Thursday, October 24

প্রধানমন্ত্রীর সদিচ্ছায় অনুমতি: ডিএমপি

ঢাকা : প্রধানমন্ত্রীর সদিচ্ছায় বিএনপিকে সমাবেশ করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘বিশৃঙ্খলা করবে না এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আশা করি তারা সেখানেই সমাবেশ করবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘নয়াপল্টনে জনসভা করার অনুমতি চেয়ে ফের বিএনপির একটি প্রতিনিধি এসেছিলেন। আমরা তাদের সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার অনুরোধ করেছি।’

তিনি বলেন, ‘আমরা সাংঘর্ষিক বিষয়ে যেতে চাচ্ছি না। আশা করছি, তারা অনুমতিস্থলেই সমাবেশ করবেন।’

সংবাদ সম্মেলনের আগে ডিএমপি কমিশনার বিএনপির চার সদস্যসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়