Monday, March 31

কানাইঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

কানাইঘাটে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টায় কানাইঘাটের বিভিন্ন স্কুল ও কলেজে সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথ পাঠ এবং পরবর্তী কানাইঘাট মহিলা কলেজ মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী শিার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরোধ  কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, বীরদল এনএম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ কানাইঘাট প্রেসকাবের সাধারন সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট ডিগ্রী কলেজ গর্ভনিং বডির সদস্য সাংবাদিক আব্দুর নুর, কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক মোঃ ইয়াহিয়া, মাষ্টার হোসাইন আহমদ। বক্তব্য রাখেন সাংবাদিক আমিনুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, মাওলানা ময়নুল ইসলাম, কানাইঘাট মহিলা কলেজের শিক্ষার্থী সততা সংঘের সদস্য রেহানা আক্তার পলি, সাবানা শাম্মি,  এনএমএকাডেমীর ছাত্র রাইহান আহমদ, পাবলিক স্কুলের ছাত্র শাহাব উদ্দিন দেশাতœকবোধক গান পরিবেশন করেন মহিলা কলেজের ছাত্রী সুমা রানী দাস। অনুষ্টান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ী ২৫জন শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে
দেওয়া হয়। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলে একই দিনে বিকেল ৪টার সময় কানাইঘাট পৌর শহরের ত্রিমুখী পয়েন্টে দুর্নীতি বিরোধী বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কানাইঘাটের বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন।
মোহনা টিভির ক্যামেরাম্যানের উপর হামলার ঘটনায় কানাইঘাট থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা

মোহনা টিভির ক্যামেরাম্যানের উপর হামলার ঘটনায় কানাইঘাট থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক:
গত ২৩ শে মার্চ ৪র্থ দফায় আনুষ্টিত কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার দৃশ্য ধারণ করার সময় মোহনা টিভির ক্যামেরা ম্যান ফেরদৌস আহমদের উপর সন্ত্রাসী হামলায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এ ফটো সাংবাদিক মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছেন। তার মাথায় শনিবার রাতে জটিল অস্ত্রপাচার করা হয়েছে।  এ ঘটনায় বাদী হয়ে মোহনা টিভির সিলেট বুরো প্রধান মুজিবুর রহমান ফেরদৌসের উপর হামলকারী ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা    ৫/৬ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। থানার মামলা নং (২১)-৩০/০৩/১৪ ইং। এদিকে মোহনা টিভির এ ক্য্যামেরাম্যানের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মোহনা টেলিভিশনের চেয়ারম্যান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। আহত এ ফটো সংবাদিককে হাসপাতালে দেখতে যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান  কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, প্রেসকাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, আরটিভি’র সিলেট ব্যুরো প্রধান কাম কামুর রাজ্জাক রুনু বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নোবেল ও সিলেটের পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জান্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট’র সভাপতি ও দেশ টিভি’র ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ ও সাধারণ সম্পাদক আনিস আহমদের নেতৃত্বে ইমজা নেতৃবৃন্দ, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এমএ হান্নান সহ নেতৃবৃন্দ।এদিকে মামলার আসামীদের গ্রেফতার করার ল্েয পুলিশী অভিযান চলছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনর্চাজ আব্দুল আউয়াল চৌধুরী।   কানাইঘাট প্রতিনিধি ঃ গত ২৩ শে মার্চ ৪র্থ দফায় আনুষ্টিত কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার দৃশ্য ধারণ করার সময় মোহনা টিভির ক্যামেরা ম্যান ফেরদৌস আহমদের উপর সন্ত্রাসী হামলায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন এ ফটো সাংবাদিক মৃত্যুর সাথে পাজ্ঞা লড়ছেন। তার মাথায় শনিবার রাতে জটিল অস্ত্রপাচার করা হয়েছে।  এ ঘটনায় বাদী হয়ে মোহনা টিভির সিলেট বুরে‌্য প্রধান মুজিবুর রহমান ফেরদৌসের উপর হামলকারী ৭জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত নামা    ৫/৬ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। থানার মামলা নং (২১)-৩০/০৩/১৪ ইং। এদিকে মোহনা টিভির এ ক্য্যামেরাম্যানের উপর বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মোহনা টেলিভিশনের চেয়ারম্যান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। আহত এ ফটো সংবাদিককে হাসপাতালে দেখতে যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান  কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, প্রেসকাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, আরটিভি’র সিলেট ব্যুরো প্রধান কাম কামুর রাজ্জাক রুনু বাংলাদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নোবেল ও সিলেটের পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। জান্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট’র সভাপতি ও দেশ টিভি’র ব্যুরো প্রধান বাপ্পা ঘোষ ও সাধারণ সম্পাদক আনিস আহমদের নেতৃত্বে ইমজা নেতৃবৃন্দ, জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এমএ হান্নান সহ নেতৃবৃন্দ।এদিকে মামলার আসামীদের গ্রেফতার করার ল্েয পুলিশী অভিযান চলছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনর্চাজ আব্দুল আউয়াল চৌধুরী।  
বাংলাদেশের অবস্থানকে ‘দুঃখজনক’ বললেন মজিনা

বাংলাদেশের অবস্থানকে ‘দুঃখজনক’ বললেন মজিনা

ঢাকা: ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেয়ার ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
তিনি বলেছেন, ‘জাতিসংঘের ওই প্রস্তাবনায় এটা স্পষ্ট যে, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়াকে মেনে নেয়নি। গুরুত্বপূর্ণ এ বিষয়টিতে সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে বাংলাদেশ যুক্ত হতে না পারা দুঃখজনক।’
যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সফর শেষে ঢাকা ফেরা উপলক্ষে সোমবার আমেরিকান ক্লাবে আয়োজিত ব্রিফিংয়ে মজিনা এ মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ শুক্রবার ক্রিমিয়া বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১০০ আর বিপক্ষে পড়ে ১১টি। ভোটদানে বিরত থাকে ৫৮টি সদস্য রাষ্ট্র যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
তবে বাংলাদেশের এ অবস্থানের জন্য ধন্যবাদ দিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসান্দর নিকোলায়েভ। গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত দেশভিত্তিক বক্তৃতা অনুষ্ঠানের পর শ্রোতাদের প্রশ্নের জবাবে এ ধন্যবাদ জানান রুশ রাষ্ট্রদূত।
রুশ রাষ্ট্রদূত দাবি করেন, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একীভূত হওয়ার বিষয়টিকে কোনোভাবেই ‘সম্প্রসারণ’ বলা যায় না। এটাকে বরং পুনর্মিলন বলতে হবে। ক্রিমিয়ার জনগণই এ সিদ্ধান্ত নিয়েছে। অথচ পশ্চিমারা এ ব্যাপারে দ্বিমুখী মনোভাব দেখাচ্ছে।
বাংলামেইল২৪ডটকম/
আ.লীগ-১৮ বিএনপি-৪ জামায়াত-১ অন্যান্য-২

আ.লীগ-১৮ বিএনপি-৪ জামায়াত-১ অন্যান্য-২

ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপে ৭৩টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত ২৫টির চেয়ারম্যান পদে বেসরকারি ফল পাওয়া গেছে। এর মধ্যে ১৮টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিতরা। এছাড়া বিএনপি ৪টি, জামায়াত একটি, ইউপিডিএফ একটি ও একটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী।
ঢাকা বিভাগ কিশোরগঞ্জ: অষ্টগ্রাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম জেমস চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনসুরুল কাদের।
পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম। বিএনপির আখতারুজ্জামান খোকন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
ময়মনসিংহ: ত্রিশাল উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মতিন সরকার।
জামালপুর: মাদারগঞ্জে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের ওবায়দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ফয়জুল ইসলাম।
মুন্সিগঞ্জ: এ জেলার তিনটি উপজেলাতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে টংগীবাড়ী উপজেলার চেয়ারম্যান হয়েছেন কাজী ওয়াহিদ, সিরাজদিখানে মহিউদ্দিন আহমেদ এবং লৌহজং উপজেলায় ওসমান গণি তালুকদার নির্বাচিত হয়েছেন।
রাজবাড়ী: গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম নুরুল ইসলাম। নিকটতম ছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম।
রাজশাহী বিভাগ পাবনা: বেড়া উপজেলায় আব্দুল কাদের আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন বিএনপি সমর্থিত ফজলুর রহমান ফকির।
খুলনা বিভাগ সাতক্ষীরা: দেবহাটায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের আলহাজ্ব আব্দুল গনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা জামায়তের আমীর মাহবুবুল আলম।
চুয়াডাঙ্গা: সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুল হক বিশ্বাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মজিবুল হক মালিক।
চট্টগ্রাম বিভাগ ফেনী: ছাগলনাইয়া উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেসবাউল হায়দার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নূর আহমেদ।
নোয়াখালী: সুবর্ণর চরে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ খায়রুল আনাম সেলিম। তার কাছাকাছি প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত এবিএম জাকারিয়া।
চট্টগ্রাম: সন্দ্বীপ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো, শাহজাহান জয় পেয়েছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির বেলায়েত হোসেন। 
রাঙামাটি: রাজস্থলী উপজেলায় উথিনসিন মারমা আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী পুলুখই মারমা।
লংগদু উপজেলায় জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন।
কক্সবাজার: টেকনাফে জাফর আহমেদ আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম ছিলেন বিএনপির বিদ্রোহী মো. আব্দুল্লাহ।
উখিয়া উপজেলায় বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির সরোয়ার জাহান।
খাগড়াছড়ি: দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেট্রিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী নবকোমল চাকমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত মো. কাশেম।
বরিশাল বিভাগ বরগুনা: পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম রিপন।
বামনা উপজেলায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম।
রংপুর বিভাগ লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলায় জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুজ্জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী রোকন উদ্দিন।
দিনাজপুর: হাকিমপু উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আকরাম হোসেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুন উর রশিদ
গাইবন্ধা: সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী মাজেদুর রহমান জয় পেয়েছেন।
সিলেট বিভাগ
সিলেট: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯ দলীয় জোট সমর্থিত বিএনপির প্রার্থী মো. আবদুল মান্নান।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে দেশের ৩৪টি জেলার ৭৩ উপজেলায় ভোটগ্রহণ। তবে ভোট শুরুর ৫ ঘণ্টার মধ্যেই ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার জন্য পাঁচ উপজেলার ১৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

এছাড়া ভোটগ্রহণকালে কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ৬ জেলার ৯টি উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দেয় আওয়ামী লীগের বিদ্রোহীসহ বিএনপি সমর্থিত প্রার্থীরা।

বাংলামেইল২৪ডটকম/
খালেদার আসনে জয় ‘ছিনিয়ে’ নিল আ.লীগ

খালেদার আসনে জয় ‘ছিনিয়ে’ নিল আ.লীগ

ফেনী: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলানাইয়া) এর ছাগলানইয়া উপজেলায় বিজয় ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
সোমবার রাতে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার।

ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেজাবাউল হায়দার চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নুর আহমদ মজুমদার।

পঞ্চম ও শেষ দফা উপজেলা নির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই ৪৭টি কেন্দ্রের মধ্যে ৩০টির বেশিই দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা। তারা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরে বাক্সভর্তি করে।

দুপুর ১২টার দিকে কেন্দ্র দখল ও ভোট ছিনতাইয়ের অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী নুর আহমদ মজুমদার নির্বাচন বর্জন করেন।   

বেলা ১১টার দিকে উপজেলার পাঠাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোর ৩টায় ছয়শ’ ব্যালট পেপারে সিল মারলে প্রিজাইডিং অফিসার আহমদ হোসেন সেগুলো বাতিল করেন। আনোয়ারা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল করায় বেলা ১১টায় ওই কেন্দ্র স্থগিত করা হয়।

দক্ষিণ বল্লভপুর হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় সরকার সমর্থকরা। এ কেন্দ্রে ১০টি ব্যালট পেপারে সিল মারা হয়। এসব ঘটনা ছাড়াও বিভিন্ন ভোটকেন্দ্রে দুই প্রধান দলের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্না সরকার বলেছিলেন তিনি শুধু আইন-শৃঙ্খলা দেখবেন। এর বাইরে আর কিছুই তার জানার কথা বলে জানান।

বিএনপি সমর্থিত প্রার্থী নুর আহমদ মজুমদার অভিযোগ করেন, ২৮টি কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভর্তি করে সরকার দলের সমর্থকরা। প্রতিপক্ষ দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় তারা। তিনি আরো বলেন, ‘বিভিন্ন স্থানে শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। মহামায়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বশরকে পিটিয়ে আহত করা হয়েছে। চাঁদগাজী কেন্দ্রে আজাদ নামে এক বিএনপি এজেন্টকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে তারা।’

এদিকে ভোটের আগেরদিন রাতে দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ ২০ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বাংলামেইল২৪ডটকম/ এ
অষ্টগ্রামে আ.লীগ, পাকুন্দিয়ায় বিদ্রোহী বিজয়ী

অষ্টগ্রামে আ.লীগ, পাকুন্দিয়ায় বিদ্রোহী বিজয়ী

কিশোরগঞ্জ: অষ্টগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহীদুল ইসলাম জেমস। তিনি কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩শ’ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মুনসুরুল কাদের টুটুল আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১শ’ ৭০ ভোট।
অপরদিকে, পাকুন্দিয়ায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম রেনু। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৯শ’ ৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আকতারুজ্জামান খোকন আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২শ’ ৯৯ ভোট।
সোমবার রাতে ভোটগণনা শেষে স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
তবে অষ্টগ্রামে কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী কাজী মনসুরুল কাদের।
সোমবার দুপুরে জেলা বিএনপির সভাপতি ফজলুর রহমান অভিযোগ করেন, সোমবার ভোট শুরুর পরপরই অষ্টগ্রাম উপজেলার ৪৩টি কেন্দ্রের অধিকাংশই দখলে নেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা।
প্রশাসনের সহায়তায় জেমসের সমর্থকরা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দিয়েছে। এরপর কাজী মনসুরুল কাদের ভোট বর্জনের ঘোষণা দেন বলে তিনি জানান।

বাংলামেইল২৪ডটকম/
ফ্লাডলাইট লজ্জায় সাঙ্গ হল চট্টগ্রামের বিশ্বকাপ

ফ্লাডলাইট লজ্জায় সাঙ্গ হল চট্টগ্রামের বিশ্বকাপ

চট্টগ্রাম: ‘চার ছক্কা হৈ হৈ বল গড়াইয়া গেল কই’ এমন জম্পেশ গানের সঙ্গে জনসম্মুখে যখন তখন ‘ফ্ল্যাশ মব’ এর হৈ হুল্লোড় আর উন্মাদনার সাঙ্গ হচ্ছে আজ। শ্রীলংকা-নিউজিল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচটি দিয়ে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপ চট্টগ্রাম পর্বের। এরই মধ্য দিয়ে ১২ মার্চ প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হওয়া দেশী-বিদেশী খেলোয়াড় দর্শক ও সাংবাদিকদের মিলনমেলাও ভাঙলো। সেই সাথে ভাঙলো রঙ্গিন পোষাকের ২২ গজের ক্রিকেট যুদ্ধ, সমর্থকদের আনন্দ উল্লাস আর হৈ হুল্লোড়। চিন্তার বলিরেখা মুক্ত হলো আইসিসি-বিসিবিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। হাফ ছেড়ে বাঁচার উপায় পাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। তবে সফল আয়োজনে কালিমা লাগিয়েছে বারবার ম্যাচ চলাকালে ফ্লাড লাইট নিভে যাওয়ার লজ্জা।
বিশ্বকাপের বাংলাদেশ দলের পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকরা এবার দর্শকদের আনন্দ জোয়ারে ভাসাতে না পারলেও ওই মাঠে খেলা অন্য দেশগুলোর খেলায় মুগ্ধ হয়েছেন চট্টগ্রামের দর্শকরা।

প্রথম ম্যাচে বাংলাদেশের নেপালের বিপক্ষে বিশাল জয়ের আনন্দ দু’দিনের মাথায় মিলিয়ে যায় হংকং লজ্জায়। হংকংয়ের সঙ্গে পরাজয়ে বেদনাহত করেছে দর্শকদের। তবু চট্টগ্রাম থেকেই বাংলাদেশ মূল পর্বের টিকিট পেয়েছিল এটিই একমাত্র সান্ত্বনা।

এরপরও এই কদিন বিশ্বকাপে বুঁদ হয়ে ছিল নগরবাসী। ১৫ দিনের বিশ্বকাপ পর্বের বাছাই পর্বেও ম্যাচ নেপাল ও হংকং এর ম্যাচ দিয়ে উৎসবের আমেজ হয়ে শেষটা হয় মূল পর্বের শ্রীলংকা আর নিউজিল্যান্ডের ম্যাচের মধ্যে দিয়ে। এরই সাথে সাঙ্গ হল টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এর চট্টগ্রাম অধ্যায়।

তবে বিশ্বকাপের চট্টগ্রাম পর্বের অর্জনের খাতায় ফ্লাড লাইট লজ্জায় চট্টগ্রামবাসীকে ডুবালেও কিছু কিছু ক্রিকেটীয় রেকর্ড রেকর্ড বুকে স্থান করে দেবে চট্টগ্রামকে। সিলেটে কমলা রং ছড়িয়ে কোন এক ডাচ রূপকথার জন্ম দেওয়া নেদারল্যান্ডস চট্টগ্রামে এসে শ্রীলঙ্কান থাবায় ভূপাতিত হওয়া, ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের রেকর্ড গড়া শতক, আহসান মালিকের পাঁচ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে হল্যান্ড ৩৯ রানে অলআউট হয় এই মাঠেই।

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৮৯ রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারে দুই উইকেট হারিয়ে ফেলা ইংলিশরা চার বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায়। সেটি অ্যালেক্স হেলসের ব্যাটে ভর করে। তিনি এই বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ান। ৬৪ বলে অপরাজিত ১১৬ ইনিংসটি তাঁর ব্যক্তিগত প্রথম শতকও। এটি হয়েছে এই জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে।

আর ডেইল স্টেইনের গতির ঝড় তোলা সেই ম্যাচটির কথা তো মনে রাখবেই ক্রিকেটামোদীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে অবিশ্বাস্য বোলিংয়ের কথা। শেষ ওভারে পাঁচ ইউকেট হাতে নিয়ে সাত রান দরকার ছিল কিউইদের। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে গতির ঝড় তুললেন ডেইল স্টেইন।  আর প্রথম তিন বলে কোনো রান দিলেন না তিনি। তিনটি উইকেটও গেল ওই ওভারে। শেষ পর্যন্ত চার রান তুলতে সক্ষম হলো নিউজিল্যান্ড। গতির ঝড় তুলে জিতিয়ে দিল দলকে। এসব উত্তেজনাকর মুহূর্তই তো ক্রিকেটের প্রাণ। এই কারণেই কি স্মরণীয় হয়ে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব?

তবে পুলিশ প্রশাসন ও বিসিবি, সেনাবাহিনী, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সেবাধর্মী সংস্থার অক্লান্ত পরিশ্রমের ফলে সুন্দর ও সুষ্ঠুভাবে বিশ্বকাপ চট্টগ্রামপর্ব সম্পন্ন হলেও  হুটহাট ফ্লাড লাইট নিভে যাওয়ার লজ্জায় ডুবিয়েছে চট্টগ্রামকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে আলোকিত করার প্রচেষ্ঠায় বারাবার বাধা হয়ে দাড়াচ্ছে চট্টগ্রামের জহরু আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সফল বিশ্বকাপ আয়োজনের পথে এগিয়ে চলা আলোকিত বাংলাদেশকে অন্ধকার গলিতে নিয়ে যাচ্ছে বারবার ফ্লাড লাইটের বিদ্যুৎ বিভ্রাট। আর এই কাজে মূল ভিলেনের ভূমিকায় কাজ করছে বিসিবি’র প্রভাবশালী দু’কর্মকর্তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের সরবরাহকারী একটি জেনারেটর! প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ওমনি পাওয়ার। আর এটির সত্ত্বাধিকারী হচ্ছেন বিসিবি’র পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাচক ফারুক খান। এমনি পাওয়ারের চেয়ারম্যান হচ্ছেন আকরাম খানের স্ত্রী সাবিনা আকরাম আর পরিচালক হচ্ছেন নির্বাচক ফারুক খান।

শনিবার অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচটি অল্প সময়ের ব্যবধানে দুই বার ফ্লাড লাইট নিভে গেলে প্রায় ২৫ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। বার বার মাঠ ছেড়ে সাজঘরে ফেরেন মরণপণ যুদ্ধে নামা দুই দলের খেলোয়াড়রা এবং আম্পায়াররাও।
  
এর আগে একই ভেন্যুতে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটিও একই দুর্ঘটনা কবলিত হয়। খেলা বন্ধ রাখতে হয় প্রায় ১০ মিনিট। তারও আগে এর আগে গত ১২ মার্চ আফগানিস্তান-নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচ চলাকালীন দু’দফা বিদ্যুৎ বিভ্রাটের বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। এর মধ্যে দ্বিতীয় দফায় দিনের আলো কম থাকায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ রাখা হয়।

সফররত অনুর্ধ্ব ১৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের টিম হোটেলের সামনে ককটেল আতঙ্কের কারণে সফর বাতিল করে দেশে ফিরে যাওয়ার লজ্জা থেকে বাঁচাতে এবার বিশ্বকাপে ক্রিকেটারদের যাতায়াতের রাস্তাসহ স্টেডিয়ামকে ঘিরে গড়ে তোলা হয়ে ছিল পাঁচ স্তরের নিরাপত্তা বলয়। ফলে টানা ষোল দিন নগরী ছিলো অতিরিক্ত নিরাপত্তা বলয়ের মধ্যে।

নগর পুলিশের সিনিয়র সহকারি কমিশনার দীপক জ্যোতি খাসী বলেন, ‘খেলা উপলক্ষে পুরো নগরী ছিলো নিরাপত্তা বলয়ে আবদ্ধ। সাথে ছিল এন্টি-টেরোরিজম ইউনিট সোয়াতের প্রশিক্ষিত পুলিশ বাহিনী। নগরজুড়ে বিশ্বকাপ উপলক্ষে মোতায়ন ছিল আড়াই হাজার সদস্য।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, খেলার আয়োজনকে ঘিরে নগর পুলিশের উপ-কমিশনার পদ মর্যাদার ৬ জন, অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার ১১ এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১৫ জন কর্মকর্তা নিরাপত্তার নেতৃত্বে দেন। পুরো বিষয়টি মনিটরিং করেছেন নগর পুলিশের দু’জন অতিরিক্ত কমিশনার।

বাংলামেইল২৪ডটকম/
সেই সুদীপ্ত অস্ত্রসহ আটক, প্রতিবাদে ভাঙচুর

সেই সুদীপ্ত অস্ত্রসহ আটক, প্রতিবাদে ভাঙচুর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও অস্ত্রধারী ক্যাডার সুদীপ্ত সালাম এবং সাংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম আসিফকে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে রাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয়। তাদের আটকের প্রতিবাদে প্রশাসন ভবন ও ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

আটক সুদিপ্ত সালামকে গত ২ ফেব্রুয়ারি রাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে দেখা গেছে। এর আগে তিনি অস্ত্র ও কলগার্লসহ বোয়ালিয়া পুলিশের হাতে ধরা পড়েন।

সুদিপ্তর বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ ৬টি মামলা রয়েছে। একাধিক বার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মারধর, অস্ত্রবাজি, হলের ডাইনিং ও ক্যান্টিনসহ ক্যাম্পাসের সব জায়গায় ফাও খাওয়ারর অভিযোগ রয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে ছাত্রলীগ ক্যাডার সালাম এবং আসিফ কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে প্রশাসন ভবনের দিকে যাচ্ছিলেন। এসময় ক্যাম্পাসে টহলরত ডিবি পুলিশ তাদের বিদেশি পিস্তলসহ আটক করে।

ডিবি কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে আটককৃতরা জড়িত ছিল। ওই দিনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, দলীয় নেতাদের আটকের প্রতিবাদে ক্ষুব্ধ নেতাকর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে মিছিল বের করে। মিছিলটি আকস্মিক ভাবে প্রশাসন ভবনের ভেতরে ঢুকে প্রক্টর ও জনসংযোগ দপ্তরে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চলায়। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা রাবির তিনটি বাসও ভাঙচুর করে।

পরে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কের উভয় পার্শ্বে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এরপর দুপুর পৌনে ২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। দুপুর আড়াইটার দিকে প্রশাসন ভবনের তালা খুলে দেয়া হয়।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম তৌহিদ আল হোসেন তুহিন সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের একটা আত্মসম্মান আছে। পুলিশ অন্যায়ভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে আমাদের নেতাকর্মীদের পেটাতে পেটাতে নিয়ে গেছে। এটা আমাদের আত্মসম্মানের বিষয়। তাদের ছেড়ে দেয়া না হলে ক্যাম্পাসে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অন্যায়কারী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উল্লেখ্য, গত রোববার বিকেলে চাঁদা দিতে অস্বীকার করায় বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আব্দুল মুয়িজ ও ইমরান নামের দুই শিক্ষার্থীকে হাতুরি দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয় আটক ছাত্রলীগ ক্যাডার সালাম ও আসিফ। এর আগের দিন শনিবার শাহ মখদুম হলে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধর ও পিস্তল দেখিয়ে হুমকি দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া। তার আগের দিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে আরবি বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে মেরে তার পা ভেঙে দেয় ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল বাকি।

বাংলামেইল২৪ডটকম
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখ রক্ষার ম্যাচ মঙ্গলবার

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখ রক্ষার ম্যাচ মঙ্গলবার

ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ২ কেই কঠিন গ্রুপ হিসেবে ভাবা হয়েছিল। বিশ্বের অন্যতম সেরা চার ক্রিকেট শক্তি ভারত,পাকিস্তান,অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সুপার টেন পর্বে অংশ নেয় স্বাগতিক বাংলাদেশ। ইতিমধ্যেই এই গ্রুপ থেকে ভারত টানা চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
সমান পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে মঙ্গলবার মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। একইদিন প্রথম ম্যাচে বিকাল সাড়ে তিনটায় মিরপুরে মুখোমুখি হবে হবে শক্তিশালী অস্ট্রেলিয়া ও স্বাগতিক বাংলাদেশ। শক্তির বিচারে অস্টোলিয়া অনেক এগিয়ে থাকলেও এবারের বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি দলটি। অন্যদিকে টাইগাররাও নিজের মাঠে সবগুলো ম্যাচেই হেরেছে। তাই সেদিক দিয়ে দুই দলকেই সমান বলতে হবে।

নিজের মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে টানা হারের কারণে তামিম সাকিবরা বিষন্ন ছিলেন। কিন্তু রোববার নিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার বড় ব্যবধানে হারের পর কিছুটা হলেও মুশফিকদের দুঃখ হালকা হয়েছে। কারণ অস্ট্রেলিয়ার মতো দল যেখানে ভারত,পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরেছে। মুশফিকরাও তো সেই তুলনায় দলগুলোর সঙ্গে লড়াই করেছে।

অর্থাৎ দুই দলের মধ্যকার মঙ্গলবারের ম্যাচটি মুখ রক্ষার লড়াই বলতে হবে। অস্ট্রেলিয়া চাইবে অন্ততঃ নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে। কিন্তু নিজের মাঠে মুশফিকদের জন্য এটা মান বাঁচানোর লড়াই। আর দেশের মানুষের চাওয়া অন্তত শেষ ম্যাচে টাইগাররা নিজের মাঠে জয় পাবে।

নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগের দিন দুই দল হোটেলে বিশ্রামে কাটিয়েছে। সোমবার সারাদিন হোটেলেই বিশ্রামে ছিলো সাকিববাহিনী। দলের ম্যানেজার সাব্বির খান বলেন,‘ক্রিকেটাররা সারা দিন হোটেলেই কাটিয়েছে। এদিন তাদের কোন অনুশীলন ছিল না। তবে হোটেলে সুইমিং ও জিম করেছে তারা।’

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানের হারের পর ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে হারে মুশফিকরা। রোববার স্বাগতিকদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছেও ৫০ রানে হারতে হয় তাদেরকে। অন্যদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট দল বলে ভাবা হয়েছিলে সেই অস্ট্রেলিয়াও সবগুলো ম্যাচই হেরেছে।

বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তি বিশ্বকাপের চুড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের কাছে ১৬ রানে, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে ও তৃতীয় ম্যাচে ভারতের সঙ্গে ৭৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের ঘণ্টা বেজে যায়।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ২০০৭ ও ২০১০ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছিলো। যার মধ্যে দুটিতেই হেরেছে টাইগাররা। অর্থাৎ টি-টোয়েন্টিতে এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে মুশফিকদের জয়ের কোন অভিজ্ঞতাই নেই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও অস্ট্রেলিয়ার বিপক্ষে  ১৮ ওয়ানডে ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য সেই ম্যাচেও সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুলের শতকেই জয় পেয়েছিলো টাইগাররা।

বাংলামেইল২৪ডটকম/
গ্রামীণ ব্যাংকের আদলে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

গ্রামীণ ব্যাংকের আদলে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’

ঢাকা: গ্রামীণ ব্যাংকের আদলে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ নামে সরকার একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
সোমবার সংসদের বৈঠকে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হয়। সম্পূরক কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৪ শীর্ষক বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ঘোষণা করেন। এরপর সম্পূরক কর্মসূচিতে আইন প্রণয়ন কার্যাবলীতে আনীত বিলটি উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ফ্লোর দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল উত্থাপনের আগে এ অঞ্চলে ১৯৬১ সালে শুরু হওয়া পল্লী উন্নয়ন কর্মসূচির প্রেক্ষপট বর্ণনা করে জানান, থানায় থানায় প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি কো-অপারেটিভ করার পরিকল্পনা করা হয়েছিল। স্বাধীনতার পর ২০ থানায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির পরিকল্পনা করা হয়।

তিনি আরো জানান, এরপর জাতির জনক বঙ্গবন্ধু ঘোষণা দিলেন, ২০ থানায় নয় (তৎকালীন ৩৭৫টি থানায়) সব থানায় এ কার্যক্রম শুরু করতে হবে। এরপর ১৯৮২ সালে সরকার রুরাল ডেভেলপমেন্ট
প্রোগ্রাম চালু করে। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে। গ্রামীণ দরিদ্র মানুষের উন্নয়নের জন্য। গরীব মানুষের মধ্যে সঞ্চয় অভ্যাস গড়ে তোলা ও কৃষি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য।

অর্থমন্ত্রী গ্রামীন ব্যাংকের সমালোচনা করে বলেন, ‘কিন্তু গ্রামীণ ব্যাংক জনগণের সঞ্চয় সংগ্রহ করে তাদের ঋণ দিয়েছে নিজেদের সঞ্চয় বৃদ্ধির জন্য। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত গ্রামীণ ব্যাংক ঋণ দিয়েছে ৯৭ হাজার ২শ কোটি টাকা। এর বিপরীতে নিজেরা লাভ বা সঞ্চয় করেছে ১৪ হাজার ৭৭৭ কোটি টাকা। এই লাভের টাকা ও সঞ্চয় গ্রাম থেকে শহরে এনে বিনিয়োগ করা হয়েছে।
সরকার পল্লী এলাকার সঞ্চয় দিয়ে পল্লী এলাকার উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এতে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি ঘটবে। দরিদ্র মানুষের আর্থিক উন্নতি হবে। এই লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা করা হচ্ছে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ বলে জানান মন্ত্রী।

পরে অর্থমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক বিল ২০১৪ সংসদে উত্থপান করেন। বিলটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে জমা দেবেন।

ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ ২০১৪ প্রণয়নের ফলে দেশের গ্রামাঞ্চলের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, তাদের দক্ষতা বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য গ্রাম সংগঠন সৃজন, তাদের প্রশিক্ষণ প্রদান, তহবিলের যোগান এবং ঋণদানের মাধ্যমে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং তাদের সঞ্চয় ও অর্জিত অর্থ লেন-দেন ও রক্ষণাবেক্ষণের জন্য ‘পল্লী সঞ্চয় ব্যাংক” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, ‘এটা সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ। দেশের পল্লী এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই ব্যাংক সহায়ক হিসেবে কাজ করবে। পল্লী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঞ্চয় ও অর্জিত লেন দেন ও রক্ষণাবেক্ষণ, ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠাকল্পে বিলটি সংসদে পেশ করা হয়েছে।’

বাংলামেইল২৪ডটকম/
গোলযোগ হলেও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি

গোলযোগ হলেও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি

ঢাকা: পঞ্চম ধাপ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণের দিন সোমবার কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলে সন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক। তবে ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ নানা গোলযোগের কারণে পাঁচটি উপজেলার ১৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংসাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘গোলযোগের কারণে স্থগিত কেন্দ্রেগুলোতে পরবর্তীতে তারিখ নির্ধারণ করে ভোট নেয়া হবে।’

নির্বাচনে সহিংসতার ব্যাপারে তিনি বলেন, ‘সহিংসতা মানুষের মনোবৃত্তির উপর নির্ভর করে। পঁচাশি সালের নির্বাচনেও সহিংসতা হয়েছিল, তখন মার্শাল ’ল ছিল। আটনব্বই সালেও সহিংসতা হয়েছে। তবে নির্বাচনে নিহতের ঘটনা ও স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের ফলে জনগণেন ভোগান্তি বাড়ে। এসব সমস্যার সমাধানে আইন প্রণয়ন করা দরকার।’

বিএনপিকে নিয়ে করা মন্তব্যের ব্যাপারে তিনি বলেন, ‘আমরাও দেশের নাগরিক তারাও দেশের নাগরিক। কিন্তু একটা শ্রেণী সারাবছর আমাদের গালাগাল করে। আমাদের গালাগাল করার অধিকার তাদের নেই। কেউ যদি একটি ইট উপরের দিকে ছুঁড়ে মারে সে ইট তার নিজের উপরই এসে পড়ে।’
বাংলামেইল২৪ডটকম/
জার্মানিতে বৈমানিক ধর্মঘটে প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল

জার্মানিতে বৈমানিক ধর্মঘটে প্রায় ৪ হাজার ফ্লাইট বাতিল

ঢাকা: জার্মানীর লুফথানসা বিমান বন্দর ৩ হাজার ৮০০ ফ্লাইট বাতিল করেছে। বৈমানিকদের একটি সংগঠনের ৩ দিনব্যপী প্রতিবাদ কর্মসূচির কারণে, বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। এপি।
 
আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবারের জন্যে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের মোট ৩ হাজার ৮০০ যাত্রী ও মালবাহী ফ্লাইট বাতিল করার কারণে, জার্মানির বৃহত্তর এ বিমান বন্দরটিকে আর্থিক ক্ষতি গুণতে হবে প্রায় ১০৭ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকা।
 
জানা যায়, পাইলট ইউনিয়ন নামের সংগঠনটি গত সপ্তাহের বুধবার বেতনভাতা বাড়ানোর ও অবসর কালের প্রাক্কালে রেশন সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘট আহ্বান করে। তারা নিজেদের ভেতর এক ভোটের আয়োজন করে যেখানে তাদের দাবির সপক্ষে ৯৯.১ শতাংশ ভোট পড়ে।
 
যাত্রীদের মুঠোফেনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি ইতোমধ্যে অবগত করা হয়েছে বলে জানা গেছে।
 
বাংলামেইল২৪ডটকম/
বৈজ্ঞানিক গবেষণার ছদ্মবেশে জাপানের তিমি ব্যবসা

বৈজ্ঞানিক গবেষণার ছদ্মবেশে জাপানের তিমি ব্যবসা

ঢাকা: জাতিসংঘের আন্তর্জাতিক আদালত জাপানের তিমি সংগ্রহ অভিযানের বিরুদ্ধে একটি রুল জারি করেছে। বলা হচ্ছে, জাপানের এ তিমি সংগ্রহ অভিযান কোন বৈজ্ঞানিক কারণে সংঘটিত হচ্ছে না, জাপান যা দাবি করে আসছে।
২০১০ সালে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক আদালতে জাপানের বিরুদ্ধে তিমি সংক্রান্ত এ মামলা দায়ের করে। অভিযোগ বলা হয়, জাপান বৈজ্ঞানিক গবেষণার ছদ্মবেশে তিমি নিয়ে ব্যবসা করেছে।
সোমবার আন্তর্জাতিক আদালতের বিচারক পিটার টমকা জাপানের এ কর্মকাণ্ড আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। 
জাপান জারপা (JARPA= Japan's whaling programme in the Antartic) প্রকল্পের ভিত্তিতে দীর্ঘদিন যাবত অ্যান্টার্কটিক সাগরে তিমি শিকার চালিয়ে আসছে। তাদের দাবি তারা বৃহত্তর বৈজ্ঞানিক গবেষণার কাজে এ তিমিগুলো ব্যবহার করছে।
আদালত জাপানের অস্ট্রেলিয়ার মামলার সাপেক্ষে সংগৃহিত তত্ত্ব বিশ্লেষণ করে জানায়, জাপানের কর্মকাণ্ড থেকে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের কোন প্রমাণ মিলছে না।
নির্বিচারে তিমি শিকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন একজন জাপানী তরুণী
মানুষের অব্যাহত শিকারের মুখে এ স্তন্যপায়ী প্রাণির অস্তিত্ব প্রায় বিলীন হতে বসেছে। পৃথিবীর অনেক দেশে বর্তমানে তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলামেইল২৪ডটকম/