কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ নিজাম উদ্দিনের নবজাতক পুত্রের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সোবহানীঘাট মা ও শিশু হাসপাতালের এনআইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় নবজাতক পুত্র মৃত্যু বরণ করে। এতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট প্রেসসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, সাংবাদিক জামাল উদ্দিন, ওছার আহমদ, মাহবুবুর রশিদ, আলা উদ্দিন আলাই, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মাহফুজ সিদ্দিকী, সুজন চন্দ অনুপ প্রমুখ। অপরদিকে কানাইঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এসএম মাহবুবুল আম্বিয়া, গোলাম মোস্তফা রাসেল, পৌর যুবলীগের আহ্বায়ক জামাল উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ইফতেখার আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, কলেজ ছাত্রলীগের সভাপতি এম. আব্দুর রহমান সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়