Sunday, January 26

কানাইঘাটে সুরমায় হাটুপানি

কানাইঘাটে সুরমায় হাটুপানি

মাহবুবুর রশিদঃ
নদীর সঙ্গে মানুষের গভীর মিতালি কথাটির সাথে আজ আর পুরোপুরি মিল নেই। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মানচিত্র থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রিয় নদ-নদীগুলো। তেমনি এক খরস্রোতা নদী সুরমা। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম এবং দীর্ঘতম । এক সময়ের খরস্রোতা নদী নাব্যতা হারিয়ে ভরাট হয়ে অনেক স্থানে মরা খালে পরিণত হয়েছে। মরূভূমির মতো চারদিকে ধু ধু বালুচর জেগে উঠেছে। কানাইঘাট উপজেলায় প্রবাহিত সুরমা নদী তার পুরোনো যৌবন হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় সে নদী পার হতে এখন আর নৌকার প্রয়োজন হয়না । ঁেহটেই পার হওয়া যায় ।  নদীর কোন কোন অংশে হাটু পানি বা তার চেয়েও কম ।  বর্ষা মৌসুমে যে নদী দিয়ে চলে বড় বড় লঞ্চ,পাথরবাহী নৌকা,পালতোলা নৌকা। সে নদী দিয়ে এখন ডিঙ্গি নৌকাও চলে খুব সীমিত । প্রতিবছর বর্ষা মৌসুম শেষ হয়ে শুষ্ক মৌসুম শুরু হলেই কমে যায় সুরমার পানি আটকা পড়ে শত শত নৌকা। বেকার হয়ে পড়ে এসব নৌকার শ্রমিকরা । উপজেলা সদরের সঙ্গে বিভিন্ন জায়গার নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিভিন্ন হাটবাজারের মালপত্র সরবরাহ করতে বিঘœ সৃষ্টি হয় । এর ফলে ব্যবসায়ীরা অসুবিধার সম্মুখীন হন। সুরমা নদীর বিভিন্ন অংশে সরেজমিনে ঘুরে দেখা গেছে নদীর দুপাশে জেগে উঠেছে বিশাল বিশাল চর । এসব চরে কেউ শাক-সবজি চাষ করছে আবার কেউ খেলার মাঠ হিসেবে ব্যবহার করছেন । সুরমা তীরবর্তী  গোসাইনপুর গ্রামের আফতাব আলী জানান,নদীর নিচের অংশ (তলদেশ) ভরাট হয়ে যাওয়ার কারণে পানির ধারণমতা কমে যায় । যার কারণে বর্ষা মৌসুমে পানি সামান্য বাড়লেই আমাদের ঘর বাড়ী ডুবে যায় এবং পাশ্ববর্তী এলাকায় বন্যা দেখা দেয় । নদী তীরবর্তী এলাকার আরেক বাসিন্দা জানান,শুষ্ক মৌসুমে,সুরমা নদীর গভীরতা  খালের চেয়েও আরো কমে যায় । মরা খালে পরিণত হয়ে যায় সুরমা । মরুভূমি হয়ে যাওয়া সুরমাকে পরিকল্পিতভাবে ড্রেজিং করলে পুরনো নাব্যতায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে অনেকের ধারণা ।

Wednesday, January 22

কানাইঘাট সানফ্লাওয়ার স্পোর্টিং কাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কানাইঘাট সানফ্লাওয়ার স্পোর্টিং কাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট ছোটদেশ সানফাওয়ার স্পোটিং কাবের উদ্যোগে নববর্ষ মিটবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় ছোটদেশ নয়াবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে কানাইঘাট বহুমুখী স্পোর্টিং কাব জকিগঞ্জ পরচক ইউনিটি কাবকে হারিয়ে জয় লাভ করে। এ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বী আফতাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শহিদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কানাইঘাট ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, সাবেক কৃতি ফুটবলার উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদ, ফ্রান্স শাখা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিলাল উদ্দিন, এডভোকেট আলা উদ্দিন, ল কলেজ ছাত্রলীগের সভাপতি এম মোস্তাক আহমদ, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আব্দুন নূর,মাহফুজ সিদ্দীকি  শহিদুর রহমান। বক্তব্য রাখেন সানফাওয়ার স্পোটিং কাবের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ,মান্না,মাশের প্রমূখ।

Wednesday, January 15

Saturday, January 11

 বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা ফয়জুল বারী (মহেষপুরী হুজুরের)  দাফন সম্পন্ন

বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা ফয়জুল বারী (মহেষপুরী হুজুরের) দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
 বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেমেদীন হাদিস বিশারদ কানাইঘাট দারুল উলূম কৌমি মাদ্রাসার সাবেক মুহতামিম, সিলেট নয়াসড়ক জামে মসজিদের খতিব শায়খুল হাদীস আল্লামা ফয়জুল বারী (মহেষপুরী হুজুরের) জানাযা আজ সকাল ১১টায় দারুল উলূম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় লাখো শোকাহত মানুষ শরীক হন। পরে দারুল উলূম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদীন আল্লামা মুশাহিদ বায়মপুরীর মাজারের পাশে লাখো শোকার্র্ত মানুষের শ্রদ্ধা, ভালোবাসায় সমাহিত করা হয় মহেষপুরী হুজুরকে। গত শুক্রবার বেলা ১টার দিকে মহেষপুরী হুজুরের মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ার পর থেকে বৃহত্তর সিলেট এবং দেশের বিভিন্ন এলাকা থেকে তাঁর জানাযায় শরীক হওয়ার জন্য শুক্রবার রাত থেকে হাজার হাজার আলীম উলামা, ছাত্র, ভক্ত, আশেকানগণ দারুল উলূম মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে সমবেত হতে থাকেন। সিলেটের প্রবীণ এ আলেমেদ্বীনের জানাযায় অংশগ্রহণের জন্য আজ ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত যানবাহনে করে এবং দূর দূরান্ত থেকে সর্বস্তরের মানুষ পায়ে হেটে দারুল উলূম মাদ্রাসায় জড়ো হন। সকাল ১১টায় জানাযা’র নামাজ শুরু হওয়ার পূর্বে মাদ্রাসার সু-বিশাল মাঠ ও আশপাশের খোলা মাঠে হাজার হাজার মানুষ কাতারবন্দি হয়ে দাড়িয়ে পড়েন। লাখো জনতার অংশ গ্রহণে মাওলানা ফয়জুল বারীর জানাযার ইমামতি করেন হুজুরের একমাত্র পুত্র দারুল উলূম মাদ্রসার শিক্ষক সাহেবজাদা মাওলানা আব্দুল লতিফ। জানাযা পূর্বে মহেষপুরী হুজুরের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, দারুল উলূম মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মোহাম্মদ বীন ইদ্রিস শায়খে লক্ষীপুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল কাহির চৌধুরী, মাশুক উদ্দিন আহমদ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওঃ সামছুদ্দিন, আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, মাওঃ শামসুল ইসলাম রেঙ্গা, মাওঃ সিহাব উদ্দিন রেঙ্গা, মাওঃ শফিকুল হক আমকোনী, মাওঃ এডভোকেট আব্দুর রকিব, মাওঃ আব্দুল গণি হারিকান্দী, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ মোস্তাক আহমদ খান, মাওঃ হুসেইন আহমদ বারকুটী, মাওঃ শায়কে জিয়া উদ্দিন, মাওঃ আব্দুল মান্নান, মাওঃ মাহমুদুল হাসান, মুফতি নুরুল হক জকিগঞ্জি, মাওঃ নুরুল ইসলাম এলএলবি, মাওঃ জমিল আহমদ বায়মপুরী, মাওঃ আবুল হোসেন চতুলীসহ সিলেটের শতাধিক আলিম উলামা বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে বলেন, মহেষপুরী হুজুর মৃত্যুর পূর্ব মুহুর্থ আজীবন দ্বীন ইসলামের খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রেখেছিলেন। আধ্যাত্মিক ময়দানে তিনি ফেদায়ে মিল্লাত আল্লামা আসআদ মাদানীর খলিফা ও আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) এর খাস শাগরিদ ছিলেন। দারুল ঊলূম মাদ্রাসার মুহতমিমের দায়িত্ব পালনের সময় মাদ্রাসার উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি আজ একজন মহান অভিভাবক প্রবীণ আলেমেদ্বীনকে হারালো এ তি সহজে পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেন। তার কৃতকর্মের জন্য চিরকাল মানুষ তাঁকে স্মরণ রাখবে। মহান আল্লা রাব্বুল আল-আমিনের কাছে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
কানাইঘাট নিউজের শোক:
কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল বৃহত্তর সিলেটের ওলীকূল শিরমনি সিলেট নয়াসড়ক জামে মসজিদের খতিব শায়খুল হাদীস আল্লামা ফয়জুল বারী (মহেষপুরী হুজুরের) মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন কানাইঘাট নিউজ ডটকম পরিবার। এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মহেষপুরী হুজুরের ইন্তেকালে সমগ্র দেশবাসী একজন সর্বজন শ্রদ্ধেও প্রবীণ আলেমেদ্বীনকে হারালো যা সহজে পূরণ হওয়ার মতো নয়। শোক দাতারা হলেন, কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি কলামিষ্ট মো: মহিউদ্দিন,সম্পাদক: মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক:নিজাম উদ্দিন,ফটো সাংবাদিক সুজন চন্দ অনুপ।