কানাইঘাট নিউজ ডেস্ক: মধ্য ইতালিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত এবং কয়েকজন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই মাস আগে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ নিহত হয়। দেশটির একই অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হানল।
কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫। দুই ঘণ্টা পরে আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পে প্রাথমিকভাবে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
গতরাতের ভূমিকম্প রাজধানী রোমসহ গোটা মধ্য ইতালিতে অনুভূত হয়। ভবনের দরজা-জানালা নড়তে থাকে। বেশ কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়। আতংকিত লোকজন রাস্তায় নেমে আসে। বৃহস্পতিবার ভূমিকম্প আক্রান্ত এলাকায় স্কুল বন্ধ থাকবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই মাস আগে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ নিহত হয়। দেশটির একই অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হানল।
কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫। দুই ঘণ্টা পরে আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পে প্রাথমিকভাবে দুজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
গতরাতের ভূমিকম্প রাজধানী রোমসহ গোটা মধ্য ইতালিতে অনুভূত হয়। ভবনের দরজা-জানালা নড়তে থাকে। বেশ কিছু পুরনো ভবন ক্ষতিগ্রস্ত হয়। আতংকিত লোকজন রাস্তায় নেমে আসে। বৃহস্পতিবার ভূমিকম্প আক্রান্ত এলাকায় স্কুল বন্ধ থাকবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়