Friday, December 13

কানাইঘাটের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, সড়ক অবরোধ, আ’লীগ সমর্থকদের বাড়ীতে হামলা ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর কানাইঘাটের বিভিন্ন স্থানে গাড়ীতে অগ্নিসংযোগ, সরকারদলীয় সমর্থকদের বাড়ীতে হামলা, ভাংচুর, রাস্তায় গাছ ফেলে অবরোধের খবর পাওয়া গেছে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের সংবাদ ছড়িয়ে পড়লে গোটা উপজেলায় জনমনে আতংক থমথমে অবস্থা বিরাজ করে। পৌর শহরের দোকানপাট রাত ৯টার পূর্বে বন্ধ হয়ে যায়। আতংকিত লোকজন যার যার নিরাপদে চলে যান। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর রাত সাড়ে ১০টায় দুর্বৃত্তরা সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঁতবাক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের নিজবাড়ী জুলাই গ্রামে চড়াও হয়ে হামলা ও ভাংচুর করে। এসময় জুলাই গ্রামের আ’লীগ সমর্থক মাষ্টার আব্দুল হাই, ছাত্রলীগ কর্মী সাহেদ আহমদের বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করে বলেছেন, অতর্কিতভাবে তারা মুখোশ পরে বাড়ীতে হামলাও ভাংচুর করে। এছাড়া জামায়াত শিবিরের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জকিগঞ্জ-সিলেট সড়কের বাংলা বাজার হতে দর্পনগর পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার সড়কে গাছ কেটে ও ইট ফেলে সড়ক অবরোধ করে। গভীর রাতে এ সড়ক দিয়ে মালামাল নিয়ে যাবার পথে দুর্বৃত্তরা ৩টি ডিস্ট্রিক ট্রাক, ২টি ট্রলি গাড়ীতে আগুণ ধরিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। বাংলা বাজার নামক স্থানে একটি ভেইলি ব্রীজের পাটাতন খুলে ফেলা হয়। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাজী বুরহান উদ্দিন সড়কে নন্দিরাই ও নয়াগ্রাম হইতে চলিতাবাড়ী ব্রীজ পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার সড়কের গাছ ফেলে রাস্তা অবরোধ করে রাখে। আজ সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে এ দু’টি সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে ফেললে ১২টার দিকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। অপরদিকে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর নিয়ে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধ করার জন্য কানাইঘাট উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, নির্বাচন অফিসসহ গুরুত্বপূর্ণস্থানে পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশাসনিক এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুললেও গত দু’দিন ধরে পৌর শহরসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সরকার দলীয় সমর্থকদের বাড়ীতে সম্ভাব্য হামলা ঠেঁকাতে রাত জেগে বিভিন্ন স্থানে পাহারা বসানো হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি ‌'কানাইঘাট নিউজকে'বলেন, কানাইঘাটে সার্বিক আইনশৃঙ্খলা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিচ্ছিন্ন ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়