Friday, October 30

কানাইঘাটে এমপি কেয়া চৌধুরী!শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান

কানাইঘাটে এমপি কেয়া চৌধুরী!শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন শিক্ষার্থীর কাছে মা-বাবার পরেই তার শিক্ষকের স্থান। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা অসামান্য অবদান রেখে চলেছেন। সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকার শিক্ষার উন্নয়নে যা কিছু প্রয়োজন, তার সব কিছু করে যাচ্ছে। কানাইঘাট উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৬-২০১৫ পর্যন্ত বিভিন্ন সময়ে কর্মরত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তারেক মো. জাকারিয়া, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মামুন রশীদ, যুবলীগের আহবায়ক মাসুক আহমেদ, সিলেট আইন কলেজ ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

Tuesday, October 27

কানাইঘাটে প্রবাসীর অর্থায়নে নির্মিত রাস্তা নতুন নামকরনের গেজেট প্রকাশ

কানাইঘাটে প্রবাসীর অর্থায়নে নির্মিত রাস্তা নতুন নামকরনের গেজেট প্রকাশ


কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী এম.এ শাকুর সিদ্দিকী’র নিজস্ব অর্থায়নে নির্মিত কানাইঘাট উপজেলায় বুরহান উদ্দিন রাস্তা হইতে বাউর ভাগ পশ্চিম হয়ে সুরমা ডাইক পর্যন্ত রাস্তা হাজী আব্দুল হামিদ সড়ক নামে নতুন নাম করনের গেজেট প্রকাশ করা হয়েছে। গত ২২-১০-২০১৫ইং তারিখ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ গেজেট কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত রেজিষ্ট্রার নং -ডি এ-১ এর ৬ষ্ঠ খন্ডে জারিকৃত প্রজ্ঞাপন সমূহের ১৪২ পৃষ্ঠায় জেলা প্রশাসকের কার্যালয় সিলেট (স্থানীয় সরকার শাখা) প্রজ্ঞাপনে হাজী আব্দুল হামিদ সড়কের নতুন নাম করনের গেজেট প্রকাশিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট তারিখ ২০ আশ্বিন ১৪০৫/২০০৫ অক্টোবর ২০১৫
নং- ০৫.৬০.৯১০০.০০৯.৪৬.০০২.১৫-১১০৮(১৩)। গেজেটে উল্লেখ করা হয় এতদ্বারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২৮ জুলাই ২০১৫ তারিখে ৪৬.০১৭.০২৮.০০.০০.০০২.২০১১ (অংশ-১)-৭৪৪ নং স্মারকে অনুমোদনের প্রেক্ষিতে এবং উপজেলা নির্বাহী অফিসার, কানাইঘাট, সিলেটের ২৩ মার্চ ২০১৫ তারিখের ১৬০ নং স্মারকের প্রস্তাবমতে জেলা প্রশাসক সিলেট মোঃ জয়নাল আবেদীন, সিলেট জেলা কানাইঘাট উপজেলাধীন বুরহান উদ্দিন রাস্তা হইতে বাউর ভাগ পশ্চিম হয়ে সুরমা ডাইক পর্যন্ত রাস্তার নাম করণ “হাজী আব্দুল হামিদ সড়ক” নামে নাম করন করা হলো। বাংলাদেশ গেজেটের ওয়েব সাইট www.dpp.gov.bd তে এ তথ্য প্রকাশ করা হয়।
লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের উদ্যেগে গত বৃহস্পতিবার ক্লাবের সদস্য ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান লোভাছড়ায় এক আনন্দ ভ্রমণ ও আড্ডা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন লোভাছড়া ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদ, সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোস্তফা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আর.কে.এম মোস্তাক চৌধূরী, সাপ্তাহিক জকিগঞ্জ-কানাইঘাটের ডাক পত্রিকার সম্পাদক মোর্শেদ লস্কর, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আনিস, সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন আহমদ, সাংবাদিক শোয়াইবুর রহমান, লোভাছড়া
ট্যুরিস্ট ক্লাবের সদস্য জাহিদ হাসান, আব্দুল্লাহ, হাবিবুর রহমান, হেলাল আহমদ প্রমূখ। উলেøখ্য যে, কানাইঘাটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পাশে অবস্থিত লোভাছড়া পর্যটন এলাকাকে দেশ বিদেশে তুলে ধরাসহ কানাইঘাটের যে কোন তথ্য আদান প্রদান ও পর্যটন সম্ভাবনাময় উপজেলা অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকাকে তুলে ধরার পাশাপাশি সকল প্রকার সামাজিক ও সেবামূলক কর্মকান্ডে লোভাছড়া ট্যুরিস্ট ক্লাব কাজ করে যাচ্ছে।

Friday, October 23

কানাইঘাট পৌরসভা নির্বাচন!সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে তৎপর

কানাইঘাট পৌরসভা নির্বাচন!সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে তৎপর


নিজাম উদ্দিন: আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে পৌরসভাগুলোর মধ্যে সিলেট বিভাগের ১৭টি পৌরসভার নির্বাচনের সিন্ধান্ত গ্রহণ করায় সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে পড়েছেন। ইতিমধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির একাধিক নেতা এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তাদের সমর্থকদের দিয়ে ডিজিটাল পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পেইজ খোলে প্রচারণায় পুরোদমে তৎপরতা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচন ২০১১ সালের ১৮ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ থেকে ২ জন, বিএনপি থেকে ২ জন, জাতীয়পার্টি ও জামায়াতে ইসলাম সমর্থিত সহ স্বতন্ত্র ব্যানারে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে পৌরসভার প্রথম নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহ্বায়ক লুৎফুর রহমান ৩ হাজার ৪ শ’ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ কে ৭’শ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ১৬ হাজার ভোটার অধ্যুষিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে ৫ বছর মেয়াদ আগামী ২৭ ফেব্রুয়ারী পূর্ণ হবে। সরকার নীতিগত ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার সিন্ধান্ত নেওয়ায আওয়ামীলীগ, বিএনপি সমর্থিত একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে টেনশন বিরাজ করছে। দলীয় সমর্থন লাভের আশায় ইতিমধ্যে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক নেতা হাই কমান্ড সহ শীর্ষ নেতাদের ধারস্ত হয়ে তদবীরে নেমেছেন। বিএনপি দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনে বিরোধীতা করে আসছে। তারপরও বিএনপির একাধিক নেতা মাঠপর্যায়ে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। তবে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে বিএনপি ও বিরোধী জোটের নেতাকর্মীদের মধ্যে সংশয় বিরাজ করছে। ইতিমধ্যে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে গোয়েন্দা সংস্থার লোকজন রিপোর্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। উক্ত তালিকায় বিশেষ করে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থীদের জনপ্রিয়তা সরকারের কাছে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়েছেন। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক নেতা রয়েছেন। আওয়ামীলীগ থেকে যাদের নাম মেয়র পদে জোরেশোরে উচ্চারিত হচ্ছে তারা হলেন, বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান, কানাইঘাট সদর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক আহমদ ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। তারা নির্বাচনে অংশগ্রহণের কথা কানাইঘাট নিউজকে জানিয়েছেন। এদিকে বিগত সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিক মামলায় জর্জরিত বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা কৌশলে নির্বাচনী মাঠে সক্রীয় রয়েছেন। বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা নির্বাচনী মাঠে রয়েছেন তারা হলেন, পৌর বিএনপির সভাপতি ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী শরিফুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হোসেন বুলবুল। জামায়াত সমর্থিত প্রার্থী দলীয় প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও স্বতন্ত্র ব্যানারে বিগত পৌরসভার নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১৮ দলীয় জোটের একক প্রার্থী যে কেউ হতে পারেন। জাতীয়পার্টি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, বিগত নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী পৌর জাপার সাধারণ সম্পাদক, ব্যবসায়ী সুহেল আমিন। সুহেল আমিন জানিয়েছেন তিনি স্বতন্ত্র ব্যানারে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন পৌরসভার কাংখিত উন্নয়নের লক্ষ্যে জাতীয়পার্টি সমর্থিত মেয়র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তবে এখনও জাতীয়পার্টির প্রার্থী কে তার নাম উচ্চারন করেননি এম.পি সেলিম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারনা চালাচ্ছেন, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান ও মোঃ তাজ উদ্দিন। তবে শেষ পর্যন্ত আওয়ামীলীগ ও বিএনপি এবং জাপা থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেক নেতা প্লাটফর্ম গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে কানাইঘাট নিউজকে জানিয়েছেন। অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিাল পদে আওয়ামীলীগ, বিএনপি, জামায়তা, জাপা সহ ছোট খাট রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। অনেকের ডিজিটাল সাইনবোর্ড, পোস্টার পৌর শহরে শোভা পাচ্ছে।
কানাইঘাট সাতবাঁক ইউপির ১নং ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করায় সেলিম উদ্দিন এমপিকে অভিনন্দন

কানাইঘাট সাতবাঁক ইউপির ১নং ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করায় সেলিম উদ্দিন এমপিকে অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন কানাইঘাট সাতবাঁক ইউপির জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক সমাজসেবী মোহাম্মদ আলীকে আগামী ইউনিয়ন নির্বাচনে সাঁতবাক ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ঘোষণা করায় সেলিম উদ্দিন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, সদস্য সচিব ইকবাল হোসেন, সাতবাঁক ইউপি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাসুক আহমদ, সদস্য সচিব হিজবুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছয়ফুল আলম, সাতবাঁক ইউপি স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক সমাজসেবী মোহাম্মদ আলীকে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ঘোষণা করায় সেলিম উদ্দিন এমপির প্রতি অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Thursday, October 22

আহত আ.লীগ নেতা পলাশের পাশে অর্থমন্ত্রী

আহত আ.লীগ নেতা পলাশের পাশে অর্থমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক:
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ ও তার আহত ছেলে-মেয়েকে দেখতে বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী পলাশ ও তার ছেলে-মেয়ের স্বাস্থ্যের খোঁজখবরnewschamber নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ, আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম ফনিক, জাবেদ সিরাজী প্রমুখ।

Monday, October 19

সিলেটে প্রথমবারের মত হল কবুতরের রেসিং প্রতিযোগিতা

সিলেটে প্রথমবারের মত হল কবুতরের রেসিং প্রতিযোগিতা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট শহর থেকে বটেশ্বর ক্যান্টনমেন্ট এলাকার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। সিলেটের কয়েকজন সৌখিন কবুতর খামারি শখের কবুতর নিয়ে জড়ো হন সেখানে। সবগুলো কবুতরই রেসার প্রজাতির। পথ চিনে কার কবুতর কত সময়ের মধ্যে বাসায় ফিরতে পারে তা পরীক্ষার জন্যই আয়োজন করা হয়েছে ‘কবুতর রেসিং’ প্রতিযোগিতা। সিলেট বিভাগে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছিল সিলেট পিজিওন ক্লাব। প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি কবুতর। সোমবার সকাল ৯টা ১৮ মিনিটে কবুতরগুলো যখন বটেশ্বর এলাকা থেকে খাঁচাম্ক্তু করা হয় তখন উপস্থিত দর্শকের অনেকেরই প্রশ্ন ছিল নীল আকাশে ভেসে ১৫ কিলোমিটার দূরে শহরের নিজ নিজ বাসায় কবুতরগুলো ফিরতে পারবে তো? দর্শকদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। উড়াল দেয়ার ১৯ মিনিটের মাথায় সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই’র প্রতিযোগী কলিমউল্লাহ ও শামীম আহমদের বাসা থেকে ফোন আসে তাদের কবুতর বাসায় ফিরে এসেছে। ৪৪ মিনিটের মাথায় নিজের কবুতর বাসায় ফেরার খবর পান বালুচরের রাজি আহমদ। রেসিং প্রতিযোগিতায় অংশ নেয় কলিম উল্লাহ, মোশাররফ হোসেন, আতিকুর রহমান, হাসান চৌধুরী ও শামীম আহমদের ১০টি রেসার কবুতর। পিজিওন ক্লাবের সভাপতি মো. কলিম উল্লাহ’র সভাপতিত্বে ও মো. জিল্লুর রহমানের পরিচালনায় রেসিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সৌখিন কবুতর খামারি হুমায়ূন কবীর নাহিদ, মো. তালহা খান, আশফাক হোসেন সোহাগ, আমিনুর রহমান আনহার, দেলোয়ার হোসেন, রাজু আহমদ, শওকত আলী, মোস্তফা তাওহীদ, তারা মিয়া, সালেহ আহমদ, ফাহিম আহমদ, সুফিয়ান আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ। পিজিওন ক্লাবের সভাপতি কলিম উল্লাহ বলেন- সিলেট বিভাগে প্রথমবারের মতো এ রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বাকি দুইপর্ব কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। সিলেটে কবুতর পালনে সৌখিন লোকজনকে উদ্ধুদ্ধ করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
 ফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন

ফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন


কানাইঘাট নিউজ ডেস্ক:: ফ্রান্স বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। চানেল এস ও একাত্তর টিভির ইউরোপের প্রতিনিধি নুরুল ওয়াহিদকে সভাপতি, এনটিভি প্রতিনিধি খান বাবু রুমেলকে সাধারণ সম্পাদক, বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ-এর সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসাইনকে কোষাধ্যক্ষ এবং এস এ টিভি প্রতিনিধি মোহা. আব্দুল মালেক হিমুকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে ২০১৫-২০১৭ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ফ্রান্সের প্যারিস শহরের প্রাণকেন্দ্র গারদো নরদের একটি অভিজাত রেস্তোরায় ফ্রান্সে কর্মরত অধিকাংশ সংবাদকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন ও পুরাতনদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম, সহ-সভাপতি জালালাবাদ ও ইনকিলাব প্রতিনিধি দেলওয়ার হোসেন সেলিম ও নয়া দিগন্ত প্রতিনিধি মুহাম্মদ নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক চ্যানেল আই প্রতিনিধি সৈয়দ সাহিল, সাংগঠনিক সম্পাদক বাংলা ভিশন প্রতিনিধি ফয়সাল আহম্মদ দীপ, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলার আলো প্রতিনিধি ফরিদ আহমেদ রনি, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি বাসুদেপ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক দেশ কণ্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইবরাহীম ভুইয়া, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউরোপের কথা প্রতিনিধি ওবায়দুর রহমান, সহ-দপ্তর সম্পাদক নিউজকক্স২৪.কম প্রতিনিধি সুনন্দন বড়–য়া, নির্বাহী সদস্য এটিন বাংলা ও এটিএন নিউজ প্রতিনিধি দেবেশ বড়–য়া, মানবজমিন প্রতিনিধি ও ফ্রান্স বাংলা দর্পন সম্পাদক শামসুল ইসলাম ও কুমিল্লার কথা প্রতিনিধি কাজী হাবীবুর রহমান। সাধারণ সদস্যরা হলেন দেশ বানী প্রতিনিধি গোলাম ফারুক ভুইয়া, ঠিকানা প্রতিনিধি কামাল আহমদ, চ্যানেল এস প্রতিনিধি সেলিম চৌধুরী, মুক্ত কথা সম্পাদক বদরুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক ওয়াহিদুজ্জামান, ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহম্মদ, ফ্রিল্যান্স সাংবাদিক আরিফুজ্জামান ইমন, ফ্রিল্যান্স সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, ফ্রিল্যান্স সাংবাদিক সিদ্দিকুর রহমান বাবু, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ আলী, ফ্রিল্যান্স সাংবাদিক রাসেল আহম্মদ, কুমিল্লার আলো প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ফ্রিল্যান্স সাংবাদিক সেলিম আল দ্বীন ও ফ্রিল্যান্স সাংবাদিক জুনেদ ফারহান।

Sunday, October 18

কানাইঘাটে ৩৩টি মন্ডপে পূজার আয়োজন

কানাইঘাটে ৩৩টি মন্ডপে পূজার আয়োজন


আমিনুল ইসলাম: শারদ প্রভাতে বাজে তোমার আগমনী , ঢাকের তালে, শঙ্খের সুরে, উলুধ্বনিতে, সমৃদ্ধির সুবাতাসে ভরে যে ধরণী। বড় বড় মঞ্চ প্রস্তুত। কানাইঘাট উপজেলাসহ সারা দেশে সাজসাজ রব। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা উৎসব। ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারদিক। দেবীর বাহন সিংহের পিঠে চড়ে দুর্গা দেবী আসছেন। সঙ্গে নিয়ে আসছেন গণেশ,কার্তিক,লী আর সরস্বতীকে। আসছেন তারা ভক্তদের শুভবুদ্ধির পথ দেখাতে। আসছেন তারা সুখ সমৃদ্ধির বার্তা নিয়ে। অসুর শক্তির বিরুদ্ধে সুর শক্তির চেতনা যাগাতে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। কানাইঘাট উপজেলার সকল পুজামন্ডপের পূজার প্রস্তুতি শেষ। এবার মা কৈলাস থেকে পিত্রালয়ে বসুন্ধরায় আসছেন দোলায় চড়ে। শাস্ত্রমতে-এতে করে মর্তে ঝড়-দৈবদুর্বিপাক,অস্তিরতা,মড়কসহ নানা অশনি সংকেত বহন করে। তবে সুখবর হচ্ছে মা এই মর্ত থেকে কৈলাস যাবেন গজে চড়ে। আশার কথা হচ্ছে আগামী এক বছর ধন-ধান্যে শস্যপূর্ণ থাকবে আমাদের এই বসুন্ধরা। আগামী শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের শেষ হবে এই মহানুষ্ঠান। এবার কানাইঘাটে ৩৩টি মন্ডপে মূল পুজা হবে বলে জানিয়েছেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভজন লাল দাস। ষষ্ঠীতে মা দুর্গার বোধন,আমন্ত্রনের ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫দিনের শারদীয় দুর্গাপূজার যাবতীয় আনুষ্টানিকতা। মঙ্গলবার দ্বিতীয দিন মহাসপ্তমী। মহাসপ্তমীর দিনে সকালে ত্রিনয়ণী দেবীদুর্গার চুদান করা হয়। পূজার তৃতীয় দিন বুধবার মহাসপ্তমীর মহাষ্টমীতে সন্ধিপূজা। মহাষ্টমীতে সবচেয়ে বড় আর্কষণ রামকৃঞ্চ মিশনসহ দেশের বিভিন্ন পূজামন্ডপে কুমারী পূজা। বৃহস্পতিবার মহা নবমী এবং শুক্রবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন হবে। এ দিনই বিজয়া শোভাযাত্রার মধ্যদিয়ে শেষ হবে শারদোৎসব। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ভজন লাল দাস আরো বলেন, আমাদের সকল প্রস্তুুতি শেষ। কাল ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে ৫দিনের পূজার সূচনা। আইন-শৃঙ্খলা ও নিরাপর্ত্তা পরিস্থিতি এখন পর্যস্ত সন্তুষজনক। তবে আলোকসজ্জা আর নানা কারুকার্যে সজ্জিত হয়ে উঠেছে উপজেলার প্রতিটি মন্ডপ। ইতিমধ্যে ঢাকের আওয়াজ আর উলুধ্বনিতে মূখরিত হয়ে উঠছে চারীদিক। এব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,শারদীয় দূর্গাপূজা উপলে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উপজেলার ৩৩টি পূজামন্ডপ ঘিরে মোতায়েন করা হবে র‌্যার,পুলিশ,বিজিবি,আনসার ও পূজা উদযাপন কমিটির নিরাপত্তা কর্মীদের। এমনকি পুলিশের প থেকে শালীন আচরণের ক্ষেত্র্রে স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতা কামনা করা হয়েছে।
কানাইঘাটে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন

কানাইঘাটে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন কানাইঘাট উপজেলা আ’লীগের যুগ্ন-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ। কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা রুবেল আহমদ সাগরের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আহমেদুল কবির মান্না ও আবুল হারিছের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক শাহাব উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কলামিস্ট মিলন কান্তি দাস,উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হোসেন,সিলেট মহানগর ছাত্রলীগের অন্যতম সদস্য মামুন রশীদ রাজু,জমির উদ্দিন,কামরান আহমদ,সুলেমান আহমদ,সেলিম উদ্দিন,সুকান্ত চক্রবর্তী,সমির উদ্দিন,দেলোয়ার,মিনু,সোহাগ আহমদ,আবু তাহের,নাঈম হোসেন,সনজিত,মামুন রশীদ,সারোয়ার হুসেন প্রমূখ।
কানাইঘাটে স্কুল ছাত্রের অকাল মৃত্যু! এলাকায় শোকের ছায়া

কানাইঘাটে স্কুল ছাত্রের অকাল মৃত্যু! এলাকায় শোকের ছায়া


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ আলংগীর হোসেন‌ রবিবার আনুমানিক সকাল ৭টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------রাজিউন)। সে ক্যান্সার রোগে ভোগছিল। আলংগীর হোসেন‌ উপজেলার বীরদল আগফৌদ গ্রামের আব্দুল মতিনের পুত্র। আজ আছরের নামাজের পর স্থানীয় বীরদল এন.এম.একাডেমী মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন। আলংগীর হোসেন‌ এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ শুনে সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

Friday, October 16

কানাইঘাটে বলাৎকারীদের কবল থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে পঙ্গুত্বের দিকে শিশু করিম

কানাইঘাটে বলাৎকারীদের কবল থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে পঙ্গুত্বের দিকে শিশু করিম


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে এক ইউপি সদস্য ও রিক্সা চালকের যৌন লালসা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ১৩ বছরের দরিদ্র পরিবারের এক শিশুর পা ভেঙ্গে পঙ্গুত্ব বরণের দিকে। এ ঘটনায় এলাকা জুড়ে জনমনে তীব্র দীক্ষার ও নিন্দার ঝড় উঠলেও একটি চক্র ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় মামলা না করতে দরিদ্র পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। অনুসন্ধান ও সরেজমিনে জানা যায়, গত ঈদুল আযহার দুই দিন পর রাত অনুমান সাড়ে ১১টার দিকে কানাইঘাট ৩নং দীঘিরপার পূর্ব ইউপির জিৎপুর গ্রামের মৃত ইয়াসিন আহমদের পুত্র হতদরিদ্র স্থানিয় সড়কের বাজার শফিক বিরিয়ানী হাউসের কর্মচারী আব্দুল করিম (১৩) নিজ বাড়ীতে ফিরছিল। বাড়ী ফেরার পথে দিঘীরপাড় ইউপির মাদারগ্রামের ব্যাটারী চালিত রিক্সা চালক রুফুল আহমদ রিক্সা চালানো শিখার নাম করে বলাৎকার করার উদ্দেশ্যে আব্দুল করিমকে নানা ভাবে ফুসলিয়ে তার রিক্সায় উঠায়। এরপর পথিমধ্যে রিক্সা চালক তার অপর সহযোগী সাতবাক ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হারিছ নোমানীকে ঈদগাহ মাদ্রাসার সামনে থেকে রিক্সায় উঠিয়ে দোয়ারীমাটি ব্রীজের পাশের্^ নির্জন স্থানে রিক্সা দাঁড় করিয়ে হোটেল কর্মচারী আব্দুল করিমকে জোরপূর্বক ভাবে বলাৎকারের চেষ্টা করলে সে তাদের হাত থেকে বাঁচতে রিক্সা থেকে লাফ দিলে রিক্সা উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। তার বাম পায়ের হাঁটু সহ পায়ের বিভিন্ন স্থানে বেশ কয়েক জায়গায় হাঁড় ভেঙ্গে যায়। এ সময় অবস্থা বেগতিক দেখে চালক রুফুল আহমদ ও ইউপি সদস্য হারিছ নোমানী পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানান। গুরুতর আহত আব্দুল করিমের আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় সিওমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে ১০দিন চিকিৎসাধীন ছিল শিশু আব্দুল করিম। এ ঘটনায় তার মা বিধবা আয়শা বেগম ছেলের সু-বিচারের আশায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করতে গেলে বলাৎকারীদের সহযোগিরা বিষয়টি সামাজিক ভাবে মীমাংসা করে দেওয়ার নাম করে মামলা মোকদ্দমা থেকে বিরত থাকার জন্য আয়শা বেগমকে নানা ভাবে ভয়ভীতি দেখায়, এমনকি প্রকৃত ঘটনা কাউকে না বলার জন্য বারণ করে। বর্তমানে নিজ বাড়ীতে কোন ধরনের সু-চিকিৎসা ছাড়াই হতদরিদ্র পরিবারের সন্তান, পরিবারের একমাত্র উপার্যনকারী আব্দুল করিম ভাঙ্গা পায়ের যন্ত্রণা নিয়ে আর্তচিৎকার করছে। কান্না জড়িত কন্ঠে মা আয়শা বেগম জানান, তিনি বিভিন্ন বাড়ীতে ঝিয়ের কাজ করে পরিবার চালান। পুত্র আব্দুল করিম সড়কের বাজারে শফিক বিরিয়ানী হাউজে ৪ হাজার টাকা বেতনে চাকরী করত। তার ছেলেকে খারাপ উদ্দেশ্যে ফুসলিয়ে রিক্সা চালক রুফুল আহমদ ও ইউপি সদস্য হারিছ নোমানী এ ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে পুত্রের চিকিৎসা করতে ২২ হাজার টাকা খরছ হয়েছে। সুস্থ হতে লক্ষ খানেক টাকা দরকার। অথচ পুরো ঘটনাটি ধামাচাপা দিতে দুর্ঘটনার আশ্রয় নিয়ে বলৎকারীদের চেষ্টাকারীরা আব্দুল করিমের চিকিৎসার জন্য ১১ হাজার টাকা দিয়ে কোন খোঁজ খবর বর্তমানে নিচ্ছে না। থানায় মামলা এমনকি প্রকৃত ঘটনাটি কাউকে না বলার জন্য একটি চক্র আয়শা বেগমকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে তিনি জানান। মামলা করলে বসত ঘর জ্বালিয়ে দেওয়া সহ ক্ষতি সাধনের স্বীকার হবেন বলে ভয়ে জীবন যাপন করছেন। গুরুতর আহত শিশু আব্দুল করিম কাতর কন্ঠে বলে রিক্সা চালক রুফুল আহমদ ও হারিছ নোমানী তাকে খারাপ কাজ করার জন্য ধস্তাধস্তি শুরু করলে সে ইজ্জত বাঁচাতে রিক্সা থেকে লাফ দিতে গিয়ে রিক্সার নিচে চাপা পড়ে পা ভেঙ্গে যায়। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছে সে। স্থানীয় এলাকাবাসী অনুসন্ধান পূর্বক পঙ্গুত্বের দিকে দাবিত আব্দুল করিমের উপর পাশবিক নির্যাতনের চেষ্টাকারী রুফুল ও হারিছ নোমানীর বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ইউপি সদস্য হারিছ নোমানীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন ঘটনার দিন তিনি রুফুল আহমদের ব্যাটারি চালিত রিক্সায় ঈদগাহ মাদ্রাসার সামনে থেকে বাংলা বাজারে আসার উদ্দেশ্যে ৫০ টাকা ভাড়ায় রিক্সায় ওঠেন। রিক্সাটি দোয়ারীমাটি ব্রিজের পাশে আসা মাত্র উল্টে গিয়ে হোটেল কর্মচারী আব্দুল করিমের পা ভেঙ্গে যায়। তার মান স¤œান ক্ষুন্ন করার জন্য একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি আরোও বলেন বিগত ইউপি নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত নজরুল ইসলাম ষড়যন্ত্র মূলক ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আহত আব্দুল করিমের পরিবারের সাথে যোগ সাজশ করে তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অনেক ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। রিক্সা চালক রুফুল আহমদকে সরেজমিনে এলাকায় গিয়ে খুঁজে পাওয়া যায় নি।
দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে ১৮ কোটি টাকা বরাদ্দ

দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক সংস্কারে ১৮ কোটি টাকা বরাদ্দ


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সড়ক-মহাসড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সিলেটের সড়ক-মহাসড়কগুলোর কার্পেটিং, ইটের খোয়া, পাথর ও বিটুমিন উঠে স্থানে স্থানে তৈরি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও দেখা যায় বিশাল গর্তের। পুকুর সদৃশ্য এসব গর্তে সবসময় জমে থাকে বৃষ্টির পানি। সড়কের পিচ উঠে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে সড়কগুলোতে ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। এসব সড়ক-মহাসড়কে চলাচলে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তবে সু-খবর হলো, ভাঙাচোরা এসব সড়ক-মহাসড়ক ৮৫ কোটি ৩৬ লাখ টাকায় সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। আগামী ডিসেম্বরেই ভাঙাচোরা এসব সড়কের সংস্কার কাজ শুরু হবে বলেও সওজ সিলেট সুত্রে জানা গেছে। যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, সিলেট জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের বেহাল দশা। অধিকাংশ স্থানই যানবাহন চলাচলের অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়কের অংশবিশেষ দেবে গিয়ে কার্পেটিং উঠে বিপজ্জনক অবস্থা তৈরি হয়েছে। গর্তে প্রায়ই ট্রাক বা বাসের চাকা আটকা পড়ে। তখন সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় সিলেটের বিভিন্ন পর্যটন স্পট দেখতে আসা দেশ-বিদেশের দর্শনার্থীরাও পড়েন বেকায়দায়। কোনো কোনো অংশের প্রায় পুরো সড়কেই ফাটল রয়েছে। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের অবস্থা তো আরো নাজুক। কোথাও কোথাও ভাঙাচোরা সড়ক অতিক্রম করার সময় যানবাহন বিকল হয়ে পড়ে। ফলে যাত্রী থেকে শুরু করে পরিবহন শ্রমিকসহ সবাই পড়েন মহা বিপাকে। সওজ সিলেট সূত্রে জানা যায়, সিলেট জেলায় সওজ‘র নিয়ন্ত্রণে ৫‘শ ৫০ কিলোমিটার পাকা সড়ক-মহাসড়ক আছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এরমধ্যে ৯৮.৬১ কিলোমিটার সড়ক-মহাসড়কের বেহাল দশা। যদিও পরিবহন শ্রমিক এবং যাত্রীদের মতে ভাঙাচোরা সড়কের পরিমান আরো বেশী। সড়কগুলো প্রায়ই যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই গত ৮ই সেপ্টেম্বর সিলেট সড়ক বিভাগের পক্ষ থেকে এসব ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের জন্য নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রস্তাব সড়ক-মহাসড়ক অধিদপ্তরের ঢাকা অফিসে পাঠানো হয়। পরে সড়ক-মহাসড়ক অধিদপ্তর প্রস্তাবটি যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় যাচাই বাচাই করে চলতি মাসের শুরুর দিকে ভাঙাচোরা ৯৮.৬১ কিলোমিটার সড়ক-মহাসড়ক সংস্কারের জন্য ৮৫ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ করেছেন। সংস্কারের উদ্যোগ নেওয়া সড়ক-মহাসড়কগুলোর মধ্যে সিলেট-শেরপুর সড়কের ৭ কিলোমিটার সংস্কারের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের ১৬ কিলোমিটার সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়কের ১৫ কিলোমিটার সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ৯ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের ৮.২ কিলোমিটার সংস্কারের জন্য ৭ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট-শাহপরান বাইপাস সড়কের ১০ কিলোমিটার সংস্কারের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাদেশ্বর-মীরগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কের ৭.৯ কিলোমিটার সংস্কারের জন্য ৫ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রশিদপুর-বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের ৭ কিলোমিটার সংস্কারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভাদেশ্বর-সুতারকান্দি সড়কের ১.৮ কিলোমিটার সংস্কারের জন্য সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ১৯.২১ কিলোমিটার সড়কের জন্য ১২ কোটি, সিলেট-সুনামগঞ্জ বাইপাস (অতিরবাড়ি থেকে তেমুখি পর্যন্ত) মহাসড়কের সাড়ে ছয় (৬.৫) কিলোমিটারের জন্য ১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা প্রক্রিয়াধীন। চলতি মাসেই এ দু‘টি সড়ক সংস্কারের টাকা বরাদ্দ হয়ে যাবে বলে জানায় সওজ সিলেট সুত্র। সওজ সিলেট সুত্র আরো জানায়, এসব সড়ক-মহাসড়কের অনেকগুলোরই টেন্ডার হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ), সড়ক বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম এর সত্যতা স্বীকার করে উত্তরপূর্বকে বলেন, আমাদের পাঠানো প্রস্তাব যাচাই-বাচাই করে যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক-মহাসড়ক অধিদপ্তর, সওজ সিলেট জেলার অধিনস্থ ৬ টি সড়ক সংস্কারের জন্য ৪৫ কোটি ৪৪ লাখ বরাদ্দ দিয়েছেন। দু‘টি সড়ক সংস্কারের জন্য জেলা উন্নয়ন প্রকল্পের আওতায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরো দু‘টি সড়কের সংস্কারের জন্য ১৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে যা প্রক্রিয়াধীন। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি ডিসেম্বরের মধ্যে এসব সড়কের সংস্কার কাজ শুরু করা যাবে। সূত্র:-দৈনিক উত্তরপূর্ব

Thursday, October 15

 আইপিইউ অধিবেশনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন হুইপ সেলিম

আইপিইউ অধিবেশনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন হুইপ সেলিম


সিলেট, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫ :: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৩তম অধিবেশনে যোগ দিতে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যাচ্ছেন বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনসহ ১২জন এমপি এবং একজন সিনিয়র সচিব নিয়ে গঠিত ১৮ সদস্যের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি এবং ডেপুটি স্পীকার ফজলে রাব্বি মিয়া। বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি জানিয়েছেন আগামী ১৭-২১ অক্টোবর সফরকালীন সময়ে তার নির্বাচনী এলাকা সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের জরুরী যে কোন প্রয়োজনে ভাইবার, হোয়াটসএ্যাপ, ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও তার একান্ত সহকারী মো: রুহুল আমিনের সাথে যোগাযোগ করতে পারবেন। তিনি তার নিরাপদ যাত্রায় নির্বাচনী এলাকাসহ সিলেটের সর্বস্তরের জনগনের কাছে দোয়া কামনা করেন। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি এবং হুইপ সেলিম উদ্দিন এমপি আগামী ২২ তারিখ সুইজারল্যান্ড থেকে যুক্তরাজ্য যাবেন। আগামী ৫ নভেম্বর তাদের যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

Wednesday, October 14

কানাইঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করলেন সেলিম উদ্দিন এমপি

কানাইঘাটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করলেন সেলিম উদ্দিন এমপি


নিজস্ব প্রতিবেদক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ জাপার কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, অতীতে কানাইঘাট-জকিগঞ্জের যত উন্নয়ন মূলক কর্মকান্ড হয়েছে তা জাতীয় পার্টির মাধ্যমে হয়েছে। ইনশাআল্লাহ অচীরেই কানাইঘাট বাসীর সকল গুরুত্বপূর্ণ মৌলিক দাবী ধাওয়া বাস্তবায়ন হবে। চলমান বিদ্যুতায়ন, রাস্তাঘাট, কার্লভাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতা জবাব দিহীতার মাধ্যমে বাস্তবায়নের জন্য তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সেলিম উদ্দিন এমপি গত মঙ্গলবার পৃথক ভাবে এলজিইডি’র অর্থায়নে ১ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট বড়চতুল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং হারাতৈল উপর বড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। হারাতৈল উপড় বড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও জাপা নেতা সমাজকর্মী কিউএম ফররুখ আহমদ ফারুকের পরিচালনায় সন্ধ্যা ৭টায় স্কুল মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহসভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রহিম,
জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, উপজেলা জাপা নেতা আলা উদ্দিন মামুন, বাবুল আহমদ, শামীম আহমদ। বক্তব্য রাখেন, আজিজুর রহমান মখই মেম্বার সমাজসেবী আয়ুব আলী, আব্দুস সামাদ, হাজী আব্দুল খালিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আফতাব উদ্দিন, মঈন উদ্দিন, মুশাহীদ আলী, বাবুল আহমদ, আবুল হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা জাহেদা আক্তার শিরিন, আব্দুল্লাহ, লিয়াকত আলী, নিজাম উদ্দিন সহ জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সূধী সমাবেশে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার স্বার্থে জাপা মনোনীত প্রার্থীদের নির্বাচিত করার জন্য সেলিম উদ্দিন এমপি কানাইঘাটবাসীর প্রতি আহ্বান জানান এবং ৫নং বড়চতুল ইউপির নির্বাচনে জাপা মনোনীত সম্ভাব্য প্রার্থী কিউএম ফররুখ আহমদ ফারুককে পরিচয় করিয়ে দেন। এছাড়া সেলিম উদ্দিন এমপি বেশ কয়েকটি উন্নয়ন মূলক কর্মকান্ডের শুভ উদ্বোধন করেন।

Tuesday, October 13

শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাটে  আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত

শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাটে আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মত বিনিমিয় সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় পুলিশ, বিজিবি ও আনসার বিডিবির কর্মকর্তা ছাড়াও জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় শান্তি পূর্ণ উৎসব মুখর পরিবেশে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধের মাধ্যমে শারদীয় দূর্র্গা পূজা সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। কানাইঘাটে যুগ যুগ ধরে অত্যন্ত ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে শারদীয় দূর্গা পূজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপিত হচ্ছে বলে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান। সভায় বক্তব্য রাখেন, সিলেট উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মাস্টার সুদীপ্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দূর্গা কুমার দাস, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাক্তার মানিক মিয়া, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, পূজা উদ্যাপন পরিষদের নেতা বানু লাল দাস, শ্রী রিংকু চক্রবর্তী, ভজন লাল দাস প্রমুখ। সভায় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের নিরাপত্তা সহ একাধিক ট্রাইকিং ফোর্স উপজেলায় ৩৩টি পূজা মন্ডপে নিয়োজিত থাকবে বলে উত্তর সার্কেলের এএসপি ধীরেন্দ্র মহাপাত্র জানান।
জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির মৃত্যুতে সেলিম উদ্দিন এমপির শোকপ্রকাশ

জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতির মৃত্যুতে সেলিম উদ্দিন এমপির শোকপ্রকাশ


সিলেট, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০১৫ :: সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এবং সমাজসেবী শিক্ষানুরাগী মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন এমপি। এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, মাহবুবুর রহমান ছিলেন জাতীয় পার্টির একজন একনিষ্ট কর্মী। তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন এরশাদ প্রেমিককে হারালো। তার মৃতুতে জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য যে- মাহবুবুর রহমান মঙ্গলবার সন্ধা ৭টায় ইন্তেকাল করেন। মরহুমের ১ম জানাযা সকাল ১০টায় জকিগঞ্জ কাজলসার ইউনিয়নের জামুরাইল ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে এবং ২য় জানাযা বাদ জোহর সিলেট শাহপরান (রহ.) মাজার প্রঙ্গনে অনুষ্টিত হবে।
 ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পুর্নমিলনীঃ প্রবাসীদের ঐক্যের মিলনমেলা

ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির ঈদ পুর্নমিলনীঃ প্রবাসীদের ঐক্যের মিলনমেলা


দেলওয়ার হোসেন সেলিম, প্যারিস (ফ্রান্স) থেকেঃ প্রবাসে কর্ম ব্যাস্ততার কারণে ঈদের দিন এক সাথে জড়ো হয়ে আনন্দ আড্ডা না দিতে পারলেও সপ্তাহের ছুটির দিন ১১ অক্টোবর রবিবার ফ্রান্সে কানাইঘাট প্রবাসী কল্যাণ সমিতির উদ্দোগে অনুষ্ঠিত হয় ঈদ পুর্নমিলনী, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠান । প্যারিসের গারে দু নর্দের রয়্যাল ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে শত ব্যাস্ততা এবং বহু প্রতিকুলতার মাঝেও বিপুল সংখ্যক প্রবাসীর সমাগম ঘটে। ফ্রান্সের বিভিন্ন এলাকায় বসবাসরত সিলেটের কানাইঘাট উপজেলাবাসীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণে ঐক্যের মিলন মেলায় পরিণত হয়েছিল সেদিন। বহু সংখ্যক প্রবাসীর উপস্থিতির কারণে অনেক চেনা পরিচিতদের সাথে সাক্ষাতের সুযোগ হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শামীম উদ্দিন ফারুক। সাবেক যুগ্ম সেক্রেটারি আলকাছ উদ্দিন বুলবুলের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন, উপদেষ্টা মঈন খান, আব্দুল মুক্তাদির আম্বিয়া, হারিছ উদ্দিন, সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, মহি উদ্দিন সুহেল, সইফ উল্লাহ, নুরুল ইসলাম চৌধুরী শাহীন, আব্দুল হালিম, হাফিজ মঈন উদ্দিন, জিয়াউর রহমান, আবু সাঈদ, বিপুল দাস বেবুল , কুতুব উদ্দিন, ইবরাহিম আলী, শরফ উদ্দিন, সুয়েব আহমদ ,সালাউদ্দিন পারভেজে, মিনহাজ উদ্দিন, কামাল উদ্দিন মিলন, রাশিদুজ্জামান, , সুহাদ হাসান, কামরুল, কিবরিয়া রহমান, মহি উদ্দিন কাওসার প্রমুখ।শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নজরুল ইসলাম। এছাড়া, যাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানমালা উপভোগ্য হয়ে ওঠে তারা হলেন; দিদারুল আলম দিদার, রশীদ খান, আনোয়ার হোসেন, মতিউল বারী চৌধুরী, লুৎফুর রহমান, ফারুক খান, শামীম চৌধুরী, মাসুক আহমদ, ফারুক আহমদ, রুহুল আম্বিয়া, কবির উদ্দিন, মুজিবুর রহমান, জামাল উদ্দিন, আক্তার হোসেন, আছাদুজ্জজামন দুদু, বাবুল হোসেন, নুরুল ইসলাম, রহিম উদ্দিন, ডালিম আহমদ, আলিম উদ্দিন, ফয়সল আহমদ, আব্দুর রহমান, জাকির হোসেন, ইকবাল আহমদ, শিমুল দাস, রশিদুজ্জামান, আম্বিয়া আহমদ, প্রজল কান্তি দাস, সোহেল আহমদ, শাহাব, এনাম আহমদ, আফজল চৌধুরী, মাবরুক উদ্দিন প্রমুখ।খাসির মাংস দিয়ে দেশীয় স্বাদের আখনি খেয়ে অংশ গ্রহণকারীরা তৃপ্তি র ঢেকুর তুলেন। কানাইঘাট সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের অনুষ্ঠানটি কেবল খাওয়া দাওয়া আর মুখরোচক আলাপ আলোচনায় কিংবা সেলফি তোলার মধ্যে সীমাবদ্ধ ছিলো না! অনুষ্ঠানে সর্ব সন্মতিক্রমে ২০১০ সালে প্রতিষ্ঠিত ফ্রান্সের সরকারি অনুমোদিত এই সমিতির সকল কার্যক্রম গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমন্ত্রিত উপদেষ্টাগণ সমিতির সকল সদস্যদেরকে জন্ম ভুমি কানাইঘাটের ঐতিহ্য, একতা ও সমপ্রিতি বজায় রাখা সহ সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহবান জানিয়েছেন।

Thursday, October 8

কানাইঘাটে মাওঃ উবায়দুল্লাহ ফারুক

কানাইঘাটে মাওঃ উবায়দুল্লাহ ফারুক


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাওঃ উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশে বর্তমানে কোন নির্বাচিত সরকার নেই। বিনদেশীরাই এ দেশ পরিচালনা করছে। ইসলামী মূল্যবোধ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। তিনি আরো বলেন, দেশে আজ মানুষের জান মালের নিরাপত্তা নেই। দেশ জুড়ে চলছে খুন, খারাবি, ধর্ষণ, রাহাজানি, হাইজ্যাকের মতো ন্যাক্কার জনক ঘটনা। অপ সংস্কৃতির অশুভ সয়লাভে যুব সমাজ ধ্বংসের দারপ্রান্তে। আলিম উলামাদের জঙ্গী আখ্যায়িত করে বিদেশীদের খুশি করার জন্য জঘন্য নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে এ সরকার। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাওঃ উবায়দুল্লাহ ফারুক গত বৃহস্পতিবার বিকেল ৩টায় গাছবাড়ী বাজারস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাধারণ সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজালী, কানাইঘাট উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাওঃ নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান। প্রধান বক্তারা বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মুফতি এহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ চৌধুরী, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহি উদ্দিন, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।