Saturday, March 11

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১১


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গত শুক্রবার ও শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক আসামী সহ নাশকতামূলক অপরাধে জড়িত সন্দেহে এক শিবির নেতা সহ ভারতীয় তীর খেলার অপরাধে ৫ জন সহ ১১ আসামীকে গ্রেফতার করেছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে থানা পুলিশ গত শুক্রবার বিকেল সাড়ে চার টার দিকে কানাইঘাট সড়কের বাজারের আব্দুল মজিদ আলু মিয়ার নির্মানাধীন একটি ভবন থেকে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ও টোকন কেটে ভারতীয় তীর খেলার সময় হাতে নাতে স্থানীয় কাজিরগ্রামের আনোয়ার হোসেনের পুত্র নুরুল হাসনাত (২২) পশ্চিম জুলাই পীরনগর গ্রামের আব্দুর রহমানের পুত্র তাজ উদ্দিন (২৫) সর্দারমাটি গ্রামের তফজ্জুল আলীর পুত্র বুরহান উদ্দিন (৩৫) শাহপুর গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র মিজান উদ্দিন (২৫) পুর্ব কুওরের মাটি গ্রামের রোপন আলীর পুত্র বেলাল মাহমুদ (২০) কে গ্রেফতার করেন। অপরদিকে ওসি আব্দুল আহাদের তত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে কানাইঘাট পৌর শিবিরের সেক্রেটারী শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র শাকিল আহমদ রুবেল (২৫) কে নাশকতামূলক অপরাধে জড়িত সন্দেহে গ্রেফতার এবং শনিবার গভীর রাতে দীর্ঘদিন ধরে পলাতক আসামী উপজেলার নিজ দলইকান্দি আকুনী গ্রামের আজির উদ্দিনের পুত্র ইয়াহইয়া (৩০) ঢাকনাইল দক্ষিণ গোয়ালজুর গ্রামের মৃত মুহিদ রাজার পুত্র মোহাম্মদ আলী (৬০) চরিপাড়া মাজরডি গ্রামের শফিকুল হকের পুত্র নারী নির্যাতন মামলার আসামী জাবরেল (২৫) পৌরসভার মহেষপুর গ্রামের পুত্র রুবেল আহমদ (২২) ও চতুলের রাউত গ্রামের হাজী খলিলুর রহমানের ছেলে ২টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মাছুমুর রহমান (৩২) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শনিবার পুলিশ আদালতে সোপর্দ করেছে। নিয়মিত মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামী এবং অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়