Monday, May 29

উন্মুক্ত হলো চার ক্যামেরার 'জিওনি এস১০'

উন্মুক্ত হলো চার ক্যামেরার 'জিওনি এস১০'

কানাইঘাট নিউজ ডেস্ক: চীনা স্মার্টফোন প্রস্তুতকারক জিওনি তাদের ফ্ল্যাগশিপ ফোন 'জিওনি এস১০' উন্মুক্ত করেছে। পাশাপাশি এর দুটি সংস্করণ এস১০ বি এবং এস১০ সি উন্মুক্ত করেছে। ফোন তিনটির দাম যথাক্রমে ২ হাজার ৫৯৯ ইয়েন এবং অন্য দুটি সংস্করণ ২ হাজার ১৯৯ ইয়েন এবং ১ হাজার ৫৯৯ ইয়েন।

'জিওনি এস১০' চলবে অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট ভিত্তিক অ্যামিগো ইউআই ৪.০ অপারেটিং সিস্টেমে। ৫.৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লের সাথে আছে ২.৫ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি২৫ প্রসেসর। ৬ জিবি র‍্যামের এই ফোনে মেমোরি ৬৪ জিবি যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এর বিশেষ ফিচার হিসেবে এতে চারটি ক্যামেরা যুক্ত করা হয়েছে। এর মধ্যে সামনে দুটি এবং পেছনে দুটি। রিয়ার ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল মডিউল, আর ফ্রন্ট এ ২০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল মডিউল। ফোনটিতে রয়েছে ৩৪৫০ এমএএইচ ব্যাটারি।

ফোনটি চীনে উন্মুক্ত করা হয়েছে এবং বিশ্বব্যাপী অন্যান্য বাজারে কবে নাগাদ আসবে- সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়