Sunday, November 29

আদালতের হাজতখানা থেকে আসামির পলায়ন

আদালতের হাজতখানা থেকে আসামির পলায়ন

কানাইঘাট নিউজ ডেস্ক:: কাফরুলের ব্যবসায়ী ফারুক হোসেন হত্যা মামলার আসামি সাবেক উপ-পরিদর্শক রেজাউল করিম আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছেন।

রোববার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, জজ আদালতের হাজতখানা থেকে একজন আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গত ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় আসামি উপ-পরিদর্শক নুরুজ্জামান ও সোর্স রতন কাফরুলের ভান্ডারি স্টিলের দোকান থেকে ফারুক হোসেনকে মামলা আছে বলে কাফরুল থানায় নিয়ে যায়।

সেদিন রাত ১১টায় বাদী থানায় গেলে থানাহাজতে তার ভাইয়ের চিৎকার শুনতে পান। পুলিশকে ম্যানেজ করে ভাইয়ের সঙ্গে দেখা করলে ফারুক আসামি এসআই নুরুজ্জামান ও সোর্স রতনকে ৫০ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিতে বলেন। টাকা না দিলে মেরে ফেলবে বলে জানান তিনি।

গত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারী ফারুককে কাফরুল থানার ৫৭(২)১২ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত আসামির শরীরে জখমের চিহ্ন দেখে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান।

২২ ফেব্রুয়ারী কারাগারে ফারুক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে কারা হাসপাতালে তার রক্তবমি হলে তাকে ২৮ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১টায় মারা যান ফারুক। 

এ ঘটনায় ২০১২ সালের ১৮ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা করেন ফারুকের বোন পারভীন হক। পরে ৬ নভেম্বর আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলাটি তদন্ত শেষে গত ১ মার্চ সিআইডি পুলিশের পরিদর্শক মাজহারুল হক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়