Wednesday, March 4

কানাইঘাটে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে ১দিনের পুলিশি রিমান্ডের পর আদালতে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক: সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট সড়কের বাজার মানিকপুর এলাকায় ২০ দলীয় জোটের অনির্দিষ্ট কালের অবরোধ কর্মসূচীর শুরুতে দুর্বৃত্তরা দু’টি পিকআপ গাড়ীতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ বিএনপি ও জামায়াত শিবিরের বেশ কিছু নেতাকর্মীকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। ইতিমধ্যে উক্ত মামলায় বিএনপি ও জামায়াত শিবিরের অর্ধশতাধিকের মতো নেতাকর্মী পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাযতে রয়েছেন। সড়কের বাজার এলাকায় নাশকতামূলক কর্মকান্ড ও গাড়ী পুড়ানোর সাথে জড়িতদের সনাক্ত করতে সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল উদ্দিন বিশেষ ক্ষমতা আইনের এজাহার ভুক্ত আসামী কারা হাজত বাস ৮ জামায়াত শিবিরের নেতাকর্মীর ৫দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানান বিজ্ঞ আদালতে। গত সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামীদের আইনজীবিদের যুক্তি তর্ক শুনানীর পর বিজ্ঞ আদালত সড়কের বাজার এলাকার জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান, ফয়সল আহমদ, আফসর আহমদ, শফিকুর রহমান, শিবির নেতা ওমর ফারুক, শাহাব উদ্দিন, শামীম আহমদ ও এনাম উদ্দিনের ১ দিনের পুলিশি রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আসামীদের যথাযথ ভাবে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে সোপর্দ করার জন্য আদেশও দেন। গত মঙ্গলবার রিমান্ড প্রাপ্ত জামায়াত শিবিরের এ ৮ নেতাকর্মীকে কানাইঘাট থানায় পুলিশি হেফাজতে নিয়ে আসার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল উদ্দিন তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে গাড়ী পোড়ানো ও নাশকতা মূলক কর্মকান্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা দাবী করেছেন। তদন্তের স্বার্থে এই মুহুর্তে এ ব্যাপারে কিছু বলা যাবে না বলে পুলিশের এ কর্মকর্তা জানান। রিমান্ড শেষে আসামীদের আজ বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়