ঢাকা : নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে ৩৯২ কেন্দ্রের মেধ্যে ৭৫ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান (টেলিভিশন) পেয়েছেন
৬১,৯২০ এবং আওয়ামীল লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান দেয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪,২২৫ ভোট।
শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৯। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট মিলিয়ে প্রায় আট হাজার কর্মকর্তা নির্বাচনের কাজে রয়েছেন। র্যাব-পুলিশ-বিজিবি-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয় গত ৭ জানুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষিত হয় ২২ মে।
গত ১৫ জুন সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। সবকটিতেই বিজয়ী হন ১৮ দল সমর্থিত প্রার্থী। এ কারণে গাজীপুর সিটি নির্বাচন সবার আগ্রহের শীর্ষে। ১৪ দলীয় জোট চাচ্ছে গাজীপুরে জয়, আর জয়ের ধারাবাহিকতা চাচ্ছে ১৮ দলীয় জোট। সব মিলিয়ে গাজীপুর নিয়ে আলোচনা তুঙ্গে।--ডিনিউজ
৬১,৯২০ এবং আওয়ামীল লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান দেয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪,২২৫ ভোট।
শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় গণনা।
এই নির্বাচনে ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৯। প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্ট মিলিয়ে প্রায় আট হাজার কর্মকর্তা নির্বাচনের কাজে রয়েছেন। র্যাব-পুলিশ-বিজিবি-আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে ১১ হাজার সদস্য রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয় গত ৭ জানুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষিত হয় ২২ মে।
গত ১৫ জুন সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। সবকটিতেই বিজয়ী হন ১৮ দল সমর্থিত প্রার্থী। এ কারণে গাজীপুর সিটি নির্বাচন সবার আগ্রহের শীর্ষে। ১৪ দলীয় জোট চাচ্ছে গাজীপুরে জয়, আর জয়ের ধারাবাহিকতা চাচ্ছে ১৮ দলীয় জোট। সব মিলিয়ে গাজীপুর নিয়ে আলোচনা তুঙ্গে।--ডিনিউজ
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়