Thursday, March 28

!! কানাইঘাটে বিরোধী জোটের ডাকা দ্বিতীয় দিনের হরতাল শান্তিপূর্ণভাবে পালিত !!

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ১৮দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন কানাইঘাটে সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোথাও হরতালকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে ভোর থেকে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌর শহর সহ অন্তত ১৫টি স্থানে পিকেটিং ও মিছিল করে। বেলা ১২টায় পিকেটিং শেষে কানাইঘাট বাজারে হরতালের সমর্থনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, যুবদলের আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, থানা শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান, জাফর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, জালাল আহমদ জনি, পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কয়ছর আলমের নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল বের করে পূর্ব বাজারে প্রতিবাদ সভা করে। অপর দিকে সাড়ে ১২টায় থানা বিএনপির সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নূরুল ইসলাম, যুবদল নেতা ইসলাম উদ্দিন, ছাত্রদল নেতা বাছিত, জাকির, আজমলের নেতৃত্বে পৌর শহরে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌর শহরের মনসুরিয়া পয়েন্ট ও বাইপাস মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করে। বেলা বাড়ার সাথে সাথে হালকা ছোট যানবাহন চলাচল কিছু করলেও দূরপাল্লার সবধরণের যান চলাচল বন্ধ ছিল। ব্যাংক, বীমা খোলা থাকলেও লেনদেন হয়েছে সীমিত। সরকারী অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল নগন্য।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়