ত স্ত্রী মিতু বাড়ৈই মাধবীর কোন সন্ধান পাননি তিনি। পল্লী চিকিৎসক ভূবন মোহন মন্ডল জানান,তার স্ত্রী কোথায় রয়েছে সে জীবিত না মৃত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। কোন  হৃদয়বান ব্যক্তি তার স্ত্রীর সন্ধান পেলে ০১৭২৮-৩৭৪৩৮৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Saturday, March 24

কানাইঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

কানাইঘাটে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বর্ডার গার্ড ৪১ ব্যাটালিয়নের উদ্যোগে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির সুবিধা বঞ্চিত দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ. কর্ণেল আবু জাহার আল জাহিদ। বিজিবির কানাইঘাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মামুন রশিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ৪১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রাসেল আহমদ, সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী কামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকগন দিনব্যাপী এলাকার ৫১০ জন দরিদ্র অসহায় মানুষকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ৪১ ব্যাটলিয়নের অধিনায়ক আবু জাহার আল জাহিদ বলেন আর্থ-মানবতার সেবায় বিজিবি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জোয়ানরা সীমান্তবর্তী এলাকায় অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে থাকেন। সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে বিজিবি অত্যন্ত আন্তরিক। তিনি সীমান্তবর্তী এলাকার চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
কানাইঘাটে যক্ষ্মা দিবসে র‌্যালি-সভা

কানাইঘাটে যক্ষ্মা দিবসে র‌্যালি-সভা

নিজস্ব প্রতিবেদক:
'নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে' এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কানাইঘাটে বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও নতুন দিন সীমান্তিক ও হিড বাংলাদেশের সহযোগিতায় যক্ষ্মা দিবসের র‌্যালি পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পঃ পঃ কর্মকতা হাসানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, স্বাস্থ্য পরিদর্শক ইয়াজুল আমিন, কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, , নতুন দিন সীমান্তিকের জেলা টিম লিটার মোঃ আব্দুল হামিদ, এফএস মোঃ কামরুজ্জামান, সহকারী একাউন্ট অফিসার মোঃ সিরাজ উদ্দিন, সিএম মোঃ এবাদুর রহমান, সিএম কনিকা বিশ্বাস, মোঃ মানিক মিয়া, হিড কানাইঘাট অফিসের মাঠ কর্মকর্তা বশির উদ্দিন, জনি চন্দ্র প্রমুখ। সভায় বক্তারা বলেন, যক্ষ্মা একটি জীবানু ঘটিত সংক্রামক রোগ, নিয়মিত, পরিমিত ও ক্রমাগত চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভাল হয়। যক্ষ্মা রোগ নির্মুলে সবাইকে সচেতন থাকতে হবে। এ রোগের প্রাদুর্ভাবে কেউ আক্রান্ত হলে লক্ষণ সমুহ জেনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পাঠাতে হবে। যক্ষ্মা রোগের সকল ঔষধ ও চিকিৎসা ব্যয়ে বিনামূল্যে করা হয়। এটা সবাইকে জানাতে হবে, তাহলে আমরা যক্ষ্মারোগ কে নির্মুল করতে পারবো। সভায় এনজিও সংস্থা সীমান্তিকের নতুন দিনের কর্মকর্তারা বলেন ইউএসআইডি যক্ষ্মা রোগে অর্থায়ন, এসএমসি পরিচালনায় মিশ্ড এর বাস্তবায়নে কানাইঘাটে যক্ষারোগের পরিসংখ্যান তোলে ধরে বলেন তারা মাঠ পর্যায়ে সব ধরনের চিকিৎসায় যক্ষ্মা রোগীদের বিনা মূল্যে সেবা দিয়ে যাচ্ছেন। 

Friday, March 23

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ'র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ'র সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে বসবাসরত কানাইঘাটবাসীদের উদ্যোগে নবগঠিত 'কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ'-এর প্রথম সাধারণ সভা গত ১৮ মার্চ হ্যামট্রামিক সিটির কাবাব হাউস এণ্ড মৌচাক সুইটস-এ আহবায়ক খাজা শাহাব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিলেনিয়াম টিভি'র পরিচালক এমডি ফজলে রাব্বি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে হাফেজ আবু সুফিয়ানের কুরআন তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন  ইকমাম আহমদ শিব্বির, কয়েস আহমদ,  নাজমুল ইসলাম ও নুরুল আম্বিয়া। অতঃপর সমিতির খসড়া গঠনতন্ত্র সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদনের জন্য উপস্থাপন করেন শরীফ উদ্দিন আহমদ এবং সর্বসম্মতিক্রমে তাহা অনুমোদিত হয়। এপর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করেন  হাফেজ সৈয়দ লুকমান হোসেন, মুজিবুর রহমান, ওয়ালিউর রহমান (সাবেক মেম্বার),আবুল কালাম (সাবেক মেম্বার), মায়েন উদ্দিন, হাফেজ জমির উদ্দিন, হাবিবুর রাহমান, শফিকুল আম্বিয়া চৌধুরী,  হেলাল আহমদ, আহসান হাবিব চৌধুরী ও রিজওয়ানুল করিম প্রমুখ। প্রথম পর্বের সভাপতি খাজা শাহাব আহমদ তার বক্তব্যে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমিতির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন এবং এডহক কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় পর্বে  মায়েন উদ্দিনের সভাপতিত্বে দুই বছর মেয়াদী কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় বিনা প্রতিদ্বন্ধিতায় সর্বসম্মতিক্রমে যারা নির্বাচিত হলেনঃ সভাপতি- খাজা শাহাব আহমদ, সহ সভাপতি- নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক- শরীফ উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক- ফয়জুর রহমান, অর্থ সম্পাদক- কয়েস আহমদ, সাংগঠনিক সম্পাদক- নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইকমাম আহমদ শিব্বির, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক - আহসান হাবিব চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক- আখলাকুজ্জামান চৌধুরী আদিল, মহিলা বিষয়ক সম্পাদক- মাসুদা পলি, সদস্য- মোঃ তাজুল ইসলাম, হেলাল আহমদ ও রিজওয়ানুল করিম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন  শরীফ উদ্দিন আহমদ। সবশেষে মুনাজাত পরিচালনা করেন আবু সুফিয়ান। অতঃপর নৈশভোজের মাধ্যমে সাধারণ সভার সমাপ্তি ঘটে।(বিজ্ঞপ্তি)

Thursday, March 22

কানাইঘাটের মেছার চর রক্ষায় নদী তীরে হাজারো মানুষের বিক্ষোভ

কানাইঘাটের মেছার চর রক্ষায় নদী তীরে হাজারো মানুষের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী বিশাল মেছার চরটি পাথর খেকোদের তান্ডব থেকে রক্ষা করার জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির মেছাগ্রাম, সাউদগ্রাম, পশ্চিমপাড়া, বড়গ্রাম, কালিজুরি, নক্তিপাড়া, উজানবারাপৈত, ভাটিবারাপৈত, সতিপুর, শরীফনগর, বাখালছড়া, কান্দলা, বাজেখেল ও ভালুকমারা গ্রামের শত শত মানুষ নদীর পারে লাঠি-সোটা নিয়ে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন। চরে অবস্থান করে পাথর খেকোদের হাত থেকে ঐতিহ্যবাহী এই চরটি রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান তারা। ইউ.পি সদস্য আব্বাস উদ্দিন, কয়েছুর রহমান, মিছবাহুর রহমানসহ স্থানীয় লোকজন জানিয়েছেন, লোভাছড়া পাথর কোয়ারি সংলগ্ন লোভা নদীর ডান তীরে অবস্থিত বিশাল এ চরটি থেকে পার্শ্ববর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ.পির উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের আবু ছিদ্দেক, আবু বক্কর, হেলাল, এখলাছুর রহমান, দেলোয়ার, নাসির, বাকির, আজই, ইসমাইল, আবু সহিদ, হেলাল উদ্দিন, বিলাল উদ্দিন, সোলেমান ও মাসুক গংদের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক লোকজন লাঠিয়াল বাহিনী গঠন করে যান্ত্রিক চালিত বাহন দিয়ে চরটির নদীর তীরবর্তী এলাকায় বড় বড় গর্ত তৈরী করে সম্পূর্ণ অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রাখায় চরটির অনেক জায়গা লোভানদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মহামান্য হাইকোর্ট ও নিম্ন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখান থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছে প্রভাবশালী লোকজন। চর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকার পরও প্রশাসনের নির্দেশ মানছে না পাথর খেকো চক্র। এ পর্যন্ত চর থেকে প্রায় ১০ লক্ষ ঘন ফুট পাথর উত্তোলন করছে তারা। অপর দিকে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের লোকজন জানিয়েছেন, চরটির অনেক জায়গা এসএ সূত্রে তারা মালিক। এব্যাপারে উপজেলা ভূমি অফিস তাদের পক্ষে প্রতিবেদন দিয়েছে। তারা তাদের জায়গা থেকে পাথর তুলছেন। বিক্ষোভ প্রদর্শনকালে স্থানীয় লোকজন দেশীয় লাটি-সোটা নিয়ে অবস্থান করে জানান, মেছার চরটিতে বিভিন্ন জাতের সবজির বাম্পার ফসল উৎপাদন হয়ে থাকে। এ চরের মিষ্টি কুমড়া, টমেটু, বেগুন, বরবটি, ফরাস, ফুলকপি, বাধাকপি, শালগম, শষা, ধনিয়া পাতাসহ ইত্যাদি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। মেছাগ্রাম সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ এ চরে শীত মৌসুমে নানা ধরনের সবজি চাষ করে কোটি টাকা আয় করে থাকেন। যুগযুগ ধরে চরটির মালিক ও দখলদার মেছাগ্রাম এলাকার লোকজন। গায়ের জোরে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের অধিকাংশ লোকজন তাদের চর থেকে অবৈধ ভাবে কয়েক মাস থেকে পাথর উত্তোলন করছে।
কানাইঘাটে শিশু ধর্ষণ ! আদালতে আসামি মন্তাজের স্বীকারোক্তি মূলক জবানবন্দি

কানাইঘাটে শিশু ধর্ষণ ! আদালতে আসামি মন্তাজের স্বীকারোক্তি মূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সাড়ে ৫ বছরের কন্যা শিশুর ধর্ষনকারী বড়চতুল ইউ.পির রায়পুর গ্রামের গ্রেপ্তারকৃত রিক্সা চালক মন্তাজ আলী (৩৫) নিজের অপরাধ স্বীকার করে বৃহস্পতিবার সিলেটের নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। আদালতের কাছে স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে সে কি ভাবে শিশুটিকে ধর্ষণ করেছে তার বিস্তারিত জানিয়েছে বলে থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া ও মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই বশির আহমদ জানান। জবানবন্দি শেষে শিশু ধর্ষনকারী নরপশু মন্তাজ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-১৮ তাং- ২২/০৩/১৮। বর্তমানে শিশুটি গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। প্রসঙ্গত যে, গত বুধবার বিকেল ৪টার দিকে নিজ বসত ঘরে নিয়ে পার্শবর্তী বাড়ীর সাড়ে ৫ বছরের এ শিশুকে ধর্ষণ করে নরপশু মন্তাজ আলী। ধর্ষনের পর সে আত্মগোপন করলে খবর পেয়ে থানা পুলিশের এসআই বশির আহমদ তাকে স্থানীয় বড়চতুল ঈদগাহ বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। মন্তাজ আলী দুই সন্তানের জনক। সে তার স্ত্রীকে ৬ মাস পূর্বে তালাক প্রদান করে। ডিভোর্স প্রাপ্ত স্ত্রী সন্তানদের নিয়ে পিত্রালয়ে থাকেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
কানাইঘাটে আনন্দ শোভাযাত্রা

কানাইঘাটে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের গ্রুপ (এলডিসি) থেকে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জন করায় সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসন চত্তর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, পৌর মেয়র নিজাম উদ্দিন, আ.লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সুধীজন পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
কানাইঘাট উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতির মায়ের ইন্তেকাল

কানাইঘাট উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতির মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছমির আহমদ-এর মাতা মালিকা বেগম আর নেই(ইন্নানিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন । দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৩ পুত্র ও ২ কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমার জানাযার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ১০টায় কুওড়ঘড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Wednesday, March 21

কানাইঘাটে চলছে সেবা সপ্তাহ

কানাইঘাটে চলছে সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করায় সারাদেশের ন্যায় কানাইঘাটের সকল সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরে সেবা সপ্তাহ শুরু হয়েছে। ২০ মার্চ থেকে শুরু হওয়া সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সকল সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, রাষ্ট্রয়াত্ব ব্যাংকে সরকারি সেবা নিতে আসা লোকজনদের তাৎক্ষনিক সেবা দিচ্ছেন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। কি কি সেবা দেওয়া হবে তার সিটিজেন চার্টার ও ব্যানার ফেষ্টুন প্রতিটি সরকারি দপ্তরে লাগানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সেবা প্রাপ্তির বিষয়টি সার্বক্ষনিক তদারকি করছেন। বুধবার বিকেল ২টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করে সেবার পরিধি ঘুরে দেখেন। এসময় তারা সেবা সপ্তাহের উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা আব্দুল আউয়াল, শাহিন আহমদ  কানাইঘাট নিউজকে জানান সরকারি সেবা সপ্তাহ উপলক্ষ্যে তাদের তপ্তরের উদ্যেগে নানা ধরনের সেবা মূলক কার্যক্রম সেবা প্রাপ্তিদের দেওয়া হচ্ছে। এর মধ্যে যুব ঋণ বিতরণ, বড়দেশ গ্রামের ৪০ জন প্রশিক্ষিত প্রান্তিক কর্মজীবিদের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ দিঘীরপার ইউপিতে নার্সারী ও সামাজিক বনায়ন কর্মসূচী গ্রহণ, মৎস্য খামার পরিদর্শন সহ তাৎক্ষনিক অফিসে এসে যাতে করে সেবা প্রাপ্তিরা সব ধরনের তথ্য নিতে পারেন এ জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

কানাইঘাট সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

কানাইঘাট সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের রাজাগঞ্জ ইউ.পির সুরমা নদীর ভাঙ্গন কবলিত খালপার গ্রামসহ আশপাশ এলাকা থেকে অবৈধভাবে হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু উত্তােলনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। খালপার গ্রামবাসীর পক্ষে জনৈক লালম মিয়া বুধবার বাদী হয়ে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন একই ইউ.পির খালপার গ্রামের প্রভাবশালী সৈয়দ গোলাম আলী, সৈয়দ গোলাম অদুদ, সৈয়দ গোলাম মুকিত, গোলাম মুহিত, গোলাম মুনিম, গোলাম হোসেন উরফে মইন উদ্দিন এলাকাবাসীর বাধা নিষেধ উপেক্ষা করে সুরমা নদীর মারাত্মক নদী ভাঙ্গন কবলিত খালপার গ্রামসহ আশপাশ এলাকা থেকে হাইড্রলিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে প্রতিদিন বালু উত্তোলনের ঘটনায় নদী ভাঙ্গন সহ ভয়াভহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। দ্রুত বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। এব্যাপারে দরখাস্তের তদন্তকারী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং জানিয়েছেন দরখাস্ত পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 কানাইঘাটে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা,লম্পট গ্রেফতার

কানাইঘাটে ৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা,লম্পট গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বুধবার কানাইঘাট থানা পুলিশ মন্তাজ আলী (৩৫) নামে এক ব্যাটারী চালিত রিক্সাচালককে গ্রেপ্তার করেছে । শিশু ধর্ষণের চেষ্টাকারী নরপশু মন্তাজ আলীর প্রতি ধিক্কার জানাচ্ছেন এলাকাবাসী। থানা জেল হাজতে থাকা মন্তাজ আলী স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের দোষ স্বীকার করে বলে- সে শিশু কন্যাটিকে ধর্ষণের জন্য চেষ্টা করেছিল। পুলিশ সূত্র ও শিশুটির স্বজনদের কাছ থেকে জানা যায়- কানাইঘাট বড়চতুল ইউপির রায়পুর গ্রামের মৃত ছাত্তার আলীর পুত্র রিক্সাচালক মন্তাজ আলী বুধবার বিকেল ৪টার দিকে সবার অগোচরে বসত ঘরে তারই পার্শ্ববর্তী বাড়ীর সাড়ে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি রক্তাক্ত জখম হয়। শিশুটির স্বজনরা রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে সিলেট সিওমেক হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক কানাইঘাট থানার এসআই বশির আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির ধর্ষণের চেষ্টাকারী মন্তাজ আলীকে বিকেল সাড়ে ৫টার দিকে চতুল ঈদগাহ বাজার থেকে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করেন। স্থানীয় লোকজন জানিয়েছেন- গ্রেপ্তারকৃত মন্তাজ আলীর ৬ বছরের এক ছেলে ও ৩ বছরের এক মেয়ে রয়েছে। সে অনুমান ৬ মাস পূর্বে স্ত্রীকে তালাক দেয়। তালাকপ্রাপ্ত স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে তার পিত্রালয়ে থাকেন। থানার এসআই বশির আহমদ জানিয়েছেন- সাড়ে ৫ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার সাথে জড়িত মন্তাজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে সিওমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্তপূর্বক আটক মন্তাজ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহ করা হবে বলেও তিনি জানান

Tuesday, March 20

কানাইঘাটে ৬৭১টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন হুইপ সেলিম

কানাইঘাটে ৬৭১টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করলেন হুইপ সেলিম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এম.পি বলেছেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী ২০১৮ইং সনের মধ্যে কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। সেই লক্ষ্যে কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সংযোগের কাজ এগিয়ে চলছে। তিনি আরো বলেন, বিদ্যুতায়নের পাশাপাশি প্রতিটি এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালর্ভাট, নদী ভাঙ্গনরোধ সহ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সবধরনের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক রয়েছেন, উল্লেখ করে তিনি আরো বলেন- দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সকল মৌলিক দাবী দাওয়া ইন্শাআল্লাহ সম্পন্ন করা হবে। উন্নয়নের ক্ষেত্রে দলমত নির্বিশেষে তিনি সকলের সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ জনপদের মানুষের ভালোবাসা নিয়ে তিনি আগামী দিনে অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করতে আগামী সংসদ নির্বাচনে প্রতিদন্ধীতা করবেন বলে ঘোষণা দেন। সেলিম উদ্দিন এমপি মঙ্গলবার সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউ.পির বাঁশবাড়ী গ্রামে সরকারী অর্থায়নে প্রায় সাড়ে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১১৭টি পরিবার এবং লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির ভাটিবারাপৈত গ্রামে সাড়ে ৬৭লক্ষ টাকা ব্যয়ে ৪৫৪টি পরিবারে শুভ বিদ্যুতায়ন উপলক্ষ্যে এলাকাবাসী কর্তৃক আয়োজিত পৃথক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিকেল ৩টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা ফারুক আহমদের পরিচালনায় ভাটিবারাপৈত গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লষ্কর বশির, পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম আবু হানিফ মিয়া, কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,চরিপাড়া রহিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, জাপানেতা নুরুল আমিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পি জাপার সাধারণ সম্পাদক বিলাল আহমদ । বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় ছাত্র সমাজ নেতা বেলাল হোসেন, ভাটিবারপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছয়েফ উদ্দিন, জাপা নেতা ইউ.পি সদস্য কামরুল ইসলাম, আব্দুল বাছিত, সমাজকর্মী আব্দুর রহমান জীবন সহ আ.লীগ ও জাপার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এলাকাবাসী এমপি সেলিম উদ্দিনের কাছে অবহেলিত লক্ষীপ্রসাদ পূর্ব ইউ.পির দেওসই নদীর উপর ব্রিজ নির্মাণ সহ বিভিন্ন দাবী দাওয়া তোলে ধরলে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
কানাইঘাটে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৭

কানাইঘাটে চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪টি চোরাই গরু উদ্ধারসহ ৭পেশাদার গরু চোরকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেলে পুলিশ গরু চোরদের গ্রেপ্তার করতে অভিযানে নামে। গত সোমবার গভীর রাতে থানা অফিসার ইনচার্জ আব্দুল আহাদের তত্বাবধানে থানার এসআই সঞ্জিত কুমার সহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে অনুমান দেড় লক্ষ টাকা মূল্যের ৪টি চোরাই গরু উদ্ধারসহ আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য উপজেলার পেশাদার গরু চোর দিঘীরপার ইউ.পির হিম্মতের মাটি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র আব্দুল গফুর (৪৫), মৌ-নগর গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আব্দুস শহিদ (৩১), মৃত জালাল উদ্দিনের পুত্র আফতাব উদ্দিন (৩০), মৃত শফিকুল হকের পুত্র মঈন উদ্দিন (৪৮), মাঝরগ্রামের মৃত ফয়জুল বারীর পুত্র আব্দুর রহমান (৩১), বাউরভাগ ২য় খন্ড গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুস শহিদ (৩২), জৈন্তাপুর উপজেলার দেলোয়ার হোসেন (২৬) কে গ্রেপ্তার করে। জানা যায় গ্রেপ্তারকৃত গরু চোররা গত শনিবার গভীর রাতে উপজেলার সোনাতন পুঞ্জি গ্রামের আব্দুল হান্নানের ২টি বলদ গরু চুরি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। পুলিশি অভিযানে গরু চুরির সাথে জড়িত থাকার অপরাধে এ ৭ গরু চোরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ এবং হান্নানের চুরি যাওয়া ২টি বলদ গরু এবং লক্ষীপ্রসাদ গ্রামের আমিনুল ইসলামের চুরি হয়ে যাওয়া ৪ টি গরুর মধ্যে ২টি গরু উদ্ধার করে। কয়েকজনের কাছ থেকে জানা যায়, গত রবিবার রাতে পৌরসভার ধনপুর গ্রামের আজির উদ্দিনের ৩টি সম্প্রতি সময়ে বড়চতুল গ্রামের সাবেক ইউ.পি সদস্য আলমাছ উদ্দিনের ৬টি আগফৌদ গ্রামের মাস্টার মিছবাহুল ইসলাম চৌধুরীর ২টি গরু, কালিনগর গ্রামের আব্দুর রবের ১টি সহ একাধিক গরু চুরির ঘটনা ঘটে। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন ,উপজেলার চিহ্নিত গরু চোরদের তালিকা তৈরী করে গ্রেপ্তারে নেমেছে পুলিশ। ৭ গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারুক্তি মূলক জবানবন্দীর সূত্র ধরে গরু চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। কোথায় গরু চুরির খবর পেলে পুলিশকে তথ্য দেওয়ার আহবান জানিয়েছেন।
কানাইঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন পালন

কানাইঘাটে স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন পালন

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক,সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক,কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক, মাসুক আহমদ এর ৪৩তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কেক কেটে এ-স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের  সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ,  সাবেক ছাত্রনেতা সৌদি আরব প্রবাসী শরিফ উদ্দিন,  উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন,  উপজেলা ছাত্রলীগের সভাপতি এম আখতার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির উদ্দিন বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ জাকারীয়া, সহ-সভাপতি জিয়া উদ্দিন, দেলোয়ার,আফতাব উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম শিকদার,মস্তাক আহমদ,সুহেল আহমদ,কামরুল ইসলাম,আশরাফ উদ্দিন,ফাহাদ বীন রিয়াজ সহ উপজেলা  ও পৌর যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।(বিজ্ঞপ্তি)

Monday, March 19

 কানাইঘাটে সূচনা কর্মসূচি, এফআইভিডিবির আয়োজনে সরকারি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

কানাইঘাটে সূচনা কর্মসূচি, এফআইভিডিবির আয়োজনে সরকারি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সূচনা কর্মসূচী, এফআইভিডিবির আয়োজনে পুষ্টি উন্নয়নে সূচনা কর্মসূচীর সাথে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সহযোগিতা জোরদারকরণ বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে ইউএনও তানিয়া সুলতানার সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,দিঘীরপার ইউ.পির চেয়ারম্যান আলী হোসেন কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। কানাইঘাটে ৬টি ইউনিয়নে সূচনা কর্মসূচীর কার্যক্রম তুলে ধরে মাঠ পর্যায়ে কর্মকর্তারা বলেন, সূচনা হচ্ছে অতি দরিদ্র জনগোষ্ঠির মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণ পুষ্টি বিষয়ক একটি সমন্বিত কর্মসূচী। এর লক্ষ্য হচ্ছে অতি দরিদ্র পরিবারের মা ও শিশুদের পুষ্টি অবস্থার উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরের মধ্যে ৬ ভাগ কমিয়ে আনা। সভায় বক্তব্য রাখেন সূচনা ওর্য়াল্ড ফিস কর্মকর্তা গোপাল দেবনাথ, মনিটরিং অফিসার আঞ্জুমান আরা স্বাম্মী, গভার্নেন্স অফিসার মো. আবু সাইদ, উপজেলা প্রজেক্ট ম্যানেজার মো. জালাল উদ্দিন, লাভলী হোল্ড ম্যানেজার সেলিম মোড়ল, ইউনিয়ন কো-অডিনেটর জয়নাল উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। সভায় সূচনার উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নে নেওয়া কর্মসূচী বাস্তবায়নে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়। সেই সাথে সূচনা কানাইঘাটে জনকল্যাণ, অর্থনৈতিক ও স্বাবলম্বী মূলক কর্মকান্ড তোলে ধরা হয়।
কানাইঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

কানাইঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ পতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। সহকারী (ভূমি) কর্মকর্তা লুসিকান্ত হাজং এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট কলেজের সহকারী অধ্যাপক মঈনুল হক চৌধুরী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও সুধীজনদের উপস্থিতিতে মেলা উদ্বোধন পরবর্তী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনকারী ষ্টলগুলো ঘুরে দেখেন তানিয়া সুলতানা সহ অতিথিবৃন্দ। নেতৃবৃন্দ শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর জ্ঞান অর্জনের অপর গুরুত্ব দিয়ে বলেন, প্রযুক্তি ও বিজ্ঞানের বিকাশ মানুষকে আলোকিত করে। বিজ্ঞান নির্ভর শিক্ষা অর্জন করে আগামীতে দক্ষ মানব সম্পদে পরিণত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।

Sunday, March 18

 কানাইঘাটে সরকারি ভূমি উদ্ধার

কানাইঘাটে সরকারি ভূমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বড় হাওরে অবস্থিত সরকারি শেওতচুড়া জলমহালের জবর দখলকৃত একাংশের জমি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে লুসিকান্ত হাজং ভূমি অফিসের সার্ভেয়ার নুরুল ইসলাম ও কানাইঘাট থানা পুলিশকে সাথে নিয়ে জলমহালের জবর দখলকৃত জায়গা উদ্ধার ও হাওর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জৈন্তাপুর উপজেলার জনৈক মোহাম্মদ আলী জলমহালের কিছু জায়গা অবৈধভাবে দখল করে সেখানে মাটির বাঁধ দিলে তা অপসারণ করে দখলমুক্ত করা হয়। হাওর এলাকায় সরকারের কয়েকশ একর জমি প্রভাবশালীরা দখল করে নিচ্ছেন। তাদের কাছ থেকে জমি উদ্ধার করা হবে কি না, এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর সাথে প্রতিবেদকের কথা হলে তিনি জানান- কানাইঘাটের বড় হাওরে অবস্থিত সরকারি জমি ও জলমহালের ভূমি কেউ অবৈধভাবে দখল করে রাখলে তদন্তপূর্বক জবর দখলকারী ব্যক্তিদের কাছ থেকে সরকারের জায়গা উদ্ধার প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রসঙ্গত, শেওতচুড়া জলমহালের ইজারাদার কানাইঘাটের ফখর উদ্দিন সম্প্রতি জলমহালের জায়গা জবর দখলকারীদের কাছ থেকে উদ্ধার করার জন্য নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড লুসিকান্ত হাজং এ অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি ঐ দিন উপজেলার বড়দেশ বাজার সংলগ্ন সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা কয়েকটি দোকানপাট উচ্ছেদ অভিযান করেন।
কানাইঘাট স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সভা

কানাইঘাট স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সভা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৯টি ইউনিয়নকে গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভা রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুক আহমেদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জহির উদ্দিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির উদ্দিন বুলবুল,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া,কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন দুলাল,কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম শিকদার,পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন,দেলোয়ার,আফতাব উদ্দিন,রহমান মিজানুর প্রমূখ। 

উক্ত মত বিনিময় সভার মাধ্যমে উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ,৪নং সাতবাক,৬নং সদর ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের  কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।(বিজ্ঞপ্তি)
কানাইঘাটে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

কানাইঘাটে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

কানাইঘাট নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কানাইঘাট উপজেলা,পৌর ও কলেজ শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন পালন করা হয়েছে। আলোচনা সভা ও কেক কাটার মধ্যমে রোববার তারা এ জন্মদিন পালন করে । এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি রেজওয়ান করিম আফজল,সাধারণ সম্পাদক কাহির আলী,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ মারুফ,তৃণমূল কানাইঘাট কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদ আহমদ,উপেজেলা ছাত্রলীগ নেতা জামিল আহমেদ,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কানাইঘাট পৌর সভাপতি অনুপ কান্তি,সাধারণ সম্পাদক তারেক আহমদকলেজ শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,কলেজ শাখার সভাপতি আশরাফ চৌ:,যুবলীগ নেতা মন্জুর,সহ-সভাপতি অজয় দাস,যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান,স্বজন নাবী,রাজু,আশরাফুজ্জামান,সভাপতি রেজওয়ান করিম আফজল,মারুফ আহমেদ প্রমূখ।

Saturday, March 17

কানাইঘাটে শিকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

কানাইঘাটে শিকদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার বলেছেন- তথ্য ও প্রযুক্তির এ যুগে বিশ্বায়নের সাথে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। সেই সাথে আগামীদিনের আলোকিত মানুষ হতে হলে মনীষিদের লেখা জ্ঞাননির্ভর বই পড়তে হবে। শিক্ষক ও বাবা-মা’কে সম্মান করতে হবে, সু-শিক্ষা অর্জন করতে হবে। তিনি আরও বলেন- কানাইঘাটের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে শিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদার অনেক মহতি কাজ করে যাচ্ছেন। এলাকায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখছেন যাহা অত্যন্ত প্রশংসনীয়। শনিবার (১৭ মার্চ) সকাল ১০টায় কানাইঘাট শিকদার ফাউন্ডেশন কলেজ মিলনায়তনে ফাউন্ডেশনের উদ্যেগে ২০১৮ সনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন আহমদ শিকদারের সভাপতিত্বে ও উক্ত কলেজের প্রভাষক রাসেল আহমদের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যেট আতিকুল হায়দার, সিলেট জেলা ও দায়রা সহকারী জজ জহিরুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহ জাহান সেলিম বুলবুল, শিকদার ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ আব্দুর রকীব চৌধুরী, ফাউন্ডেশনের সদস্য সচীব এ.কে.এম বদরুল আমিন হারুন, কানাইঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, গাছবাড়ী আইডিয়্যাল (ডিগ্রী) কলেজের প্রভাষক মিফতাহুল বর চৌধুরী, ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ লুৎফুর রহমান সাবির, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ফাউন্ডেশন ২০১৮ সনের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান ও সার্টিফিকেট তোলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার কুতুব উদ্দিন শিকদার বলেন- আমার লালিত স্বপ্ন হচ্ছে একদিন কানাইঘাটের মেধাবী শিক্ষার্থীরা রাষ্ট্র ও সমাজের নেতৃত্ব দিবেন। সেই সাথে কানাইঘাট শিক্ষা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এ জন্য আমি আমার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছি, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি। ফাউন্ডেশনের সকল কার্যক্রমে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা মূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান ১২টায় শিশু সমাবেশ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, সাতবাক ইউ.পির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সুধীজন। এছাড়া বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম দিবস উপলক্ষ্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনভর বঙ্গবন্ধু'র জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Thursday, March 15

কানাইঘাটে তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

কানাইঘাটে তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তথ্য কমিশন ও কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউ.পি সচিব, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিয়ষক এক প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন এর উপ-পরিচালক (গ.প্র.প্র) সিরাজুল ইসলাম। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সিরাজুল ইসলাম তথ্য অধিকার আইন ২০০৯ এর সুফল এর প্রতিকার, সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ও বিদেশী অর্থায়নে পরিচালিত হয় এমন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয় তোলে ধরে বলেন,আপনারা হচ্ছেন জনগনের সেবক। তথ্য অধিকার আইনে নাগরিকদের প্রদত্ব সকল সেবাসহ যে কোন তথ্য নির্দিষ্ট নিয়মে সকল প্রতিষ্ঠানের প্রধানকে যে কেউ চাইলে দিতে হবে। এ জন্য প্রতিটি অফিসে একজন কর্মকর্তা নিয়োগ দিতে হবে। তথ্য প্রদানে কোন কর্মকর্তা অনিহা অথবা অবহেলা করলে তথ্য কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ আইন নাগরিকদের জন্য করা হয়েছে যাতে করে তারা যে কোন তথ্য চাইলে সংশ্লিষ্ট দপ্তরকে দিতে হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইনের সকল ধারা বাস্তবায়ন করতে পারলে তথ্য প্রবাহ নিশ্চিত, জনগনের ক্ষমতায়ন, স্বচ্ছতার জবাবদিহিতার প্রতিষ্ঠা, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। প্রশিক্ষন কর্মসূচিতে অংশগ্রহনকারীদের মাঝে তথ্য অধিকার সহায়িকা, পরিপত্র নির্দেশিকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, থানার ওসি (তদন্ত) মোঃ নুনুমিয়া।
উলামাদের প্রতি মাও.উবায়দুল্লাহ ফারুকের খোলা চিঠি

উলামাদের প্রতি মাও.উবায়দুল্লাহ ফারুকের খোলা চিঠি

হরিপুর মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মুজ্জাম্মিল হকের খুনিদের ফাঁসির দাবি ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মামালা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ১৫ মার্চ কানাইঘাট বাজারে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে দলমতের উর্ধ্বে উঠে আলেম উলামা সহ নানা শ্রেনীর মানুষ সভামঞ্চে উপস্থিত থেকে আলেম উলামাদের ঐক্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

উক্ত মহা-সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক্ব উপস্থিত না থাকলেও তার লিখিত বক্তব্য সমাবেশে পাঠ করেন মুফতি আব্দুশ শাকুর কাসিমী। 

নিম্নে ফারুক্বী সাহেবের খোলা চিঠির বক্তব্য তোলে ধরা হলো। 

সম্মানীত কানাইঘাটবাসী, 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আমি আজ কিশোরগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের বার্ষিক কর্মী সম্মেলনে অবশ্যই উপস্থিত থাকতে হয়। তাই আপনাদের খেদমতে হাজির হতে পারিনি। শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রা:) র পূণ্য স্মৃতি বিজড়ীত কানাইঘাটে আজ উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। মূলত: উলামায়ে কেরামগনের এখতেলাফের কারনে সকল বাতিল শক্তি আজ মাথাসাড়া দিয়ে ওঠেছে। আমার বিশ্বাস আমরা ঐক্যবদ্ধ থাকলে কানাইঘাট বাংলাদেশের একটি মডেল ইসলামী উপজেলা হবে। তাই আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। আলোচনার টেবিলে বসে পরস্পর সকল ভুল বুঝাবুঝির নিরসন করতে হবে। 

সম্মানিত দেশবাসী, 
হাফিজ মুজ্জাম্মিল শহিদ হয়েছেন, রক্ত দিয়েছে। আমরাও আমাদের ঈমান আক্বিদা সংরক্ষণ, বৃহত্তর জৈন্তা থেকে শিরিক বেদআতের মূলোৎপাটনে সর্বস্ব কোরবানী ও মুজাহাদা করতে হবে। আমি প্রশাসন ও সাংবাদিক ভাইদের বলতে চাই- আপনারা সচেতন থাকবেন। নাটক আর গুজবে কান দিবেন না। সত্যানুসন্ধানী রির্পোট করে ঈমানী দায়িত্ব পালন করুন। পরিশেষে সমাবেশে আগত সকল উলামায়ে কেরামগণ, ছাত্র, যুবক ও আপামর মুসলিম জনতাকে মোবারকবাদ জানিয়ে সমাপ্ত করছি। 

ইতি মাও. উবায়দুল্লাহ ফারুক্ব।
মাদ্রাসা শিক্ষার্থী মুজ্জাম্মিলের খুনিদের ফাঁসির দাবিতে কানাইঘাটে সমাবেশ

মাদ্রাসা শিক্ষার্থী মুজ্জাম্মিলের খুনিদের ফাঁসির দাবিতে কানাইঘাটে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: হরিপুর বাজার মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মুজ্জাম্মিল হকের খুনিদের ফাঁসি ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কানাইঘাট উত্তর বাজারে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জৈন্তিয়ার কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়। কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল ঈমান আক্বিদা
সংরক্ষণ কমিটি কানাইঘাটের সভাপতি আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ শায়খে লক্ষীপুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী ও মাওলানা এবাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিম উদ্দিন দূর্লভপুরী সহ সিলেটের শীর্ষ স্থানীয় আলিম উলামা তাদের বক্তব্যে বলেন, বৃহত্তর জৈন্তার মাটি আলিম উলামাদের ঘাটি, এই জনপদে জন্ম গ্রহণ করেছেন যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.) আল্লামা শায়খ আব্দুল্লাহ হরিপুরী (রহ.), আল্লামা আকুনী (রহ.) সহ অসংখ্য উলামায়ে কেরাম। এখানে কোন বেদআতী, ভন্ড ও মাজার পূঁজারীদের স্থান নেই। ভন্ডদের বিরুদ্ধে সিলেটের ধর্মপ্রান মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা হবে। বক্তারা বলেন, বেদআতী ও মাজার পূঁজারীরা অত্যন্ত পরিকল্পিত ভাবে মাদ্রাসার শিক্ষার্থী শহীদ মুজ্জাম্মিল হককে হত্যা সহ আলেম উলামাদের উপর হামলা করেছে। মুজ্জাম্মিল হকের হত্যাকারীরা জামিনে বেরিয়ে এসে এলাকায় উল্লাস প্রকাশ করছে, খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় রয়েছে। অপরদিকে আলেম উলামাদের বিরুদ্ধে তাদের বাসায় মিথ্যা মামলা হয়রানী করা হচ্ছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হলে আলেম উলামারা রাজপথে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। মাদ্রাসা শিক্ষার্থীর খুনিদের ফাঁসির দাবি জানিয়ে আলেম উলামারা বলেন কোন ষড়যন্ত্র করে এ বিচার কেউ থামাতে পারবে না। সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, আলেম উলামাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। মাজার পূঁজারীর বেদআতীদের প্রশাসন আশ্রয় প্রশয় দিলে এর পরিনাম অত্যন্ত ভয়াভহ হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা মুহিবুল হক, আল্লামা সামছুদ্দীন দূর্লভপুরী, রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মাও. মুস্তাক আহমদ খান, সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় মহা সচিব মাও. হিলাল আহমদ, মাও. হারুনুর রশীদ, মাও. আব্দুল জব্বার, কানাইঘাট ৫নং বড়চতুল ইউ.পির চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, মাও. আব্দুল মালিক, মাও. আজমত উল্লাহ মাও. আলিম উদ্দিন, মাও. মইন উদ্দিন, মাও. খালিদ সাইফুল্লাহ, মাও. গোলাম ওয়াহিদ, মাও. এবাদুর রহমান, মাও. জয়নাল আবেদীন, মাও. আব্দুস শাকির, মাও. নজির আহমদ, মাও. হারিছ উদ্দিন, ক্বারী মাও.মাসুক আহমদ, মাও. বদরুল ইসলাম আল ফারুক, পৌর কাউন্সিলর শরীফুল হক, কাউন্সিলর আবিদুর রহমান, ছাত্র নেতা আসাদ আহমদ, গোলাম কিবরিয়া, জুনায়েদ সামছি, মারুফ আহমদ, মাও. আব্দুর রশীদ, মাও. আহমদ বিল্লা, মাও. কাওছার আহমদ, মাও. আহমদ আলী, মাও. হাবিবে রব্বানী প্রমুখ।
কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগ ৫নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগ ৫নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগ ৫নং ওয়ার্ডের কর্মী সভা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ফাটাহিজল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ০৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুক উদ্দিন,কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির উদ্দিন বুলবুল,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া,কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন দুলাল,পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নাইম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম আহমেদসহ ০৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)

Wednesday, March 14

কানাইঘাট স্কলার্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কানাইঘাট স্কলার্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট স্কলার্স মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মামুন রশিদের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। প্রধান আলোচক ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, দূর্গাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, মাস্টার আলী আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আব্দুল করিম, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, শিক্ষানুরাগী জাকারিয়া আলম জামিল, শহিদুল ছিদ্দিকী। বক্তব্য রাখেন স্কুলের ক্রীড়া শিক্ষক সোহেব আহমদ, সহকারি শিক্ষক শাহিনা বেগম প্রমুখ।
কুলাউড়ায় কানাইঘাট-বিয়ানীবাজার মধ্যকার ফাইনাল খেলা ১৬ই মার্চ

কুলাউড়ায় কানাইঘাট-বিয়ানীবাজার মধ্যকার ফাইনাল খেলা ১৬ই মার্চ

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ১৬ই মার্চ শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগান ফুটবল ট্রুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে। উক্ত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুখোমুখি হবে বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থা ।  খেলায় দর্শক এর সমাগম লক্ষ্যনীয় হবে বলে আশা করছেন খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। কানাইঘাটের ফুটবল অঙ্গনে এই প্রথম  জেলার বাইরে বিরাট টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাওয়ায় "বহুমুখী ফুটবল ক্লাব কানাইঘাট" দলের ভূয়সী প্রশংসা করছেন অনেকেই। ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য ক্রীড়ামোদী ব্যক্তিরা অপেক্ষায় রয়েছেন।
কানাইঘাটে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা

কানাইঘাটে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ তথ্য কমিশন ও কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ বিয়ষক এক জনঅবহিতকরন সভা বুধবার সকাল ১১টায় স্থানীয় ইউনিক কমিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও এসিল্যান্ড লুসিকান্ত হাজং এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের আহবায়ক লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, থানার ওসি (তদন্ত) নুনুমিয়া, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। অবহিতকরন সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা জনপ্রতিনিধি বৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মোঃ মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ যে কোন তথ্য জানার অধিকার রয়েছে। এ জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। এ আইনের যথাযথ বাস্তবায়ন করা হলে দেশে সু-শাসন, নাগরিকের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র ও সমাজকে দূর্নীতি মুক্ত করা সম্ভব হবে। তিনি ২০২১সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সরকারী দপ্তর, জনপ্রতিনিধি এবং তথ্য অধিকার আইনে যে সকল প্রতিষ্ঠান জবাবদিহিতার আওতায় রয়েছে তাদেরকে সবধরনের তথ্য নাগরিকদের চাহিবা মাত্র নিয়ম অনুযায়ী দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।