ঢাকা: ইয়াবা দিয়ে ফাঁসানোর চক্রান্ত প্রমাণিত হওয়ায় পুলিশের তিন উপপরিদর্শকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে তারা হলেন নগর পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত হোসেন, সিআইডির উপ-পরিদর্শক জুয়েল সরকার ও শেখ সজীব।
মঙ্গলবার রাতে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।
সিএমপি সূত্র জানায়, ২০১৫ সালের ২২ অক্টোবর এসএ পরিবহনের কাজীর দেউড়ি কার্যালয়ে একটি সাউন্ড বক্সের ভেতর চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। কোতোয়ালি থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে ওই অভিযান পরিচালিত হয়েছিল। এরপর তদন্তে পরিণত হয় তিন উপ-পরিদর্শক ষড়যন্ত্রমূলকভাবে ওই ইয়াবাগুলো দিয়ে নাটক সাজিয়েছিল।
অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে শাহাদাতের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ এবং বাকি দুই উপ-পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন সিএমপির পুলিশ কমিশনার।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়