Friday, June 2

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি নামক এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইব্রাহীম (৩৫) ও জাহিদ (৩০)।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসেম মুন্সী জানান, সকালে কুমিল্লাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী যুবক ইব্রাহীম ও জাহিদ নিহত হন। এ ঘটনায় আরো চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘাতক কাভার্ডভ্যান ও চালক মনির হোসেনকে (৪০) আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক