Monday, March 25

কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপালসহ দুই শিক্ষককে রাজনৈতিক মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে আজ সোমবার মাদ্রাসার ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১১টায় গাজী বুরহান উদ্দিন সড়কের মাদ্রাসা সংলগ্ন পয়েন্টে কয়েকশত ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আধ-ঘন্টা ব্যাপী মানববন্ধনে মাদ্রাসার শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী মনসুরিয়া মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল প্রতিহিংসা ও গ্রাজমূলকভাবে রাজনৈতিক মামলায় মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, প্রভাষক মাওলানা সাইফুল আলম ও সহকারী শিক্ষক বিলাল আহমদকে আসামী করা হয়। এদের মধ্যে সাইফুল আলম ও বিলাল আহমদ বিনা দোষে জেল কাটছেন বলে শিক্ষকরা অভিযোগ করেন। তারা বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব আখ্যায়িত করে বলেন, এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে। দাখিল, আলিম, ফাজিল, কামিল পরীক্ষার একমাত্র কেন্দ্র মাদ্রাসার দুই শিক্ষক জেল হাজতে ভাইস প্রিন্সিপাল পলাতক থাকায় মাদ্রাসার সার্বিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ছাত্র-শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। অবিলম্বে শিক্ষকদের উপর থেকে মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবী জানানো হয় সরকারের কাছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়