Tuesday, May 30

সিলেট-৫ আসন ! সেলিম উদ্দিন আবার প্রার্থী হতে চান


মাহবুবুর রশিদ/নিজাম উদ্দিন: 
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। কানাইঘাট ও জকিগঞ্জে বিভিন্ন জনসভায় তিনি এ আসন থেকেই জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ নেবেন বলে আগাম বার্তা দিচ্ছেন। সেলিম উদ্দিনের এমন ঘোষণায় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেয়া হয় বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা সেলিম উদ্দিনকে। বিএনপি ও জামায়াত জোটসহ বেশির ভাগ রাজনৈতিক দল সে নির্বাচন বর্জন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। গত রবিবার (২১ মে) কানাইঘাটে সেলিম উদ্দিন এমপিকে দেওয়া সংবর্ধনা এবং পৃথক পৃথক কয়েকটি অনুষ্ঠানে এবং স¤প্রতি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্ধোধন পরবর্তী জনসভায় তিনি কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে বার্তা দিয়েছেন। তার আগাম বার্তা জাতীয় পার্টির স্থানীয় নেতাদের মধ্যে রাজনৈতিক নানা সমীকরণের সৃষ্টি করেছে। সেলিম উদ্দিন কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গন ও নির্বাচনী এলাকার মানুষের মধ্যে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অনেকে এলাকার উন্নয়ন হবেনা বলেও তখন মন্তব্য করেছিলেন। কিন্তু সকলের ধারণা ভুল প্রমাণিত করে সেলিম উদ্দিন এমপি তার নির্বাচনী এলাকায় ব্যাপক তৎপর থাকায় সকলের ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। পূর্বে যারা সিলেট-৫ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তাদেরকে ছাড়িয়ে সেলিম উদ্দিন এমপি তার নির্বাচনী এলাকায় তৎপর থেকে উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এলাকার সকল স্তরের ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়েছে। সময় পেলেই সেলিম উদ্দিন এমপি কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল পায়ে হেটে ঘোরে বেড়াচ্ছেন। দল মতের বাইরে সবাইকে নিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি তৃণমূল পর্যায়ে জাতীয় পর্টিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। সেলিম উদ্দিন প্রতিনিয়ত তার সংসদীয় আসনের নানা দাবি-দাওয়া সংসদে উত্থাপন করছেন। সিলেটের অনেক সংসদ সদস্য এলাকাবিমূখ হলেও এক্ষেত্রে ব্যতিক্রম সেলিম উদ্দিন এমপি। সুযোগ পেলেই কানাইঘাট-জকিগঞ্জে ছুটে যান তিনি। সব ধরণের সামাজিক অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। দলমত নির্বিশেষে সকলের সাথে আন্তরিক সুসম্পর্ক ও উন্নয়নমূলক কর্মকান্ডে কোন ধরনের বৈষম্য না করায় রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজধারী নেতা হিসেবে সকলের কাছে তিনি দ্রæত পরিচিত হয়ে উঠেন। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যার কথা তিনি গুরুত্ব সহকারে শুনেন এবং তা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করায় সর্বস্থরের মানুষের কাছে তার জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সেলিম উদ্দিন এমপি নির্বাচিত হওয়ার পর তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুতায়নের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখে যাচ্ছেন। কানাইঘাটবাসীর বহু প্রত্যাশিত শাহবাগ-কানাইঘাট-দরবস্ত সড়ক এবং কানাইঘাট গাজী বুরহান উদ্দিন সড়কের উন্নয়নমূলক কর্মকান্ড সেলিম উদ্দিন এমপির প্রচেষ্টায় বাস্তবায়ন হওয়ায় রাজনৈতিক অঙ্গন ও জনসাধারণের কাছে তার জনপ্রিয়তা বেড়েছে। সেই সাথে কানাইঘাট-জকিগঞ্জের মানুষের দীর্ঘদিনের বহু প্রত্যাশিত দাবী-ধাওয়া বাস্তবায়নের পাশাপাশি এলাকার গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন বহু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে সেলিম উদ্দিন এমপি নিরলসভাবে কাজ করে যাওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পর্যন্ত তার কর্মকান্ডের প্রশংসা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়