Wednesday, October 30

কানাইঘাটে বাদীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক:
 ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে কানাইঘাটে একটি সিএনজি ফোরষ্টোক গাড়ী ভাংচুরের অভিযোগে গাড়ীর চালক বাদী হয়ে জামায়াত শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে কানাইঘাট থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এ ঘটনায় মামলার বাদী কানাইঘাট সদর ইউপির বীরদল ছোটফৌদ গ্রামের মৃত আনিছুল হকের পুত্র উপজেলা শ্রমিকলীগ নেতা জাবেদ আহমদ (২৩) কে এলোপাতাড়ীভাবে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। আহতের আত্মীয় স্বজনরা জানান, জাবেদ আহমদ আজ বুধবার আনুমানিক সন্ধ্যে ৬টায় স্থানীয় বীরদল বাজার থেকে নিজ বাড়ীতে ফিরছিল। এ সময় খালপার রাস্তা দিয়ে আসার পথে অতর্কিতভাবে জামায়াত শিবির কর্মী জামাল, শামীম ও রুবেলের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল তাঁকে আক্রমন চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত ডাক্তার জাবেদকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায় নি। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়