Thursday, July 31

কানাইঘাটে ৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি উদ্ধার ॥ গ্রেফতার ২

কানাইঘাটে ৯ লক্ষ টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি উদ্ধার ॥ গ্রেফতার ২

 নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ গত বুধবার এক অভিযান চালিয়ে বড়চতুল ইউপির মালিগ্রাম থেকে ৪২ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ ৮২ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রামস্থ কাজী বাড়ির আব্দুল করিমের  বসত ঘর থেকে বুধবার ভোর ৫টার সময় এসআই আতিকুল আলম, এসআই মিন্টু মিয়া ও এসআই শিপলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৪২ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার এবং বহনকারী দুইজনকে আটক করে। আটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র আজিজুর রহমান ও কানাইঘাট উপজেলার বড়বন্দ ১ম খন্ড গ্রামের মৃত আব্দুস সুবহানের পুত্র আব্দুল মালিক। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চোরা চালান দমন নিয়ন্ত্রণ আইনে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা  ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
 কানাইঘাট সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। গত বুধবার সাড়ে ৪টার দিকে কানাইঘাট বাজার সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার সম্মুখে সুরমা নদীতে এক ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। পরে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর উপস্থিতিতে পুলিশ অজ্ঞাতনামা চল্লিশোর্ধ্ব এ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় লোকজনের ধারণা ভাসমান লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। লাশটি উজান থেকে ভেসে আসে বলে লোকজন জানিয়েছে। অপর দিকে ঈদের দিন মঙ্গলবার কানাইঘাট সুরমা নদী দিয়ে অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির গলা কাঁটা লাশ ভেসে যেতে দেখেছেন নদী তীরবর্তী মানুষজন। তবে দুটি লাশেরই কোন পরিচয় পাওয়া যায়নি।
ফেসবুকে মন ভাল হয় না!

ফেসবুকে মন ভাল হয় না!


তথ্য প্রযুক্তি ডেস্ক: মন-মেজাজ খুব খারাপ, তাই না? ভাবছেন ফেসবুকে ঢুকে মনটা ভালো করবেন? কিন্তু মন ভালো করার জন্য ফেসবুকে না যেতেই পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ার গবেষকেরা। তারা বলছেন, মন খারাপের সময়টাতে কেউ ফেসবুকে যত সময় কাটাবেন মন তত বেশি খারাপ হতে থাকবে। এ সময় মনে হতে পারে শুধু শুধু ফেসবুকে সময় নষ্ট করছি। এটি মনের উদ্যমকে কমিয়ে দেবে। হাফিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৩০০ জন জার্মান ও ইংরেজ ফেসবুক ব্যবহারকারীকে নিয়ে কয়েকটি পরীক্ষা করেছেন। প্রথমে গবেষকেরা প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর কাছে জানতে চান, তারা কতক্ষণ ফেসবুক ব্যবহার করেন? গবেষকেরা এ সময় তাদের মানসিক অবস্থা কেমন তা পরীক্ষা করে দেখেন। পরে তাঁদের কয়েকটি দলে ভাগ করা হয়। একটি দলকে ২০ মিনিট ফেসবুক ব্যবহার করতে বলা হয়। তাঁদের নিউজ ফিড পড়া ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো কাজ করতে দেওয়া হয়। এ সময় পরীক্ষায় অংশ নেওয়া আরেকটি দলকে শুধু ওয়েব ব্রাউজারে সামাজিক যোগাযোগের সাইট ছাড়া অন্য কিছু ভিজিট করতে বলা হয়। তৃতীয় দলটিকে ইচ্ছামতো কাজ করার সুযোগ দেওয়া হয়। পরে তিনটি দলের অভিজ্ঞতার বিষয়টি পরীক্ষা করেন গবেষকেরা। গবেষকেরা দেখেছেন যে, ফেসবুক ব্যবহারের পরে তাঁদের নিজের সম্পর্কে অভিজ্ঞতা আরও খারাপ হয়েছে। কারণ, তাঁদের কাছে মনে হয়েছে ফেসবুক তাঁরা অযথাই ব্যবহার করেছেন। সময়ের সদ্ব্যবহার করেননি তাঁরা। প্রধান গবেষক ক্রিস্টিনা সাজিয়োগ্লো এ প্রসঙ্গে বলেন, কোনো কিছু করা যখন অর্থহীন মনে হয়, পরবর্তীতে তা মন-মেজাজ খারাপের কারণ হয়ে দাঁড়ায়। এর আগে, অন্য গবেষকেরা ফেসবুক নিয়ে যে গবেষণা করেছিলেন তাতে একাকিত্ব ও ঈর্ষার কারণ হিসেবে ফেসবুককে দায়ী করা হয়েছিল।

Monday, July 28

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পন্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পন্ন


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ অবশেষে শেষ করতে পেরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা সংকট আর বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আর এবারের আসরে নবাগত দল উত্তর বারিধারার ম্যাচের মধ্য দিয়ে লিগের ২৭ রাউন্ডের খেলা শেষ হল। এবার ফরম্যাটে বেশ কিছুটা পরিবর্তন করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রথমবারের মত প্রতি দলের তিন ফেসের লড়াই পদ্ধতি চালু করেছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ ঢাকার বাইরে আরো দুই ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার ভেন্যু ছিল গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম আর চট্টগ্রাম আবাহনীর ভেন্যু এম.এ.আজিজ স্টেডিয়াম। এছাড়াও ফেনী সকার ক্লাবের নিজেস্ব ভেন্যু ফেনীতে হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় ঢাকাতেই তাদের খেলতে হয়েছে। সারা বিশ্বে যখন ঘরোয়া লিগের খেলা শেষ, তখন বাংলাদেশে লিগের দ্বিতীয় ফেসের খেলা চলছে। ফিফা বিশ্বকাপের জন্য সব দেশে খেলা শেষ হলেও শুধু বাংলাদেশে খেলা চলেছে বিশ্বকাপের মাঝে। এছাড়াও এবাবের আসরের মাঝে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আইএফএ শিল্ড খেলতে শেখ জামালের কোলকাতায় অবস্থান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেলিব্রেটি কনসার্ট এর নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যাপক ক্ষতিগ্রস্থ ইত্যাদি কারণে ভেন্যু সংক্রান্ত জটিলতা, তারপর শেখ রাসেল এএফসি প্রেসিডেন্ট কাপ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করা এই সব নানা কারণে এবং বাফুফে কর্মকর্তাদের নানা গাফলতির কারণে এত বিলম্বিত ঘরোয়া লিগ শেষ হয়। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতোমধ্যে সমাপ্ত হলেও এখন পর্যন্ত সুপার কাপের সুনির্দিষ্ট সূচি দিতে পারেনি বাফুফে। ২৭ রাউন্ডের লিগ শেষে রেকর্ড ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর লিগ থেকে রেলিগেশন দল উত্তর বারিধারা ক্লাব। লিগ শেষে বারিধারার পয়েন্ট ২৭ ম্যাচে দুই জয়ে ১২। লিগের নিয়ম অনুযায়ী বারিধারাকে প্রথম বিভাগে নেমে যেত হল। প্রথমবার প্রিমিয়াওে এসেই এই দলটির এবার অবনমন। লিগের সর্বোচ্চ গোলদাতা চ্যাম্পিয়ন দলের ওয়েডসন। তিনি শেখ জামালের জার্সি গায়ে ২৬ গোল করেছেন। তবে অল্পের জন্য তিনি বাংলাদেশে লিগের সর্বোচ্চ গোলের রেকর্ডটা স্পর্শ করতে পারলেন না। বাংলাদেশের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ২৭ গোলের রেকর্ড সালাম মুর্শেদির। এছাড়া জামালের ডার্লিংটন করেছেন ২১ গোল, মুক্তিযোদ্ধার এমেকা ১৭, একই ক্লাবের সানডের ১৫ গোল। স্থানীয়দের মধ্যে মোহামেডানের ওয়াহেদ আহম্মেদ সবার উপরে রয়েছেন। তিনি করেছেন ১৫ গোল আর এক গোল কম করে শেখ রাসেলের মিঠুন চৌধুরীর ১৪ গোল। এক নজরে পয়েন্ট টেবিল: দলের নাম ম্যাচ জয় ড্র পরাজয় পয়েন্ট শেখ জামাল ২৭ ১৯ ০৭ ০১ ৬৪ আবাহনী ২৭ ১৪ ১০ ০৩ ৫২ মুক্তিযোদ্ধা ২৭ ১৪ ০৭ ০৬ ৪৯ মোহামেডান ২৭ ১২ ০৭ ০৬ ৫৪ ব্রাদার্স ২৭ ১০ ০৮ ০৯ ৩৮ শেখ রাসেল ২৭ ০৮ ০৮ ১১ ৩২ টিম বিজেএমসি ২৭ ০৮ ০৬ ১৩ ৩০ চট্টগ্রাম আবাহনী ২৭ ০৬ ০৭ ১৪ ২৫ সকার ক্লাব ২৭ ০২ ১২ ১৩ ১৮ বারিধারা ক্লাব ২৭ ০২ ০৬ ১৯ ১২
প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান

প্রস্তুত জাতীয় ঈদগা ময়দান

খালিদ সাইফুল্লাহ : আর মাত্র একদিন বাদেই ঈদ। আগামীকাল সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা দিলে মঙ্গলবার পালিত হবে ঈদুল ফিতর। নতুন পোশাক, মুখরোচক খাবার আর বর্ণিল সাজসজ্জায় দেশজুড়ে দিনটি পালন করা হয়। মুসলিম ধর্মাবলম্বীদের সবেচেয় বড় এ উৎসবকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এই আনন্দের দিন ধনী, গরিব ভেদাভেদ ভুলে ঈদের নামাজে এক কাতারে শামিল হবেন। রাজধানী ঢাকায় ঈদ উদযাপনের প্রধান কেন্দ্রে পরিণত হয় সুপ্রিমকোর্টসংলগ্ন জাতীয় ঈদগা মাঠ। সকাল ৮টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। এবার জাতীয় ঈদগা ময়দানে একসঙ্গে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এজন্য সব ধরনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মাঠের ভেতরে ৮৪ থেকে ৮৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্রপতিসহ ভিভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি নারীদের জন্য করা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। জাতীয় ঈদগা মাঠে নামাজের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ জামায়াতের জন্য সুসজ্জিত করে প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগা ময়দানকে। ইতিমধ্যে প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। মুসল্লিদের ঈদগা মাঠে প্রবেশের জন্য সুসজ্জিত গেট নির্মাণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটরের ম্যানেজার মোজাম্মেল হক জানান, প্রায় ২ লাখ ৫৯ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট জাতীয় ঈদগা ময়দানটি প্রস্তুত করতে গত ৫ রমজান থেকে কাজ করেছে ৮০ জন শ্রমিক। তিনি জানান, পুরো মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি এবং ওপর দিয়ে ত্রিপল টাঙানোর কাজ সম্পন্ন হয়েছে। বৃষ্টিতে যাতে সমস্যা না হয়, সে জন্য ওপরে দেওয়া হয়েছে মোটা ত্রিপলের ছাউনি। পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। এ ছাড়া, মাঠের বাইরের অংশে নতুন করে চুনকাম করা হয়েছে। এখন নামাজের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগা। জাতীয় ঈদগার সার্বিক বিষয়গুলো দেখাশোনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মুসল্লিদের সুবিধার্থে ৪৭০টি সিলিং ফ্যান ও ৪৬৪টি বাতি লাগানো হয়েছে। ঈদগা মাঠের পূর্বপাশে থাকছে পানি ও অজুখানার ব্যবস্থা। অজুখানায় একসঙ্গে ১৬০ জন নারী ও পুরুষ মুসল্লি অজু করতে পারবেন। এ ছাড়া জাতীয় ঈদগায় নারীদের ঈদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়েছে। কূটনৈতিক মিশনের সদস্য ও তাদের স্ত্রীদের নামাজের জন্য করা হয়েছে আলাদা ব্যবস্থা। ঢাকা সিটি কর্পোরেশন (দক্ষিণ) সূত্র জানায়, আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে মুসল্লিদের অজুর পানি সরবরাহ ও ব্যবহারিত পানি অপসারণের ব্যবস্থা করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে কোর্ট চত্বর এবং গৃহায়ন ও গণপূর্ত অধিদফতরের খালি জায়গায়। কদম ফোয়ারার সামনের প্রধান ফটকসহ চারটি পথে মুসল্লিরা ঈদগা ময়দানে প্রবেশ করবেন। এর মধ্যে একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ মুসল্লিদের জন্য আর একটি ফটক থাকবে নারীদের প্রবেশের জন্য। ফটক থেকে প্যান্ডেল পর্যন্ত যাওয়ার পথেও থাকছে ছাউনি। ঈদগা ময়দানের চারপাশ জুড়ে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ঈদগাহ ময়দানজুড়ে সার্বিক নিরাপত্তা বলায় গড়ে তুলবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ইতোমধ্যেই ঈদগাহ মাঠের চারপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, যা দিয়ে সারাক্ষণ পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ


কানিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের পাশাপাশি মার্কিন নাগরিকদের লিবিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে সেখানে যুক্তরাষ্ট্রের দূতাবাসটি বন্ধ করে দেওয়া হল। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ জানান, ত্রিপোলিতে মার্কিন দূতাবাসে আগে থেকেই লোকবল সীমিত ছিল। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের আজ শনিবার ভোরে তিউনিশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় তৎকালীন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হয়। -
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা খালেদা জিয়ার

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা খালেদা জিয়ার

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচছা ও মোবারকবাদ জানিয়েছেন। বাণীতে খালেদা জিয়া বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন-মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল ফিতর। আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সব ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরে আন্তরিক ভাতৃত্ববোধ। এদিন ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সমপ্রীতির চেতনা দান করে ঈদুল ফিতর। তাই এ উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে। খালেদা জিয়া বলেন, ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌঁছে দেয়, তা হচ্ছে- ‘সকলের তরে সকলে আমরা’। এ মর্মবাণী সামাজিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর অসাম্যকে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এ প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।
খালেদা-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

খালেদা-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে পৃথকভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিকেল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। খালেদা জিয়ার একান্ত সহকারী শিমুল বিশ্বাস শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন বলেও জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা দুপুরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসায় ঈদ কার্ড পৌঁছে দেন। রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ কার্ড গ্রহণ করেন বলে প্রেস সচিব জানান। এর আগে শনিবার খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাবার্তা পাঠানো হয়। ওই দিন সকাল ১১ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে পাঠানো হয় ঈদ কার্ডটি। খালেদা জিয়ার পক্ষে সেটি পৌঁছে দেন বিএনপির দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এবং আসাদুল করিম শাহীন।
কানাইঘাটে জাপা নেতার উদ্যোগে দুঃস্থদের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ

কানাইঘাটে জাপা নেতার উদ্যোগে দুঃস্থদের মধ্যে শাড়ি, লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
 সৌদিআরব মক্কানগরী জাপার আহবায়ক ও কানাইঘাট ফেসবুক ফ্রেন্ডস ফোরামের চেয়ারম্যান বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত সমাজসেবী কিউএম ফররুখ আহমদ ফারুকের উদ্যোগে দরিদ্র দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকাল ২টায় স্থানীয় চতুল ঈদগাহ বাজার পরবর্তী কিউএম ফারুক আহমদের নিজ বাড়ী হারাতৈল উপর বড়াইগ্রামে এলাকার দুস্থদের মধ্যে শাড়ি, লুঙ্গি প্রদান  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা এডভোকেট আব্দুর রহিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।  কিউএম ফারুক বলেন, ঈদের আনন্দ সবার জন্য। আমরা যারা বিত্তবান তারা একটু সহযোগিতার হাত প্রসারিত করলে সমাজের দরিদ্র পীড়িত মানুষ ঈদের আনন্দ ভোগ করতে পারে। প্রতিবছর তার পক্ষ থেকে এধরণের মহতি কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Sunday, July 27

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের অনুরোধে ফিলিস্তিনের গাজায় ২৪ ঘণ্টার সাময়িক যুদ্ধ বিরতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। ইসরাইলি আগ্রাসনে গাজায় ১৯ দিনে নিহতের সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে । জাতিসংঘের সিনিয়র অফিসিয়ালের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এ সময়ে ফিলিস্তিন সৈন্যরা যদি শর্ত লংঘন করে তাহলে ফের হামলা শুরু হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল। গাজা সমস্যা নিয়ে শনিবার মধ্যরাত পর্যন্ত ক্যাবিনেট বৈঠক শেষে এ খবর জানানো হয়। অপরদিকে গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে বলে জানিয়েছে হামাস।
নতুন প্রেমে ম্যারাডোনা

নতুন প্রেমে ম্যারাডোনা


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার ডিয়াগো ম্যারোডোনা মানেই সব সময় অন্য কিছু। বিতর্ক যেন তার পিছু পিছ’ চলছে। ফের গোল করতে চলেছেন ম্যারাডোনা। খেলার ময়দানে ছেড়ে ৫৩ বছরের দিয়াগো ম্যারাডোনা এখন অনবরত প্রেম করেই চলছেন । বান্ধবী রোসিও অলিভার সবে প্রাক্তন হয়েছেন তার মাঝেই ফের প্রেমে পড়লেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার। ম্যারাডোনার নতুন প্রেমিকার নাম ইভা আমোদিয়ো । ২৫ বছরের স্বর্ণকেশী ইভা হলেন সাংবাদিকতার ছাত্রী। বুয়েনস আয়রসের এক নাইট ক্লাবে ম্যারাডোনার সঙ্গে অতি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইভা। এরপরেই জোর জল্পনা শুরু হয়। আর্জেন্টিনার সাংবাদিকরা দাবি করেন ইভার সঙ্গে বেশ কয়েক দিন ধরেই ডিয়াগোকে দেখা যাচ্ছে। এক সাংবাদিক এমনও লেখেন, রোসিও যেভাবে ম্যারাডোনাকে আঘাত করেছেন, তাতে নতুন প্রেম অবশ্যই দরকার ছিল ওর। কারণ ম্যারাডোনা এমন একজন আবেগপ্রবণ মানুষ যিনি প্রেম ছাড়া বাঁচতে পারবেন না। অবশ্য ইভা নিজের ওয়েবসাইটে ওইরকম ছবি পোস্ট করার পর লিখেছেন, উনি একজন অসাধারণ মানুষ। তবে ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছাড়া বিশেষ কিছু নেই। নিজের ওয়েবসাইটে এক জায়গায় ইভা এমনও লিখেছেন নিজের বাবার বয়সী লোকের সঙ্গে প্রেম করার ইচ্ছা তার নেই। তবে এতে জল্পনা কমছে না। কারণ ম্যারাডোনার আগের দুজন প্রেমিকার বয়সও তার চেয়ে বেশ কমই ছিল। আগের প্রেমিকা রোসিওর বয়স ছিল ২২। এই সম্পর্ক যদি সত্যি হয় তাহলে সরকারিভাবে ইভা হবেন ম্যারাডোনার চতুর্থ বান্ধবী। 1578012_3_jpg799bad5a3b514f096e69bbc4a7896cd9 প্রাক্তন বান্ধবীর বিরুদ্ধে দুবাইয়ের বাড়ি থেকে বহু মূল্যবান ঘড়ি, অলংকার, হীরের দুল চুরির অভিযোগই করে ছিলেন ম্যারাডোনা। যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অলিভাকে। রোসিও পাল্টা অভিযোগ করে বলেছিলেন, ম্যারাডোনাই তাকে ফাঁসিয়েছেন। ২২ বছরের রোসিও ম্যারাডোনার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের পাল্টা অভিযোগ এনেছিলেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার দাভিদ ডি গিয়ার সঙ্গে রোসিওর ঘনিষ্ঠতা জেরে ম্যারাডোনার সঙ্গে এই বিবাদ শুরু হয়েছিল। এখন দেখা যাক নতুন প্রেম কতদিন টেকে নাকি এটাকে রেখেই অন্য আরেকজনের দিকে ধাবিত হবেন চির প্রেমিক ম্যারাডোনা।
শিগগিরই দেশে ফিরছেন তারেক

শিগগিরই দেশে ফিরছেন তারেক

কানিউজ ডেস্ক : শিগগিরিই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সৌদি আরবে পবিত্র উমরাহ পালনের পর লন্ডনে ফিরে যাওয়ার সময় গতকাল শনিবার দেশটির জেদ্দা বিমানবন্দরে কান্নারত মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিদায় জানাতে আসা উপস্থিত কয়েকশ’ নেতাকর্মীকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি নিজেও কেঁদে ফেলেন। তারেক বলেন, আর কান্না নয়, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে লড়াই করতে হবে। কাঁদতে হবে না, শিগগিরই দেশে ফিরব। উল্লেখ্য, ২০১১ সালে খালেদা জিয়ার যুক্তরাজ্য সফরের পর চলতি বছরের ১৯ জুলাই দুবাই বিমানবন্দরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। মদীনা ও মক্কায় তারা একসঙ্গে ইবাদত-বন্দেগী করেন।
হাজার বছরের চেয়েও বেশি পুণ্যময় রাত আজ

হাজার বছরের চেয়েও বেশি পুণ্যময় রাত আজ


কানিউজ ডেস্ক: আজ শুক্রবার ২৬ রমজান দিবাগত রাতে হাজার বছরের চেয়ে বেশি পুণ্যময় পবিত্র শবেকদর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র শবেকদর মহিমান্বিত একটি রাত। এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। এবার জুমাতুল বিদার রাতেই পবিত্র শবেকদর পালিত হচ্ছে। সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবেকদরের ফজিলত অতুলনীয়। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘আল কদর’ নামে একটি সুরাও অবতীর্ণ হয়। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের ন্যায় বাংলাদেশের মুসলমানগণ নিজেদের গুনাহ মাফ ও অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার করে মোনাজাদের মধ্য দিয়ে রাত অতিবাহিত করবেন। পবিত্র শবেকদর উপলক্ষে সকল মসজিদে মসজিদে ওয়াজ, মিলাদ, দোয়া দরুদ, জিকির আজকার, নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্র এই রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করবেন। ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবেকদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্য রজনী। এ রজনী আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীর রজনী। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকারমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী বিশেষ ইবাদত বন্দেগী, ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরী মোনাজাতের আয়োজন করা হয়েছে। পবিত্রতম রজনী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনি। মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল-কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়। তিনি বলেন, সিয়াম সাধনার মাস রমজানের মহিমান্বিত রাত লাইলাতুল কদর। এই রাতে মানব জাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। শেখ হাসিনা বলেন, পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তাঁর অসীম রহমত, বরকত ও মাগফেরাত। তিনি এই পবিত্র রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ উপলক্ষে বাণী দিয়েছেন। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত আলোচনা, ইবাদত-বন্দেগিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত শবেকদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বেলা ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত পবিত্র কোরআনের ২৬তম প্যারার তাফসির, রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত পবিত্র কোরআনের ৩০ম প্যারার সংক্ষিপ্ত আলোচনা, রাত সাড়ে ১০টায় থেকে সাড়ে ১১টা পর্যন্ত শবেকদর : আলোচনা ও মিলাদ মাহফিল এবং রাত ১২ থেকে ৩টা পর্যন্ত কিয়ামুল রাইল (বিশেষ মোনাজাত)।
ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়

ইসলামের দৃষ্টিতে অপচয় ও অপব্যয়

স্টাফ রিপোর্টার: “আত্মীয়-স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় কর না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (সূরা বনি ইসরাইল : ২৬)” অপচয় ও অপব্যয় মানুষের মন্দ স্বভাবের অন্তর্ভুক্ত। সাধারণভাবে শব্দ দুটো একই অর্থবোধক মনে হলেও আসলে তা নয়। অপচয় হচ্ছে বৈধকাজে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। ইংরেজিতে বলে Misuse । আর অপব্যয় হচ্ছে অবৈধ কাজে ব্যয় করা। ইংরেজীতে বলে Wrongfull বা Imprudent-Spending । ইসলামে অপচয় ও অপব্যয় উভয়ই নিষিদ্ধ। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ কল্যাণ ধর্ম । তাই এতে অপচয় ও অপব্যয়ের মতো কৃপণতাও নিষিদ্ধ। কারণ কৃপণতাও মানুষের একটি মন্দ স্বভাব। বিশ্বাসঘাতকতা ও নির্দয়তার লক্ষণ। কোরআন মজিদ ও হাদীসে ক্ষুধার্তকে খাদ্যদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, অভাবগ্রস্তকে সাহায্য দান, অনাথ-ইয়াতীমদেরকে লালন-পালন, নিঃস্ব ব্যক্তির উপার্জনের ব্যবস্থা করা, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা মুসলিমদের কর্তব্য বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু কৃপণরা তা করে না। কৃপণতা মানুষকে আল্লাহ্ তাআলা তথা জান্নাত থেকে দূরে সরিয়ে শয়তান তথা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। শরিয়তের পরিভাষায় বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাকে ইসরাফ বা অপচয় বলে। আর অবৈধ কাজে ব্যয় করাকে তাবজির বা অপব্যয় বলে। ইসলামিক শরিয়তে এ দুটি বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে, আত্দীয়স্বজনকে তার হক দান কর এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় কর না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (সূরা বনি ইসরাইল : ২৬)। অন্য এক আয়াতে বলা হয়েছে এবং যখন তারা ব্যয় করে তখন তারা অপচয় করে না, কার্পণ্যও করে না। বরং তারা উভয়ের মাঝে মধ্যম পন্থা অবলম্বন করে (সূরা ফুরকান : ৬৭) মহান আল্লাহতায়ালা আরও বলেন- হে বনি আদম! প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা পরিধান করে নাও। খাও ও পান কর এবং অপচয় কর না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। (সূরা আরাফ : ৩১) অপচয় ও অপব্যয় সম্পর্কে হাদিস শরিফে বর্ণনা করা হয়েছে, হজরত জাবির (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কারও ঘরে একটি বিছানা তার জন্য, অপরটি তার স্ত্রীর জন্য, তৃতীয়টি তার মেহমানদের জন্য এবং চতুর্থটি শয়তানের জন্য। (সহিহ মুসলিম) হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত একদা নবী করিম (সা.) হজরত সা’দ (রা.)-এর কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন অজু করছিলেন। রাসূল (সা.) বললেন, হে সা’দ এই অপচয় কেন? সা’দ (রা.) বললেন, অজুর মধ্যেও কি অপচয় আছে? তিনি বললেন, হ্যাঁ তুমি প্রবহমান নদীর তীরেই থাক না কেন। (ইবনে মাজাহ) আমাদের প্রত্যেকের উচিত অপচয় ও অপব্যয় থেকে দূরে থাকা। আল্লাহর কাছে এ কামনা আল্লাহ যেন অপচয় ও অপব্যয় থেকে দূরে থাকার তৌফিক দেন। আমিন! ছুম্মা আমিন।

Saturday, July 26

সোমবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

সোমবার বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি


স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য আগামী ২৮ জুলাই সোমবার সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিনের সভায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বসবে চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
জকিগঞ্জ পৌরসভার মেয়রের মৃত্যুতে কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর শোক প্রকাশ

জকিগঞ্জ পৌরসভার মেয়রের মৃত্যুতে কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর শোক প্রকাশ

 নিজস্ব প্রতিবেদক:
জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র প্রবীণ ত্যাগী পরীক্ষিত আ’লীগ নেতা আনোয়ার হোসেন সোনা উল্লাহ দুরারোগ্য ব্যাধীতে আক্রন্ত হয়ে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করায় শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দধীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাংলাদেশ-কাতার চেম্বারস্ অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।
এক শোক বার্তায় তিনি বলেন, আনোয়ার হোসেন সোনা উল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আ’লীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে জকিগঞ্জ উপজেলার পাশাপাশি কানাইঘাটে দলের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে কাজ করে গিয়েছিলেন। পাশাপাশি তিনি একজন সফল সমাজসেবী, জনপ্রতিনিধি হিসেবে মানুষের হৃদয়েস্থান করে নিয়েছিলেন।
তার মৃত্যুতে আ’লীগ একজন সত্যিকার জনধরদী ও রাজনীতিবিদকে হারিয়েছেন তা সহজে পূরণ হওয়ার মতো নয়। তিনি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদানার পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

Friday, July 25

বেবী মওদুদ আর নেই

বেবী মওদুদ আর নেই

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এন মাহফুজা খাতুন বেবী মওদুদ আর নেই। বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
শুক্রবার দুপুরে রাজধনীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। তার বাবা আবদুল মওদুদ ছিলেন একজন বিচারপতি। আর মায়ের নাম হেদায়েতুন নেসা।
১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় জড়িত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।
মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার দিনগুলোতেই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।
১৯৭১ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার আগে ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি।
নব্বইয়ের দশকে যু্দ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও সোচ্চার ছিলেন বেবী মওদুদ।
নবম জাতীয় সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।
বেবি মওদুদেরমৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 আজ ইউরোপে পবিত্র শবে কদর

আজ ইউরোপে পবিত্র শবে কদর

কানিউজ ডেস্ক:আজ বৃহস্পতিবার  দিবাগত রাতে ইউরোপে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায় কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয় এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করেআল-কদরনামে একটি সূরাও অবতীর্ণ করা হয় রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয় মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের মুক্তির লক্ষ্যে সারা বিশ্বে আল-কুদস দিবস পালিত হয় ইসলামধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভববিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো স্পেনের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন পবিত্র এই রাতে  স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ইফতার মাহফিল সম্পন্ন

ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ইফতার মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
 ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে “অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত বুধবার বিকেল ৪টায় শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কানাইঘাট শাখা ব্যবস্থাপক মোঃ আইয়ূব আলীর সভাপতিত্বে শাখার স্পেশাল অফিসার ফয়ছল আহমদের উপস্থাপনায় উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান মোঃ ওমর ফারুক খাঁন। অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিংয়ের ওপর বক্তব্য রাখেন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক ড. ইব্রাহীম, মাওঃ জামিল আহমদ, সাহেব জাদা বায়মপুরী, ব্যাংকের সিলেট জোনের সিনিয়র প্রেসিডেন্ট মোঃ আশরাফ, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, ব্যাংকের কানাইঘাট শাখার সিনিয়র অফিসার আব্দুল ওয়াহিদ। পবিত্র কোরআনে পাক থেকে তেলোয়াত করেন সাইদুল ইসলাম। উক্ত ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ উমর ফারুক খান বলেন, ইসলামী ব্যাংক তার জন্ম লঘœ থেকে শরীয়াহ মোতাবেক পরিচালিত হয়ে আসছে। স্বচ্ছতা, জবাবদিহিতা সর্বোপরি গ্রাহকদের সর্বোত্তম সেবার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত, দারিদ্র বিমোচনে, জাকাত ফান্ড গঠন, প্রাকৃতিক দুর্যোগ সরকারের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনে ইসলামী ব্যাংক গ্রাহকদের আরো উন্নত মানের সেবা দিতে নানামুখী পরিকল্পনা হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Thursday, July 24

মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২ এ

মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২ এ

ডিনিউজ ডেস্ক: ইউএনডিপি’র বার্ষিক মানবসম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে।
এখন মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ৭৩, ভারতের ১৩৫ ও পাকিস্তানের অবস্থান ১৪৬তম স্থান।
আজ বৃহস্পতিবার ইউএনডিপির ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউডিপির প্রধান কার্যালয় জাপানের টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউএনডিপির রিপোর্টে আরো বলা হয়, মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম অবস্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় সুইজারল্যান্ড, চতুর্থ নেদারল্যান্ডস, পঞ্চম যুক্তরাষ্ট্র, ষষ্ঠ জার্মানি, সপ্তম নিউজিল্যান্ড, অষ্টম কানাডা, নবম সিঙ্গাপুর ও দশম অবস্থানে ডেনমার্ক।
- See more at: http://dnewsbd.com/2014/07/24/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/#sthash.2VvSNRoZ.dpuf
১১০ আরোহী নিয়ে আলজেরীয় বিমানটি নাইজার নদীতে ‌’বিধ্বস্ত’

১১০ আরোহী নিয়ে আলজেরীয় বিমানটি নাইজার নদীতে ‌’বিধ্বস্ত’

অনলাইন ডেস্ক: আলজেরিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ার আলজেরিয়ার বিমানটি আফ্রিকার নাইজার নদীতে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
বুর্কিনা ফাসোর রাজধানী অউগাদৌগৌ থেকে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে উড্ডয়নের ৫০ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটি এখন রীতিমতো নিখোঁজ।তবে বিমানটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা জানানি।তবে একটি সূত্র জানিয়েছে বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে আরোহীর সংখ্যা ১১০জন।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার দুপুরে এ খবর জানিয়েছে।
-
১২ বছর বয়সেই বাবা হলো ব্রিটিশ বালক

১২ বছর বয়সেই বাবা হলো ব্রিটিশ বালক

নিউজ ডেস্ক : ১২ বছরেই বাবা হলো ব্রিটিশ বালক সিন স্টুয়ার্ট। তার গার্ল ফ্রেন্ড তথা সদ্যোজাত ছেলের মায়ের নাম এম্মা। এম্মার বয়স ১৬ বছর। ১৬ বছরে মা হওয়ার নজির বিশ্বে ভুরি ভুরি। এর মধ্যেও নতুনত্বও কিছু নেই। কিন্তু ১২ বছর বয়সে বাবা হওয়া বিরলতম নজির। চিকিৎসাবিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়েছে এই ঘটনা। চিকিৎসকরা এখন স্টুয়ার্টের স্পার্ম নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। কারণ ১২ বছরের বালকের স্পার্মের ম্যাচিওরিটি লেভেল ও পেনিট্রেশন পাওয়ার সেই পর্যায়ে কখন ওই থাকে না যে একজন শিশু (কিশোরও নয়) হঠাৎ বাবা হতে পারে।
এম্মার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল বয়ফ্রেন্ড সিন স্টুয়ার্টের। তখন এম্মার বয়স ছিল ১৫। স্টুয়ার্টের ১১। তখনই গর্ভবতী হয় এম্মা। দুইজনের বাড়ি থেকেই কোনো আপত্তি জানানো হয়নি। তারা ব্রিটেনের গ্রামের বাসিন্দা। তার মানে স্টুয়ার্ট ১১ বছর বয়সে বাবা হয়। এই ঘটনাতেই তাজ্জব বনে যান চিকিৎসকরা। দুজনেই বেডফোর্ডশায়ারের শার্নব্রুক এলাকার বাসিন্দা। রিজেলে গ্রামে মার্গারেট বুফর্ট স্কুলে ক্লাস সেভেনে পড়ে স্টুয়ার্ট। শার্নব্রুক আপার স্কুলে ক্লাস টেনে পড়ে এম্মা। দুইজনেই যখন জানতে পারে যে তারা বাবা ও মা হতে চলেছে তখন ঘটনার গুরুত্ব তারা বুঝতেই পারেনি। বাড়ির লোক ও বন্ধুদের সাহায্য পেয়ে মনের জোরে এম্মা ১০টা মাস কাটিয়েছে। তারপর নর্মাল ডেলিভারি হয়। বাবা হওয়ার পর খুব খুশি স্টুয়ার্ট।
সরল হাসিতে জানিয়েছে, “আমার ছেলে! ব্যাপারটা বিশ্বাসই হয় না। ও আমার খুব ছোট্ট একটা বন্ধু।” এম্মা সরল মনে লাজুক হেসে প্রতিবেশীদের জানিয়েছে, যখন স্টুয়ার্টের সঙ্গে এক আত্মীয়দের বাড়িতে দেখা হয়েছিল তখনো জানতাম ও আমার চেয়ে ছোট। ওকে দেখেই আমার খুব ভালো লেগে গিয়েছিল। ও খুব কিউট। ঠিক আমার বেবির মতো। ও তো আমাকে বলেছিল ও আমারই বয়সী। আমিও তখন জানতাম না ও আমার চেয়ে এত ছোট। এখন আমরা একসঙ্গে তিনজন খুব খেলা করব। ওয়েবসাইট। - See more at: http://dnewsbd.com/2014/07/24/%e0%a7%a7%e0%a7%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf/#sthash.qBgO2Mma.dpuf
কি করবেন ফুড পয়জনিং হলে?

কি করবেন ফুড পয়জনিং হলে?


খালিদ সাইফুল্লাহ : ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া প্রতিটি পরিবারে এক ধরণের স্বাস্থ্য সমস্যা। এমন কোন মানুষ নেই যে এই সমস্যায় এক বা বহুবার আক্রান- হননি। সাধারণত পচা, বাসি খাবার, অস্বাস্থ্যকর খাবার বা জীবানুযুক্ত খাবার বা পানীয় আহার বা পান করলে ফুড পয়জনিং হতে পারে। এছাড়া শিশুদেরও একই ধরণের সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে খাবার হয়ত স্বাস্থ্য সম্মত থাকে। তবে যেসব পাত্রে পরিবেশন করা হয় সেসব পাত্র ভালো করে ধোয়া মোছা হয়না। ফলে জীবানুমুক্ত হয়না। এসব পাত্রে খাবার পরিবেশন করা হলেও ফুডপয়জনিং হতে পারে। বিভিন্ন ধরণের জীবানু দ্বারা ফুড পয়জনিং হতে পারে। তবে খাদ্যে বিষক্রিয়ার কারণ যাই হোক না কেন লক্ষণসমূহ মোটামোটি একই থাকে। ফুড পয়জনিং হলে সাধারানত পেটে ব্যথা, হজমে সমস্যা, ডায়রিয়া, বমি অনেক ক্ষেত্রে জ্বর হতে পারে। অনেক সময় ফুড পয়জনিং ও ডায়রিয়া আলাদা করা যায়না। তবে ফুড পয়জনিং হলে আমাদের যা করতে হবে, ১) এই ধরনের সমস্যা হলেই প্রথমেই ঘন্টা ২-৩ পানি এবং কোন ধরনের খাবার খাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিন। ২) ঘন্টা ২-৩ পর সোডা জাতীয় কিছু পানীয় খান। তবে সাধারনত যেভাবে এই জাতীয় পানীয় খান তার থেকে অন্যভাবে পাণ করতে হবে এই সময়। প্রথমে এই পানীয়তে ১-২টি বরফ দেবেন এবং প্রতিটি সিপে অল্প পরিমানে সোডা খান। একসঙ্গে বেশি মাত্রায় পানীয় খেলে সমস্যা কমার বদলে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ৩) অনেকক্ষন না খেয়ে থাকলে স্বাভাবিকভাবেই আপনার খিদে পাবে। এইসময় খিদে পেলে হালকা এবং তরল জাতীয় খাদ্য খাবেন। অর্থাৎ স্যুপ, ওট মিল এই জাতীয় হালকা কিন্তু স্বাস্থ্যকর খাদ্য এইসময়ের জন্য আদর্শ। ৪) যতক্ষন পর্যন্ত সুস্থ বোধ না করছেন, দুগ্ধজাতীয় খাদ্য একদম খাবেন না। দুগ্ধজাতীয় খাদ্য এই সময় খেলে অ্যাসিডিটি হয়ে ফুড পয়জনিং সাংঘাতিক রূপ নিতে পারে। ৫) এইসময়ে কোন ধরনের পেন কিলার বা ঐ জাতীয় ওষুধ একেবারেই খাবেন না। পেন কিলার জাতীয় ওষুধে যে ধরনের ড্রাগ থেকে তা খুবই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে আপনার শরীরে এই সময়। ৩) কাঁচা সবজি বা খাবারের থেকে রান্না করা খাবার নির্দিস্ট দূরত্বে রাখুন। কারণ কাঁচা খাবার থেকে জীবানু রান্না করা খাদ্যের সঙ্গে মিশে খাবারটি নষ্ট করে দিতে পারে। ৪) রান্না করার সময় স্বাভাবিক তাপমাত্রায় খাবার তৈরি করুন। অতিরিক্ত গরম তাপে রান্না করা বা অত্যধিকবার খাদ্য ফোটানো একদিকে যেমন খাদ্যগুন কমিয়ে দেয়। অন্যদিকে খাদ্যটি নষ্ট করে দিতে পারে যা থেকে ফুড পয়জনিং হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা থাকে।

Wednesday, July 23

সরকারীভাবে কানাইঘাট উপজেলা পরিষদের  উদ্যোগে কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

সরকারীভাবে কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
সরকারী ভাবে কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে প্রশাসনিক কার্যালয় ভবনের একটি কক্ষে কম্পিউটার ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ফিতা কেটে এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাফাকাত রিয়াজ, ট্রেনিং সেন্টারের উপজেলা টেকন্যাশিয়ান নজির আহমদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নূরসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে ল্যাব সেন্টারটি ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জানান, সরকারী কর্মকর্তা/কর্মচারীদের কম্পিউটার প্রশিণের মাধ্যমে সকল দপ্তরের কার্যক্রমকে ডিজিটালাইজ করার ল্েয এ ট্রেনিং সেন্টারটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার প্রশিণ নিতে আগ্রহী শিক্ষার্থীরা এখানে বিনামূল্যে ট্রেনিং গ্রহণ করতে পারবেন। 

কানাইঘাট উপজেলা পরিষদের প্রশাসনিক এরিয়ার  বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

কানাইঘাট উপজেলা পরিষদের প্রশাসনিক এরিয়ার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা পরিষদের প্রশাসনিক এরিয়াকে বৃক্ষরোপনের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের আওতায় আনার জন্য  উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রশংসনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাটে যোগদানের পর থেকে জনগণের জন্য নেওয়া সরকারের উপজেলা পর্যায়ের সকল ধরণের প্রশাসনিক সুযোগ-সুবিধা ও সেবামূলক কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়ন করার জন্য নানামুখী কর্মকান্ড গ্রহণ করায় ইতিমধ্যে জনগণ এর সুফল ভোগ করছেন। বৃরোপনে জনসাধারণকে উদ্বুদ্ধ করার অংশ হিসাবে ইতিমধ্যে উপজেলা প্রশাসনিক ভবন চত্বরের বিশাল মাঠ জুড়ে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া নানা প্রজাতির ফুলের বাগান গড়ে তুলেছেন। তার পাশাপাশি তিনি উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন সরকারী দপ্তরের খালি মাঠে বৃরোপন কর্মসূচির আওতায় উন্নতজাতের আম, কাঁঠাল, লিচু সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কার্যক্রম হাতে নিয়েছেন। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে উপজেলা প্রশাসনিক চত্বরে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা  তারেক মোহাম্মদ জাকারিয়া,  উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাফাকাত রিয়াজ, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমদসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সরকারী কর্মকর্তা ও কানাইঘাট প্রেসকাব নেতৃবৃন্দ। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সাথে কথা হলে তিনি বলেন, গাছপালা হচ্ছে আমাদের জীবন রাকারী পরম বন্ধু। সুস্থ, সুন্দর পরিবেশ রার মাধ্যমে বৃ আমাদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক ভাবে সাবলম্বী হতে সাহায্য করে। স্থানীয় জনসাধারণকে বৃরোপনে উদ্বুদ্ধ করার জন্য উপজেলার কেন্দ্রবিন্দু প্রশাসন এরিয়াকে সৌন্দর্য বর্ধনের আওতায় আনার জন্য মূলত এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

ধনীর তালিকায় ধোনী পঞ্চম লিওনেল মেসি দশম

ধনীর তালিকায় ধোনী পঞ্চম লিওনেল মেসি দশম

স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বিশ্বের জনপ্রিয় ম্যগাজিন ফোর্বস ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে বিশ্বের পঞ্চম ধনী ক্রীড়াবিদ হিসেবে মূল্যায়ন করেছে। ফোর্বসের তালিকায় ধোনীর রয়েছে ২১ মিলিয়ন ডলারের আর্থিক সম্পত্তি। তার সামনে অবস্থান করছেন রজার ফেদেরার, টাইগার উডস, লিবর্ন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা। এ রিপোর্টে বলা হয়, সুইস টেনিস তারকা ফেদেরার এবং আমেরিকান গলফার টাইগার উডসের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪৬ মিলিয়ন ডলার। ক্রীড়াবিদ হিসেবে যৌথভাবে তারা বিশ্বের শীর্ষ আর্থিক সম্পত্তির মালিক। বাস্কেটবল তারকা লিবর্ন জেমস রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তার সম্পত্তির মূল্য প্রায় ২৭ মিলিয়ন ডলার। রুশ টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা রয়েছে চার নম্বরে। তার সম্পত্তির আর্থিক মূল্য ২৩ মিলিয়ন ডলার। তালিকায় তিনে রয়েছে আরেক গলফার ফিল মিকেলসন। তার রয়েছে ২৫ মিলিয়ন ডলারের সম্পত্তি। ধোনীর আয় করা ২১ মিলিয়ন ডলারের পরে ২০ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় শীর্ষ ছয়ে রয়েছেন  দৌড়বিদ উসাইন বোল্ট। তার পরে ১৯ মিলিয়ন ডলার নিয়ে সাতে রয়েছে বাস্কেট বলের খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। আর আটে রয়েছে আরেক টেনিস তারকা চীনের লি না। তার আর্থিক সম্পত্তি ১৫ মিলিয়ন ডলার। তবে মজার ব্যাপার হল তালিকায় থাকা পরবর্তী দুজনই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৩ মিলিয়ন ডলার নিয়ে রয়েছে নয় নম্বরে। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রয়েছে শীর্ষ দশে। মেসির সম্পত্তির পরিমানও রোনালদোর সমান ১৩ মিলিয়ন ডলার। 
জেএসসি পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু

জেএসসি পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু


স্টাফ রিপোর্টার: জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ‘জুনিয়ার স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে। বোর্ডের ওয়েব সাইটেও (www.dhakaeducationboard.gov.bd) সূচি প্রকাশ করা হয়েছে।সব পরীক্ষাই হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর গণিত/সাধারণ গণিত পরীক্ষা হবে।
১০ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা পরীক্ষা।
১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, সংস্কৃত, পালি এবং ১৩ নভেম্বর চারু ও কারুকলা পরীক্ষা নেয়া হবে।
এছাড়া ১৬ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় বগুড়ার সাংসদ আহত, নিহত ১

সড়ক দুর্ঘটনায় বগুড়ার সাংসদ আহত, নিহত ১


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব আলী আহত হয়েছেন ও এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাংসদের স্ত্রীসহ ৫জন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী বলেন, সাংসদ আলতাব আলী, তার স্ত্রী হাসনা বানু ও তার আত্মীয় ও গৃহপরিচারিকা নিয়ে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জের কড্ডা এলাকায় পৌঁছালে তাদের বহন করা মাইক্রোবাসটির চাকা পামচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহপরিচারিকা আয়না খাতুন মারা যান। আহত হন সাংসদসহ ৫ জন।
তাইওয়ানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত;নিহত ৫১

তাইওয়ানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত;নিহত ৫১


ডিনিউজ ডেস্ক: তাইওয়ানে বুধবার যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৫১ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭ জন। সূত্র : এবিসি নিউজ।
দেশটির সিভিল এ্যাভিয়েশনের প্রশাসক বলেন, বিমানে ৫৪ জন যাত্রী ছিলো এবং ৪ জন ক্রু ছিলো। তবে কি কারণে এ জরুরি অবতরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লাইট জিই২২২ জরুরি অবতরণে ব্যর্থ হয় এবং এর পরপরই এটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে সিএনএ জানায়, ৫৮ জন যাত্রী নিয়ে তাইওয়ানের কোয়াসাং বিমানবন্দর থেকে দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি উড্ডয়ন করেছিল। দেশটির পশ্চিম উপকূলের প্রধান দ্বীপ প্যাঙ্গো আইল্যান্ডে বিমানটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়লে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।

ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: জাতিসংঘ

ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: জাতিসংঘ


কানিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় নারী ও শিশুদের হত্যা যুদ্ধপরাধ হিসেবে পরিগণিত ‘হতে পারে’ বলে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এটা যুদ্ধাপরাধ। এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।
তিনি বলেন, গাজা থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান আবারো জানান। তিনি বলেন, ইসরাইল দখলদার শক্তির মতো ব্যবহার করছে।
ইসরাইল গাজায় হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। হত্যা করছে শিশুদের। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জরুরি বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মত ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হামাসের রকেট ও মর্টার হামলার নিন্দা করেন।

শামীম হত্যাচেষ্টা: হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ

শামীম হত্যাচেষ্টা: হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ


স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ নির্দেশ দেন। ছয় দিনের রিমান্ড শেষে হান্নান ফিরোজকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের আবেদন করেন।
উল্লেখ্য,১৯ জুন রাজধানীর সাত মসজিদ রোডে মোটরসাইকেলে করে তিন যুবক গুলি করে হত্যার চেষ্টা করে শামীমকে। পুলিশ ও র্যা ব ওই ঘটনার সঙ্গে যুক্ত রানা হওলাদার, মেহেদি হাসান বুলেট ও মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করে। পরে রানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, নাজিমুল হক মিঠু নামে বাংলাদেশ সময় পত্রিকার এক কর্মকর্তা শামীমকে হত্যার জন্য ৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি করে।
বুধবার সাংবাদিকদের এসব কথা জানান, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মহানগর কমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায়।
পরে মিঠুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুসারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. হান্নান ফিরোজ ও সাবেক কর্মকর্তা নুরে আলমকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।