
কানাইঘাট নিউজ ডেস্ক: ছয় দিনের ইউরোপ সফরে জার্মান গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে জার্মানির উদ্দেশ্যে ভারত ত্যাগ করেন তিনি।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদির ইউরোপ সফর শুরু হবে। সোমবার সন্ধ্যায় মেসেবার্গে জার্মান চ্যান্সেলরের সরকারি বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যু গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ, তথ্য-প্রযুক্তি ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে পারে।
এই সফরেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন মোদি। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এ দুই নেতার বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অালোচনা হবে।
উল্লেখ্য, ছয়দিনের ইউরোপ সফরে চারটি দেশে যাবেন ভারতের সরকার প্রধান। দেশগুলো হচ্ছে- জার্মানি, রাশিয়া, স্পেন ও ফ্রান্স। ক্ষমতা গ্রহণের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতাদের সঙ্গে প্রথম রাষ্ট্রীয় বৈঠক করবেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদির ইউরোপ সফর শুরু হবে। সোমবার সন্ধ্যায় মেসেবার্গে জার্মান চ্যান্সেলরের সরকারি বাস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ইস্যু গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি। এছাড়া বিনিয়োগ, তথ্য-প্রযুক্তি ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে পারে।
এই সফরেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন মোদি। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এ দুই নেতার বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অালোচনা হবে।
উল্লেখ্য, ছয়দিনের ইউরোপ সফরে চারটি দেশে যাবেন ভারতের সরকার প্রধান। দেশগুলো হচ্ছে- জার্মানি, রাশিয়া, স্পেন ও ফ্রান্স। ক্ষমতা গ্রহণের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতাদের সঙ্গে প্রথম রাষ্ট্রীয় বৈঠক করবেন তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়