Thursday, April 30

ভূমিকম্পে বিধ্বস্ত নেপালবাসীর সহায়তায় ফেসবুক


তথ্য প্রযুক্তি ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত নেপালবাসীর সহায়তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম- ফেসবুক। ফেসবুক কর্তপক্ষ সূত্র উল্লেখ করে জি নিউজ জানায়, নেপালের সহায়তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'ডোনেশন বাটন' নামে নতুন একটি বাটন যোগ করা হয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা এ বাটনের মাধ্যমে নেপালকে বাঁচাতে পারবে বলে মনে করছেন ফেসবুক কর্তপক্ষ। নিউজ ফিডের একেবারে ওপরে ফেসবুক ব্যবহারকারীরা নতুন এক অপশন দেখতে পারবেন। এর মাধ্যমে নেপালে কর্মরত আন্তর্জাতিক মেডিক্যাল টিমকে সহায়তা পাঠানো যাবে। প্রায় ২৫ লাখ মানুষের আবাসস্থল কাঠমান্ডু ও এর আশপাশের উপত্যকার বাসিন্দারা শনিবার বেলা ১১টার দিকে রিখটার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্পটির কিছুক্ষণ পরই আবারো ৬.৪, গতকাল রোববার দুপুরে ৬.৭ এবং রাত ১০টার দিকে ৫.১ মাত্রার ভূমিকম্পের শিকার হন। এছাড়া দিনভর কম্পন তো ছিলই। আরো ধারাবাহিক কম্পনের আশঙ্কায় পথে রাত কাটাচ্ছে লাখ লাখ মানুষ। বিপর্যস্ত নেপালের প্রতি বিশ্বের ৩০টিরও বেশি দেশ, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া, ধারাবাহিক ভূমিকম্প ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সেসব সাহায্য সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে প্রতিনিয়ত বাড়ছে মানুষের হাহাকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়