Wednesday, June 7

ওমরাহ হজে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

ওমরাহ হজে যাচ্ছেন  ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। আগামী ৯ জুন রাতের ফ্লাইটে মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা।

ওমরাহ হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়াস কাঞ্চন। সবকিছু ঠিক থাকলে হজপালন শেষে ঈদের দুদিন আগে দেশে ফিরবেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেছেন, ‌‘ওমরাহ পালনের জন্য নিয়ত করেছি। আমার অনেকদিনের ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। এই হজযাত্রা পালন শেষে সুস্থভাবে যাতে দেশে ফিরতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাচ্ছি।’

এদিকে গতকাল ইলিয়াস কাঞ্চন শেষ করেছেন ‘ক্রাইম টাইম’ শিরোনামের একটি নাটকের শুটিং। যেখানে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পী ছিলেন রোজিনা, চম্পা প্রমুখ। নাটকটি আগামী ঈদে বাংলাভিশনে প্রচার হবে বলে জানা গেছে।

এছাড়া আগামীকাল পূবাইলে একটি বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ট্রাক্টরের বিজ্ঞাপনে অংশ নেবেন এই বরেণ্য অভিনেতা। সেখানে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে পপিকে। 

সূত্র: বিডি লাইভ্‌।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক