ঢাকা: রাজধানীর উত্তরায় রাজলক্ষীর বিপরীত পাশে নির্মাণাধীন সাততলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার সময় এমন ঘটনা ঘটেছে।
ঘটনায় মৃত মশিউর রহমানের (২২) গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
তার সহকর্মী রহিম উদ্দিন জানান, আজ (বৃহস্পতিবার) বিকেলে সাততলায় কাজ করার সময় অসাবধানতা বশত সে নিচে পড়ে যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়