Wednesday, May 31

শুরুর ঝড় ঠেকানো দায়

শুরুর ঝড় ঠেকানো দায়

শুভ শুভ্র: নতুন বলে শুরুতে ব্যাটিং অর্ডারে বিপর্যয় নামতে পারে। ইংল্যান্ডের কন্ডিশন সেই আভাস দিচ্ছে। জুন মাস হলেও এই সময় পেসাররা নতুন বলে অহরহ সুইং পান। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিনে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে টপঅর্ডার ব্যাটসম্যানদের তাই চিন্তায় থাকতে হবে বলে মনে করছে এএফপি।

ম্যাচের আগের দিন এএফপি তাদের এক সংবাদে বলছে, প্রস্তুতি ম্যাচের চিত্র দেখেই বোঝা যায় শুরুতে বোলাররা কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। প্রস্তুতি ম্যাচের বাইরে আন্তর্জাতিক ম্যাচের অবস্থাও একই রকম। সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড পাঁচ ওভারে ২০ রান তুলতে ছয় উইকেট হারায়। ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু এটি। এরপর বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচেও একই কাণ্ড ঘটে। বাংলাদেশ ৪৬ রান তুলতে ৭ উইকেট হারায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট অতটা পেস সহায়ক না হলেও নতুন বলে ব্যাটসম্যানদের বিপাকে পড়তে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল। ইংল্যান্ডে তখন সকাল। এই সময়ে উইকেটে পেসাররা সুবিধা পাবেন। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়