Thursday, February 28

!! সমমনা ৮ ইসলামী দলের নতুন জোট, জামায়াত বাদ !!

!! সমমনা ৮ ইসলামী দলের নতুন জোট, জামায়াত বাদ !!

সমমনা ৮টি ইসলামী দল নিয়ে নতুন জোট ঘোষণা করা হয়েছে। ব্লগে ইসলাম বিরোধী প্রচারণার অভিযোগে কয়েকটি দল গত কদিন ধরে সহিংস কর্মকাণ্ড পরিচালনার পর এ জোট ঘোষণা করা হলো। ইসলামী দলসমূহ নামে এ জোটে জামায়াত বা জামায়াত সর্মথিত কোন দল বা সংগঠন নেই বলে দাবি করা হয়েছে। নতুন জোটের নেতারা দাবি করেছেন, জামায়াত বিষয়ক বিতর্ক এড়াতেই নতুন ৮টি দল নিয়ে এ জোট গঠন করা হলো। যাতে আমাদের আন্দোলন নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। নতুন জোটের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বলেন, ইসলাম বিরোধী সব যড়যন্ত্র রুখতেই আমরা এ জোট গড়েছি। এর আগে ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে আন্দোলন করেছিলাম। কিন্তু সেখানে জামায়াত সর্মথিত কিছু দল ঢুকে যাওয়ার নতুন করে এই জোটে করেছি। জানা যায়, গত বছর থেকে ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে আন্দোলন করে আসছেন আহমেদুল্লাহ আশরাফ। তিনিই ১২ দলের প্রধান সমন্বয়ক ছিলেন। এখন বির্তকের জেরে আবারো ৮টি দলের ব্যানারে জোট করেছেন। সেখানেও তিনি প্রধান হিসেবে কাজ করবেন।



গত শুক্রবার বায়তুল মোকাররমসহ সারাদেশে জামায়াত সর্মথিত কয়েকটি দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার ১২ দলের সঙ্গে এই দলগুলোও বির্তকিত হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে ওই জোট ভেঙে নতুন এই জোট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট (আমিনী), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী, জমিয়াতুল ওলামায়ে পরিষদ, গণসেবা আন্দোলন, নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটি ও ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ নতুন জোটে এখন কাজ করবে। খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মওলানা ফখরুল ইসলাম বলেন, অনেক যাচাই করে আমরা আটটি দল একত্রিত হয়েছি। এখানে জামায়াত বা তাদের সর্মথিত কোন দল নেই। তিনি বলেন, গত শুক্রবার বায়তুল মোকাররমে সহিসংতার সঙ্গে আমাদের কোন সর্ম্পক নেই। একটি মহল পরিকল্পতিভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমাদের মধ্যে একটি কুচক্রী মহল ঢুকে আমাদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পারে। এ ব্যাপারে এখন আমরা সবোর্চ্চ সর্তক থাকবো।



মওলানা ফখরুল ইসলাম আরো বলেন, আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে আমরা আন্দোলন করবো। আনুষ্ঠানিকভাবে এখনও কোন নাম দেওয়া হয়নি। তবে 'ইসলামী দলসমূহ' নামে আমরা আন্দোলন করে যাবো। ইসলামী এক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী বলেন, সামনে আন্দোলনে কোন বির্তক যাতে না হয় সেজন্য নতুন জোট করেছি। এই জোটের ব্যানারে ব্লগারদের গ্রেফতারের দাবিতে আগামী শুত্র�বার বায়তুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি পালন করবো।(ফেয়ার নিউজ)



Wednesday, February 27

:: কানাইঘাটে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল ::

:: কানাইঘাটে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত কর্তৃক রায় ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বুধবার বাদ আছর উত্তর বাজারে জামায়াত শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী সাঈদীর মুক্তির দাবীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ বাজারে আসার আগেই দ্রুত নিরাপদে চলে যায় মিছিলকারীরা। এদিকে হরতালকে কেন্দ্র করে নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি রয়েছে বলে থানার ওসি আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

!!কানাইঘাটে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মুমিন চৌধুরী!!

!!কানাইঘাটে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মুমিন চৌধুরী!!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আগামী জাতীয় নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জেলা আ’লীগনেতা আলহাজ্ব এম.এ মুমিন চৌধুরী বলেছেন, ইসলামের সুমহান আদর্শ থেকে আজ আমরা দূরে সরে দাঁড়াবার কারণে সমাজে হানাহানি, দলাদলী চলছে। এ থেকে উত্তোরণ পেতে হলে ব্যক্তি, পরিবার ও সমাজের সকল ক্ষেত্রে ধর্মের অনুশাসন মেনে চলে আমাদের জীবন যাপন করতে হবে। তিনি কানাইঘাট-জকিগঞ্জ এলাকাকে হক্কানী উলামায়ে কেরামের ঘাটি উল্লেখ করে বলেন, আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে বাতিল শক্তির বিরুদ্ধে ইসলামের প্রচার-প্রসারে মাঠে-ময়দানে কাজ করে যেতে হবে। মুমিন চৌধুরী কানাইঘাটের মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য অতীতের মতো তার পক্ষ থেকে সব ধরণের আর্থিক সহযোগীতার অঙ্গিকার করে বলেন, মাদ্রাসার ছাত্রদের বৃত্তিপ্রদান এবং দরিদ্র ছাত্রদের লেখাপড়ার জন্য তার প থেকে শীঘ্রই উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। মুমিন চৌধুরী গত মঙ্গলবার কানাইঘাট মমতাজগঞ্জ জামেয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল এবং একই দিনে বড়দেশ মুজাহিরুল উলুম মাদ্রাসা মাঠে দুদিন ব্যাপী সিরাতুন্নবী (সঃ) মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এছাড়া মুমিন চৌধুরী গতকাল বুধবার দুর্লভপুর খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার বার্ষিক জলসায় মেহমান হিসাবে যোগদান করে মাদ্রাসার পাকা ভবনের ছাদ ঢালাইয়ের সকল অর্থ বরাদ্দের আশ্বাস প্রদান করেন। পৃথক এসব দ্বীনি মাহফিলে দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন।

:: জামায়াত হরতাল ডেকেছে ::

:: জামায়াত হরতাল ডেকেছে ::

বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই হরতালের ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের উপর জুলুম নিপীড়ণের প্রতিবাদে ও বিশ্বনন্দিত মুফাস্সিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ট্রাইব্যুনাল গতকাল বুধবার সাঈদীর মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণার পর এ নিয়ে জরুরি বৈঠকে বসে জামায়াত। ওই বৈঠকেই হরতালের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিনও সারাদেশে হরতাল করে জামায়াত।(ফেয়ার নিউজ)

মসজিদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না

মসজিদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না

মসজিদকে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করতে দেওয়া হবে না। ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের স্থান। তাই মসজিদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। গত ২২ ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের কার্পেটে আগুন লাগিয়ে এবং মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মসজিদের পবিত্র পরিবেশ নষ্ট করা হয়েছে। এ দৃশ্য সারা বিশ্ব মিডিয়ার মাধ্যমে দেখেছে। এতে একদিকে দেশের মর্যাদা বিনষ্ট হয়েছে তেমনি দেশের ধর্মপ্রাণ মুসলমানদের সম্পর্কেও একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। এটি জাতির জন্য একটি কলঙ্কিত ঘটনা। গত মঙ্গলবার এক বৈঠকে মসজিদের পবিত্রতা রক্ষার্থে এ সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতি ও বায়তুল মোকাররম বণিক গ্রুপ। গত মঙ্গলবার রাতে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।



প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই ইসলাম ও দেশের মর্যাদা রক্ষার্থে মসজিদকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখতে হবে। বৈঠকে বক্তারা বলেন, বায়তুল মোকাররম মার্কেট হচ্ছে দেশের সবচেয়ে বড় স্বর্ণের বাজার। এছাড়াও এখানে অনেক ধরনের দোকানপাট রয়েছে। সেদিন যদি কার্পেটের আগুন থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো, তাহলে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হতো। বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াকুব আলীসহ কমিটির সদস্যরা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন।



সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামকে কলঙ্কিত করার জন্য দেশে-বিদেশে যে চক্রান্ত চলছে, এরই অংশ হিসেবে গত শুক্রবার এ ধরনের জঘন্য ঘটানো হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ইরাকসহ কয়েকটি মুসলিম দেশ রাজনৈতিক উদ্দেশ্যে মসজিদকে ব্যবহার করে। সেসব দেশে মসজিদে প্রতিনিয়ত বোমা বিস্ফোরণ ঘটিয়ে মুসল্লিদের হত্যা করা হচ্ছে। সেসব দেশের মসজিদে আজ প্রাণের ভয়ে নামাজিরা যেতে ভয় পান। ধর্মপ্রাণ জনগণকে সচেতন থেকে এই কুচক্রী মহলকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কিছুতেই বাংলাদেশে এ পরিস্থিতি সৃষ্টি করতে দিতে পারি না।(ফেয়র নিউজ)



Tuesday, February 26

:: কানাইঘাটে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত ::

:: কানাইঘাটে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত ::

নিজস্ব প্রতিবেদক:
জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভার আলোকে কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা আলী হুসেন শামীমের পরিচালনায় এ অবহিতকরণ সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং জেলেদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক ড. নিত্যানন্দ দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলেন, দেশের নির্যাতিত, অধিকার বঞ্চিত প্রকৃত জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে সারা দেশের জেলেদের চিহ্নিত করে তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে সারাদেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলেদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে দেশের উন্মুক্ত জলমহাল, নদী-নালায় তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সরকারের সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে সব ধরণের বৈষম্য থেকে জেলেরা রক্ষা পাবে।

Monday, February 25

!! হাফিজ মজুমদারের তহবিল থেকে কানাইঘাটে নগদ অর্থ বিতরণ !!

!! হাফিজ মজুমদারের তহবিল থেকে কানাইঘাটে নগদ অর্থ বিতরণ !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ৩০ জন দারিদ্র্যের মাঝে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের ঐচ্ছিক তহবিল থেকে নগদ দেড় লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩০জন দারিদ্র্যের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, এমপি মজুমদারের কানাইঘাটের উন্নয়ন সমন্বয়কারী জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, আব্দুল মুহিন চৌধুরী, ডাঃ ফয়াজ আহমদ প্রমুখ।

:: কানাইঘাটে দুর্বৃত্তচক্রের হামলায় ইউপি সদস্য আহত ::

:: কানাইঘাটে দুর্বৃত্তচক্রের হামলায় ইউপি সদস্য আহত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী পাত্রমাটি গ্রামের সরকারী রাস্তার মাটি ভরাটের কাজ পরিদর্শনের সময় সোমবার একদল দুর্বৃত্তচক্রের হাতে ঝিঙ্গাবাড়ী ইউপির ৬ং ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন (৩৫) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত এ ইউপি সদস্যকে সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাত্রমাটি গ্রামের আয়শা মার্কেট হইতে সুরমা ডাইক পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ প্রত্য করতে সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে যান। পূর্বে উক্ত সরকারী রাস্তায় মাটি ভরাটের কাজ বন্ধ করার জন্য পাত্রমাটি গ্রামের কতিপয় কয়েকজন লোক রিয়াজ উদ্দিনকে বাঁধা প্রদান করেন। জনস্বার্থে তিনি সরকারী সিদ্ধান্ত মোতাবেক রাস্তার মাটি ভরাটের কাজ শুরু করায় পাত্রমাটি গ্রামের মড়া মিয়ার পুত্র জলাল উদ্দিন (৩০), নূরুল আম্বিয়া (৪০) ও সুহেল আহমদ (২০) এর নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কানাইঘাট থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

Sunday, February 24

!! বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান অসুস্থ !!

!! বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জমির উদ্দিন প্রধান অসুস্থ !!

নিজস্ব প্রতিবেদক:
বর্ষীয়ান রাজনীতিবিদ জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান (৬০) উচ্চরক্তচাপ জনিত রোগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আজ রবিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিকেল অনুমান ২টার দিকে নিজবাড়ী নিজ চাউরা দক্ষিণ গ্রামে জমির উদ্দিন প্রধান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাঁকে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য কতর্ব্যরত ডাক্তারগণ তাঁকে সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। এদিকে জমির উদ্দিন প্রধারেন অসুস্থতার সংবাদ পেয়ে আ’লীগ ও



অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার লোকজন হাসপাতালে ছুটে যান। তার আশু সু-স্বাস্থ্য কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের লোকজন।



:: কানাইঘাটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত :: জমিয়ত নেতা আটক ::

:: কানাইঘাটে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে হরতাল পালিত :: জমিয়ত নেতা আটক ::

নিজস্ব প্রতিবেদক:
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কয়েকটি ইসলামী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কানাইঘাটে বিক্ষিপ্ত উত্তেজনার মধ্য দিয়ে  পালিত হয়েছে। হরতাল চলাকালে সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল ইউপি কমপ্লেক্সের সামনে পিকেটিং শুরু করলে নিকটবর্তী চতুল বাজারে স্থানীয় আ’লীগ অংঙ্গসংগঠনের নেতারা হরতাল বিরোধী মিছিল করে পিকেটিং ভাঙ্গার চেষ্টা করলেও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতালকারীদের তাড়িয়ে দেয় এবং অবরুদ্ধ উপজেলা জমিয়তে সাংগঠনিক সম্পাদক মাওঃ



আলিম উদ্দিনকে আটক করে থানা নিয়ে আসে। গ্রেফতারকৃত মাওঃ আলিম উদ্দিন জানান, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে শারিরীক নির্যাতন করে মুখের দাঁড়ি ছিড়ে ফেলে। এছাড়া হরতালের সমর্থনে বিক্ষিপ্তভাবে জমিয়ত, খেলাফত ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৌরসভার মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট এবং সড়কের বাজারে ১২টা পর্যন্ত পিকেটিং ও মিছিল করে। হরতাল চলাকালে পৌর শহরের দোকানপাট, ব্যাংক-বীমা খোলা ছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল শুরু হয়, অফিসপাড়া খোলা থাকলেও উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম।



Saturday, February 23

::যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কানাইঘাটে আ’লীগের মিছিল ::

::যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীতে কানাইঘাটে আ’লীগের মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে পরিকল্পিতভাবে জামায়াত শিবিরসহ বিভিন্ন ইসলামী দলের ব্যানারে গত শুক্রবার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি, শহীদ মিনারসহ গণজাগরণ মঞ্চে ভাংচুরের প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট বাজারে বিক্ষোভ মিছিল করেছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৩টায় যুদ্ধাপরাধীদের ফাঁসি, শুক্রবারের তান্ডবের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে ত্রিমোহনী পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ, নাসির উদ্দিন, খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, যুবলীগ নেতা ইকবাল, আব্দুল মুমিন, শ্রমিকলীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, নুরুল ইসলাম জালালী, আব্দুল কুদ্দুস, শামীম আজাদ, আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সাজু, মারুফ আহমদ প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী জানান।

:: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কানাইঘাট প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ ::

:: সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কানাইঘাট প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ ::

নিজস্ব প্রতিবেদক:
গত শুক্রবার সমমনা কয়েকটি ইসলামী দলের বিক্ষোভ মিছিলের ছবি ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলা চালিয়ে আহত, ক্যামেরা ভাংচুর, এবং বিভিন্ন গণমাধ্যমের অফিসে অগ্নি সংযোগ ও হুমকি ধমকির ঘটনায় কানাইঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবী ও জানিয়েছেন  প্রেসক্লাব নেতৃবৃন্দ।  এক বিবৃতিতে নেতৃবৃন্দ এধরনের গৃণিত কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি আহবান জানিয়ে বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি প্রেসক্লাব নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, সহসভাপতি বাবুল আহমদ, আব্দুর রব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মিছবাউল ইসলাম চৌধুরী, সম্মানিত সদস্য মঈনুল হক বুলবুল, শাহজাহান সেলিম বুলবুল, মাহবুবুর রশিদ, আম্বিয়া চৌধুরী, আব্দুন নুর, কাওছার আহমদ প্রমুখ।

::কানাইঘাটে ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল::

::কানাইঘাটে ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল::

নিজস্ব প্রতিবেদক:
আল্লাহ, রাসুল (সাঃ) ও ইসলাম নিয়ে কটুক্তিকারী ব্লগারদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হেফাজতে ইসলামের আহবানে আজ শুক্রবার বাদ আসর কানাইঘাট বাজারে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ১৮ দলীয় ঐক্যজোটের অর্ন্তভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বাদ আসর কানাইঘাট জামে মসজিদ প্রাঙ্গন থেকে হেফাজতে ইসলামের ব্যানারে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা মিছিল বের করে। এর কিছুক্ষণ পর পৃথকভাবে কৌমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে জমিয়তে উলামা ইসলাম পৃথক আরেকটি মিছিল বের করে। মিছিল থেকে বিক্ষোভকারীরা আল্লাহ, মহানবী ও ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ লেখক, ব্লগারদের নাস্তিক দাবী করে তাদের ফাঁসির দাবী করে। মিছিল পরবর্তী হেফাজতে ইসলামের ব্যানারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রভাষক ফরিদ আহমদ, বশির আহমদ, আব্দুল মন্নান, নুরুল ইসলাম, শহীদুর রহমান, নজরুল ইসলাম, মাওঃ খলিলুর রহমান, মাওঃ শরিফ উদ্দিন, মাওঃ হুদুর রহমান, মাওঃ আমানুর রহমান চৌধুরী, মাওঃ হিফজুর রহমান। অপরদিকে জমিয়তে উলামা ইসলামের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মাওঃ শফিকুর রহমান, মাওঃ মুফতি এবাদুর রহমান, মাওঃ আলিম উদ্দিন, মাওঃ খলিলুর রহমান, হাফিজ শাহীন আহমদ, মাওঃ ফয়েজ উদ্দিন, হাফিজ রিয়াজ, মাওঃ মহি উদ্দিন প্রমুখ। মিছিল চলাকালে বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভকারীদের সাথে কোন ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।

Thursday, February 21

:: কানাইঘাটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ::

:: কানাইঘাটে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসে সূচনা লগ্নে রাত ১২টা ০১মিনিটের সময় কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা ও পৌর আ’লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

!! কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসেম্মলন সম্পন্ন !!

!! কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসেম্মলন সম্পন্ন !!

আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ মুফতি সালমান মনসুরপুরী বলেছেন, পৃথিবীতে আজ অশান্তির মূল কারণ হচ্ছে, মানুষ তার প্রকৃত মালিককে ভুলে গেছে। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অন্যের অধিকারে ভাগ বসানো। তিনি বলেন, এ সবই হলো ইলমে দ্বীনের পারদর্শীতার অভাব। মাওলানা মনসুরপুরী বলেন, যারা এক আল্লাহ ছাড়া বহুত্ববাদে বিশ্বাসী হয়েগেছে তারা জাহান্নামী। আল্লামা মনসুরপুরী বলেন, মহানবী (সা.) এর পদাঙ্ক অনুস্মরণের মধ্যেই মানব জীবনের কল্যাণ নিহিত। মেহমান তাঁর বক্তব্যে কানাইঘাট মাদরাসার ইতিহাস অবদান তুলে ধরে বলেন, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহ.) এবং দারুল উলূম দেওবন্দ ও কানাইঘাট দারুল উলূম একই সুত্রে গাঁথা। তিনি গত গত বুধবার শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট, সিলেট এর বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

:: অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ::

:: অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ::

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একুশে ফেব্র“য়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালি স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষা আন্দোলনের ৬১ বছর পূর্ণ হলো আজ। বস্তুত একুশে ফেব্র“য়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য এদিন জীবন দিয়েছিল। ইউনেস্কো ১৯৯৯ সালে ঐতিহাসিক একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে। শহীদ



:: কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে লাখো মানুষের ঢল ::

:: কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে লাখো মানুষের ঢল ::

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্থাবিদ আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত কানাইঘাট দারুল উলূম ও দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে  লাখো ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটেছে। অন্যান্য বছরের চেয়ে এবারের ইসলামী মহাসম্মেলনে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল বেশি। উক্ত এ ইসলামী সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত হক্কানি উলামায়ে কেরামগণ তাফসীর পেশ করেন। বার্ষিক এ ওয়াজ মাহফিলকে ঘিরে পৌর এলাকায় ঘরে ঘরে আত্মীয়-স্বজনদের মহামিলন ঘটে। দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ইসলামী জলসায় দলে দলে যোগদান করে আল্লামা বায়মপুরি (রাঃ) এর মাজার জিয়ারত করতে সমবেত হন। পৌর শহরে এদিন কোটি কোটি টাকার বেচা-কেনা হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। বার্ষিক এ মহাসম্মেলনে প্রতি বছরই মাদ্রাসার পরিচালনার জন্য সর্বস্তরের মানুষ যার যার সাধ্যানুযায়ী দান-খয়রাতের মাধ্যমে নগদ অর্ধকোটি টাকার মতো ছদকা-খয়রাদ উঠে। এবারের বার্ষিক এ মহা সম্মেলনে মাদ্রাসায় প্রায় দেড়কোটি টাকা মূল্যের জমি প্রদান করেন সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী দানবীর সমাজসেবী শিক্ষানুরাগী আ’লীগ নেতা আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে এ দ্বীনি প্রতিষ্ঠানে প্রতিবছর লক্ষ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়ে আসছেন। কোটি টাকার জমি মাদ্রাসায় দান করায় এ মাহফিলে উপস্থিত লাখো মানুষ নারায়ে তাকবীর কন্ঠে মুমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত জনতার পক্ষ থেকে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। তিনি লাখো মানুষের এই সমর্থনের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে আগামী নির্বাচনে কানাইঘাট জকিগঞ্জের মানুষের আশা প্রত্যাশা পূরণে এবং দ্বীন ইসলামের খেদমত করার জন্য নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। এসময় এ মাহফিলে উপস্থিত সবাই তার প্রতি স্বাগত জানান। মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ বীন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওঃ কারী হারুন রশিদের পরিচালনায় মাহফিলে তাফসীর পেশ করেন আল্লামা মুফতি মিজানুর রহমান ঢাকা,দারুল ঊলূম মাদ্রাসার শায়খুল হাদীস মাওঃ আলিম উদ্দিন দুর্লভপুরী মাওঃ ইয়াহিয়া মাহমুদ ঢাকা,মাওঃ মুফতি নুরুল হক, মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ নূরুল ইসলাম এল.এল.বি,মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট পৌর মেয়র লুতফুর রহমান,রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড.আহমদ আল-কবির, বিশিষ্ট সাংবাদিক এম.এ.হান্নান, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Wednesday, February 20

:: বীরদল এন.এম একাডেমীতে গুনীজন সংবর্ধনা অনুষ্টিত ::

:: বীরদল এন.এম একাডেমীতে গুনীজন সংবর্ধনা অনুষ্টিত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী বীরদল এন.এম একাডেমীর উদ্যোগে আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে “গুণীজন সংবর্ধনা পরিষদ” কর্তৃক এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাহবুবুল হক ও স্কাউট মাষ্টার শাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডাঃ আহমদ আল কবির। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দার,জকিগঞ্জের মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ আব্দুল হক,কানাইঘাট ডিগ্রী কলেজের অধ্যাপক লোকমান হোসেন,রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ ,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুর রহমান,মোঃ ফয়জুল হক,সমাজসেবী মোহাম্মদ আলী মেম্বার,ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার আলাউর রহমান,মোঃ তৌহিদ আহমদ,মুহিবুর রহমান,মো: ইলিয়াছ আলী,ইউপি সদস্য গোলাম রসুল ফরিদ,মাও মিছবা উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক মাওঃ কাজী নজরুল ইসলাম,স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ,শুভেচ্ছা বক্তব্য রাখেন গুণীজন সংবর্ধনা পরিষদের আহবায়ক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন,পরিষদের সদস্য সচিব ম্যানেজিং কমিটির সদস্য মঈনুল হক। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থী ,এলাকার গুনীজন,প্রধান ও বিশেষ অতিথি বৃন্দকে গুনীজন সংবর্ধনা স্মারক ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

!! কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মুমিন চৌধুরীর মতবিনিময় !!

!! কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মুমিন চৌধুরীর মতবিনিময় !!

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। কানাইঘাটের কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আজ বুধবার রাত ৭টায় কানাইঘাট প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নানের সভাপতিত্বে এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী কানাইঘাট-জকিগঞ্জে গণমানুষের আগামী দিনের আশা আকাংকার প্রতিফলন এবং এ দু’উপজেলাকে উন্নয়ন ও শিক্ষাদীক্ষায় একটি আলোকিত জনপদে পরিণত করার জন্য তার পরিকল্পনা তুলে ধরেন। জেলা আ’লীগের সিনিয়র সদস্য কুয়েত-বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের সিনিয়র সভাপতি ও কুয়েতস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের পরিচালক মধ্যপ্রাচ্য প্রবাসীদের এ নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য দীর্ঘদিন ধরে কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় গণসংযোগ করে আসছেন। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে অকুন্ট সমর্থন পাচ্ছেন উল্লেখ করে মুমিন চৌধুরী বলেন দলের হাই কমান্ড থেকে তিনি গ্রীণ সিগন্যাল পেয়ে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন। দল থেকে তাঁকে সিলেট-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে বলে তিনি দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেন। এজন্য সাংবাদিকদের পক্ষ থেকে তিনি সব ধরনের সহযোগিতা কামনা করেছেন। কানাইঘাট প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা মুমিন চৌধুরী প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় মুমিন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন সাঁতবাক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দস আলী বড়চতুল ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম্ আহ্বায়ক হাজী বাবুল আহমদ, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, উপজেলা কৃষকলীগের সভাপতি জামাল উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক থানা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, জীবান আহমদসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।




Monday, February 18

::কানাইঘাটে পুলিশের সাথে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ গ্রেফতার ৬ ::

::কানাইঘাটে পুলিশের সাথে জামায়াত শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া ॥ গ্রেফতার ৬ ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের সড়কের বাজার ঈদগাহ এলাকায় হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পিকেটারদের ইট পাটকেলের আঘাতে কানাইঘাট থানা পুলিশের এক এসআইসহ দুই কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা শর্টগানের গুলি বর্ষণ করলে ঈদগাহ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৩ জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার এবং কানাইঘাট বাজারে এক অভিযান চালিয়ে আরো ৩ জামায়াত শিবিরের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় ৬৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২৫০-৩০০ জামায়াত শিবির কর্মীকে আসামী করে পুলিশ এসল্ট মামলা আজ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামায়াত শিবিরের নেতাকর্মীরা সিলেট-জকিগঞ্জ সড়কের ঈদগাহ মাদ্রাসার পাশে রাস্তা অবরোধ করে পিকেটিং করলে সকাল ১১টায় পুলিশ রাস্তার অবরোধ তুলতে গেলে পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় কানাইঘাট থানার এস.আই. বশির সহ ৩ পুলিশ আহত হয়। এক পর্যায়ে পুলিশ পিকেটারদের ছত্রভঙ্গ করতে ১৩ রাউন্ড ফাকা শর্টগানের গুলিবর্ষণ করে। এছাড়া জামায়াত শিবিরের নেতাকর্মীরা আজ গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট ও সড়কের বাজার, গাছবাড়ী বাজারসহ কয়েকটি স্থানে  পিকেটিং মিছিল করতে দেখা গেছে। হরতাল চলাকালে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক। অপরদিকে কানাইঘাট বাজারে হরতালকারীরা হরতালের সমর্থনে কোন ধরনের মিছিল পিকেটিং করতে পারেনি। পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পৌর শহরে হরতাল বিরোধী তৎপরতা চালাতে দেখা গেছে। এব্যাপারে থানার ওসি আব্দুল হাইর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঈদগাহ এলাকায় পিকেটাররা রাস্তা অবরোধ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করলে পুলিশ বাধা দিলে পিকেটাররা পুলিশের উপর হামলা চালিয়ে ৩ পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

:: কানাইঘাটে বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জন জীবন অতিষ্ঠ ::

:: কানাইঘাটে বিদ্যুতের টানা লোডশেডিংয়ে জন জীবন অতিষ্ঠ ::

নিজাম উদ্দিন:
পল্লী বিদ্যুতের চরম খামখেয়ালিপনায় কানাইঘাটে ভোক্তভোগী ও বিদ্যুৎগ্রাহকরা অতিষ্ট হয়ে উঠেছেন। কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহে ৪/৫দিন বিদ্যুৎ থাকে না। রাতের বেলায় অধিকাংশ এলাকায়ও একাধিকবার লোডশেডিং হচ্ছে । বিশেষ করে কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই দিনের বেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ব্যবসা বাণিজ্যে চরম ধ্বস নেমেছে। সরকারী অফিস, ব্যাংক, বীমা এবং ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ লাইন মেরামত হচ্ছে ও সিলেট কুমারগাঁও থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এ অজুহাত দেখিয়ে কানাইঘাট পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ জনসাধারণের বিড়ম্বনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অতীতে বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার বিষয়টি উপজেলা সদরে মাইকিং করে জনসাধারণকে  অবহিত করা হলেও বর্তমানে সপ্তাহে ৪/৫ দিন  অধিকাংশ সময় টানা লোডশেডিং হলেও এ ব্যাপারে জনসাধারণকে কোন ধরণের অবহিত করা হচ্ছে না। ফলে প্রশাসনিক দাপ্তরিক সেবা নিতে এসে চরম ভোগান্তির পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের লেখাপড়াও চরম ব্যাঘাত ঘটছে। বিদ্যুৎ গ্রাহকরা জানিয়েছেন কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসে নতুন ডিজিএম আবুল কালাম আজাদ যোগদানের পর থেকেই পল্লীবিদ্যুৎ অফিস ফ্রি স্টাইলে চলছে। গ্রাহকদের সাথে তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার করে থাকেন তিনি। বিদ্যুতের চরম লোডশেডিংয়ের ঘটনায় অনেকে আঙ্গুল তুলেছেন তার দিকে। বিদ্যুৎ অফিসে এসে নতুন গ্রাহকরা সেবা নিতে এসে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। বিদ্যুৎ চলে যাওয়ার পরপরই অফিসের নির্দিষ্ট মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। ডিজিএম’র নাম্বার বন্ধ থাকে, অনেক সময় খোলা থাকলেও ফোন দিলে তিনি রিসিভ করেন না এ ধরণের বহু অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ডিজিএম আবুল কালাম আজাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার পর ফোন রিসিভ করেন তিনি। বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়টি জানতে চাইলে তিনি ‍‍"কানাইঘাট নিউজকে" জানান, বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলছে। টানা লোডশেডিংয়ের বিষয়টি জানতে চাইলে তিনি কোন সদুত্তোর না দিয়ে বলেন আমাদের দোষ নেই, কুমারগাঁও থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় ফলে লোডশেডিং হচ্ছে। অচিরে এ সমস্যাটি কেটে যাবে বলে তিনি জানান।
!!কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার জলসা বুধবার !!

!!কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার জলসা বুধবার !!

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ,উস্তাদুল মুহাদ্দিসীন ও মুফাসসিরীন ফকিহুল মিল্লাত কালজয়ী বিরল ব্যক্তিত্ব আল্লামা মুশাহিদ বায়মপুরী(রহঃ) এর পূণ্যস্মৃতি বিজড়িত, লাখো লাখো মুসলিম জনতার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদীস কানাইঘাট মাদরাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন আগামী ২০শে ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০.০০ ঘটিকা হতে পরদিন সকাল পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, মাদরাসার আঙ্গিনায় যুগ শ্রেষ্ঠ ওলী আল্লামা মুশাহিদ বায়মপুরীর সমাধি থাকার সুবাধে প্রতি বছর বার্ষিক মাহফিলে মাজার যিয়ারতের উদ্দেশ্যে লক্ষ লক্ষ জনতার সমাগম ঘটে। ধারণা করা হচ্ছে এ বছরও লাখো লাখো জনতার মহা মিলন ঘটবে ইনশাআল্লাহ। এদিকে মাদরাসার এ বার্ষিক মাহফিলকে সফল ও সার্থক করে তোলার জন্য জামেয়ার প্রিন্সিপাল আলিমকুল শিরোমনী আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী দেশের সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন।(বিজ্ঞপ্তি)



Sunday, February 17

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত শিক্ষার্থীদের বজ্রকন্ঠে উচ্চারিত

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত শিক্ষার্থীদের বজ্রকন্ঠে উচ্চারিত

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে ঘোষিত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের ন্যায় আজ কানাইঘাটের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত শিক্ষার্থীদের বজ্রকন্ঠে উচ্চারিত হয়েছে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ঘোষিত এ কর্মসূচী অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছ।



:: জামায়াতের ডাকা হরতাল কানাইঘাটের জনজীবনে প্রভাব পড়েনি ::

:: জামায়াতের ডাকা হরতাল কানাইঘাটের জনজীবনে প্রভাব পড়েনি ::

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটে জামায়াত-শিবিরের ডাকা অর্ধদিবস হরতালে কানাইঘাটে জনজীবনে কোন প্রভাব পড়েনি। পৌর শহরের দোকানপাঠ খোলা ছিল, ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হয়েছে। দূরপাল্লার বাস ব্যাতি রেখে সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। শিাপ্রতিষ্ঠান খোলা ছিল, যথারীতি এস.এস.সি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হরতালের সমর্থনে সকালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গাজী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, গাছবাড়ী বাজারসহ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে পিকেটিং করে। অপরদিকে জামায়াত শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে বেলা ১টায় কানাইঘাট পৌর শহরে পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, নাছির উদ্দিন, খলিলুর রহমান, নাজমুল ইসলাম হারুন, শ্রমিকলীগের আহ্বায়ক জসীম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সাজু, মারুফ আহমদের নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলবেধে হরতাল বিরোধী মহড়া দেয়। আ’লীগের নেতৃবৃন্দ বলছেন জামায়াত শিবিরের ডাকা সোমবারের সকাল সন্ধ্যা হরতাল মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

Saturday, February 16

:: কানাইঘাটে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ::

:: কানাইঘাটে বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ::

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার ভিশন ২০২১ বাস্তবায়নের মধ্য দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল দেশ রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তিনি বিগত ৪বছরে সরকারের শিক্ষাক্ষেত্রে বহুমুখী সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আজ বিশ্ব ব্যাপী সমাদৃত ও প্রশংসিত হচ্ছে। মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার সকাল ১১টায় কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের ২৯তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সভাপতিত্বে ও ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাস চন্দ উপস্থাপনায় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে আরো বলেন, আমাদের নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধের চেতনায় আজ জাগ্রত হয়ে উঠেছে। একদিন তারা  জাতির জনকের স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে সক্ষম হবে। তিনি হাফিজ মজুমদার এমপিকে শিক্ষার এক দিকপাল উল্লেখ করে বলেন তিনি সিলেটে বিশ্বমানের বিদ্যাপিঠ স্কলার্সহোম ও কারীগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এ অঞ্চলের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছেন। তার প্রতিষ্ঠিত ট্রাষ্ট থেকে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে নিজেদের আলোকিত করছে। সিলেটের মানুষের মাঝে কর্মের মাধ্যমে মজুমদার চিরদিন বেঁচে থাকবেন বলে তিনি উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট স্কলার্সহোমের অধ্যক্ষ ড. কবির চৌধুরী, অধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী, ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জমির উদ্দিন, সমাজসেবী ওলিউর রহমান, ছাত্রছাত্রীদের পক্ষে শামীমা রহমান, ফাহমিদা সুলতানা। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা আ’লীগের সহসভাপতি মাসুক উদ্দিন, লুকমান চৌধুরী, জেলা আ’লীগ নেতা মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, কানাইঘাট উপজেলা আ’লীগের আহ্বায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, জকিগঞ্জের পৌর মেয়র, সোনাউল্লাহ, আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, ইসতিয়াক আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এরপর তিনি মালিক নাহার মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Friday, February 15

:: শিক্ষামন্ত্রী কানাইঘাট আসছেন কাল ::

:: শিক্ষামন্ত্রী কানাইঘাট আসছেন কাল ::

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এক সংক্ষিপ্ত সফরে আগামীকাল শনিবার কানাইঘাটে আসছেন। তিনি ঐদিন সকাল সাড়ে ১০টায় কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের প্রতিষ্ঠিত হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের ২৯তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাড়ে ১২ টায় বৃহত্তর জৈন্তিয়া কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সোহারাব হোসেন মন্ত্রীর সফরসূচি বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার উপস্থিত থাকবেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার চার বছর পর কোন মন্ত্রীর এটাই প্রথম কানাইঘাট সফর।

!!কানাইঘাটে দোকান কর্মচারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা!!

!!কানাইঘাটে দোকান কর্মচারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা!!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারের মারুফ সু ষ্টোরের এক কর্মচারীকে বাড়ী যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত গলায় ও মুখে কান টুপি পেঁচিয়ে, হাত পা রশি দিয়ে বেঁধে মহেষপুর সড়কে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে
বাজারের মারুফ সু ষ্টোরের কর্মচারী কাজ শেষে স্থানীয় মহেশপুর গ্রামের বশির আহমদের পুত্র মাসুক আহমদ (১৭) নিজ বাড়ীতে একা ফিরছিল। মহেশপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পার্শ্বে আসামাত্র এক দল দুর্বৃত্ত মাসুক আহমদকে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে প্রথমে তার গলায় ও মুখে কান টুপি পেঁচিয়ে এবং হাত পা বেঁধে রাস্তায় ফেলে চলে যায়। রাতে বাড়ী ফেরার পথে দুর্লভপুর গ্রামের শামীম আহমদসহ কয়েকজন ব্যবসায়ী মাসুক আহমদকে রাস্তায় পড়ে থাকতে দেখে শোর-চিৎকার দিলে আশপাশের লোকজন এবং মাসুক আহমদের পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনাটি ঐ দিন রাতেই কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Thursday, February 14

:: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে কানাইঘাটে প্রতিকী মঞ্চ তৈরি ::

:: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে কানাইঘাটে প্রতিকী মঞ্চ তৈরি ::

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে শাহবাগ প্রজন্ম চত্বরের চলমান আন্দোলন সংগ্রামের প্রতি একাত্মতা প্রকাশ করে কানাইঘাট চতুল বাজারে অবস্থিত শহীদ মিনারে যুদ্ধাপরাধীদের প্রতিকী ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। ৫ নং বড় চতুল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের উদ্যেগে এবং সম্মিলিত সংগ্রাম পরিষদের ব্যানারে শহীদ মিনারে এ প্রতিকী ফাঁসির মঞ্চ গতকাল তৈরি করা হয়। এছাড়াও গতকাল শাহবাগের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে শহীদ মিনার চত্বর ও আশপাশ এলাকার মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সারা দেশের মানুষ শাহবাগের নতুন প্রজন্মের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। যে আন্দোলন গড়ে উঠেছে তার মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় নিশ্চিত হবে বলে তিনি জানান।



:: কানাইঘাটে জামায়াত শিবিরের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ::

:: কানাইঘাটে জামায়াত শিবিরের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ::

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধের দায়ে আটক মাওঃ দেলোওয়ার হোসেন সাইদীর মুক্তির দাবীতে উলামা মাশায়েখ সংগ্রাম পরিষদের ব্যানারে আজ জামায়াত শিবিরের মিছিলকে কেন্দ্র করে কানাইঘাট বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং কঠোর ভূমিকার কারণে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা কোন ধরনের অরাজকতা করতে পারেনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ২টায় উলামায়ে মাশায়াখদের ব্যানারে জামায়াত-শিবিরের তিন শতাধিক নেতাকর্মী স্বশস্ত্র অবস্থায় লাঠি-সোঁটা নিয়ে বাজারে মিছিল বের করে। মিছিলটি বাজারের ত্রিমহোনী পয়েন্ট অতিক্রম করে দণি বাজারে যাওয়ার পথে পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জামায়াতের মিছিলকে ধাওয়া দিলে বাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা সংঘর্ষের আশংকায় তাদের দোকান পাট বন্ধ করে দেন। এসময় দু’পক্ষের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট,পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ মিছিলকারীদের পিছু নিলে দক্ষিণ বাজারে সিএনজি স্টেশনে গিয়ে মিছিলকারীরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশের বাধার মুখে জামায়াত শিবির নেতাকর্মীরা আন্তর্জাতিক ট্রাইবুনালকে ভেঙ্গে দাও পুড়িয়ে দাও এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে গিয়ে পথসভা করে। অপরদিকে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দলবেধে বাজারে জামায়াত শিবির বিরোধী মহড়া দিতে দেখা গেছে।

Wednesday, February 13

জাপানী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ

জাপানী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের ঢাবি উপাচার্যের সাথে সাক্ষাৎ

ঢাবি : জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনুষদের অধ্যাপক মিজুকি নাকাসা ও অধ্যাপক এরি হাবু বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাৎ করেছেন। উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোসলেহ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
আলোচনাপর্বে দুই পক্ষ পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ একাডেমিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উচ্চশিক্ষায় গবেষণা বাড়ানোর বিষয়েও তারা আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে আরও ছাত্র, শিক্ষক, গবেষক বিনিময়ের উপর জোর দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার জন্য ঢাবি উপাচার্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
:: কানাইঘাটে ১হাজার টাকার ১৫টি জাল নোটসহ ১জন গ্রেফতার ::

:: কানাইঘাটে ১হাজার টাকার ১৫টি জাল নোটসহ ১জন গ্রেফতার ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ বাংলাদেশী ১হাজার টাকা মূল্যের ১৫টি জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার সীমার বাজারে জাল নোট আদান প্রদানের সময় বাজারের ব্যবসায়ীরা উপজেলার নিজ দলইকান্দি গ্রামের মৌলানা জালাল উদ্দিনের পুত্র হাফিজ লুৎফুর রহমান (৩৫) কে আটক করেন। পরে খবর পেয়ে থানার এস.আই রশিদ সরকার ঘটনাস্থলে পৌঁছে লুৎফুর রহমানের দেহ তল্লাশী করে ১হাজার টাকা মূল্যের ১৫টি জাল নোট উদ্ধার করেন। উদ্ধারকৃত জাল নোটগুলির কয়েকটি একই নাম্বার রয়েছে বলে এস.আই. রশিদ সরকার কানাইঘাট নিউজকে জানিয়েছেন। এ ঘটনায় গ্রেফতারকৃত লুৎফুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় আজ একটি মামলা দায়েরে করেছে পুলিশ।

:: যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে কানাইঘাটে ৩ মিনিট নিরবতা পালন ::

:: যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে কানাইঘাটে ৩ মিনিট নিরবতা পালন ::

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধীদের ফাসির দাবীতে উত্তাল শাহবাগ প্রজন্ম চত্ত্বর থেকে ঘোষিত বিকেল ৪টা থেকে ৪টা ৩মিনিট পর্যন্ত সংহতি কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়ে আজ কানাইঘাটে যার যার অবস্থান থেকে ৩মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী সামাজিক সংগঠন সাংস্কৃতিক কর্মীসহ নানা পেশার মানুষ ঘড়ি কাটায় বিকেল ৪টা বাজার পর বিভিন্ন স্থানে সারিবদ্ধ দাড়িয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে এবং তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে শাহবাগের প্রজন্ম চত্ত্বরের কর্মসূচীকে স্বাগত জানিয়ে ৩মিনিটি নিরবতা পালন করতে দেখা গেছে।

:: কানাইঘাটে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ::

:: কানাইঘাটে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন ::

নিজস্ব প্রতিবেদক:
সিলেট রেঞ্জের ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া বলেছেন বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলার নৈপূর্নের মাধ্যমে দেশকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। একদিন গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলকে এদেশের তরুণ ফুটবলাররা তাদের নৈপূর্ণের মাধ্যমে আর্ন্তজাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করতে সম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এজন্য গ্রাম পর্যায় থেকে ফুটবলসহ অন্যান্য খেলায় খেলোওযাড়দের বের করে তাদের প্রতিভা বিকাশের জন্য বেশি বেশি করে খেলাধূলার আয়োজনের উপর তিনি গুরুত্বারুপ করেন। ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া গত সোমবার কানাইঘাট দূর্গাপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে চতুল বাজার সংলগ্ন মাঠে আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলায় চাক্তা একাদশ ট্রাইবেকারে চতুল বাজার প্রতিভা একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আ’লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই, চিত্রশিল্পী ভানু লাল দাস সহ খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।



Monday, February 11

:: কানাইঘাট স্বাস্থ্য কমপেক্সের ইউএইচও"র শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু ::

:: কানাইঘাট স্বাস্থ্য কমপেক্সের ইউএইচও"র শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডাঃ আবুল হারিছের ১৫ মাসের শিশু কন্যা ইসহাত তাহসিন জুহা পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের ডাঃ আবুল হারিছের একমাত্র কন্যা জুহা বাড়ীর সবার অগোচরে পুকুরে যায়। এক পর্যায়ে তাকে খোজাখুজি করে না পেয়ে সকাল ১০টার দিকে বাড়ীর লোকজন জুহার মৃতদেহ পানিতে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত বাড়ীর নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎকগণ তাকে মৃত ঘোষনা করেন। শিশু মেয়ে জুহার পানিতে মৃত্যুর ঘটনায় পরিবারের লোকজন বারবার মূর্চা যাচ্ছেন এবং শোকের ছায়া নেমে আসে।

::কানাইঘাটে বখাটের মোটর সাইকেলের আঘাতে এস.এস.সি পরীক্ষার্থী ছাত্রী গুরুতর আহত ::

::কানাইঘাটে বখাটের মোটর সাইকেলের আঘাতে এস.এস.সি পরীক্ষার্থী ছাত্রী গুরুতর আহত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট হারিছ চৌধুরী একাডেমীর এস.এস.সি পরীক্ষার্থী এক ছাত্রীকে লাথি মেরে রাস্তায় ফেলে দিয়ে ইচ্ছাকৃতভাবে মোটর সাইকেল শরীরের উপর দিয়ে উঠিয়ে গুরুতর আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত রোববার বেলা দেড়টায় পৌরসভার ডালাইচর গ্রামের কাউন্সিলার তাজ উদ্দিনের বাড়ীর সামনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হারিছ চৌধুরী একাডেমীর ছাত্রী হুছনে আরা বেগম (১৬) ও তার দু’সহপাঠী রবিবার এস.এস.সি পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের মোবারক আলীর পুত্র বুরহান উদ্দিন (২৫) ঐ ছাত্রীকে মোটর সাইকেল যুগে পিছন দিক থেকে স্বজোরে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়। পরবর্তীতে বখাটে বুরহান উদ্দিন হুছনে আরার শরীরের উপর দিয়ে মোটর সাইকেল উঠিয়ে দিলে সে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং নাক সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ সময় বুরহান উদ্দিন মোটর সাইকেলটি রাস্তায় রেখে পালিয়ে যায়। এক পর্যায়ে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন আহত এস.এস.সি পরীক্ষার্থী হোসনে আরাকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথা ও নাকের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আত্মীয় স্বজনরা সিলেটের রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
:: কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন ২০শে ফেব্রুয়ারী  ::

:: কানাইঘাট দারুল উলূম দারুল হাদিস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা-সম্মেলন ২০শে ফেব্রুয়ারী ::

বৃহত্তর সিলেটের সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপিঠ, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহ.) এর পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলূম দারুল হাদিস কানাইঘাট, সিলেট এর বার্ষিক ইসলামী মহা-সম্মেলন আগামী ২০শে ফেব্রুয়ারী ২০১৩ ঈং বুধবার, সকাল ১০.০০ ঘটিকা হইতে পরদিন সকাল পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন : আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ মুফতি সালমান মনসূরপুরী- ভারত। এদিকে মাদরাসার বার্ষিক এ মাহফিলকে সর্বাত্মক সফল ও সার্থক করে তোলার জন্য সর্বস্তরের মুসলিম জনসাধারণের প্রতি আহবান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাদরাসার নাইবে মুহতামিম ও শিক্ষা-সচিব আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী এবং মাদরাসার বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা শামসুদ্দীন।

Sunday, February 10

:: মৌলভীবাজার বরম চাল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ::

:: মৌলভীবাজার বরম চাল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৪র্থ আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মৌলভীবাজার বরম চাল স্পোর্টিং ক্লাব ২-১গোলে কানাইঘাট পল্লীমঙ্গল স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ রোববার কানাইঘাট ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে বিকেল ৪টায় কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে ঢাকা জাতীয় লীগের ফুটবলারদের অংশগ্রহনে তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় পল্লী মঙ্গল ২-১গোলে হারিয়ে বরমচাল স্পোর্টিং ক্লাব বিজয়ী টিম হিসেবে ১০০সি সি ওয়ালন্টন পাল্সার মোটর সাইকেল জিতে নেয়। আজাদ ইলেভেন স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং কাবের সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় ফাইন্যাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি (তদন্ত) মহসিন আলম, আজাদ ইলেভেন স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি সুলতান আহমদ মেম্বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আজাদ ইলেভেন কাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ১০০সি সি পালসার মোটর সাইকেল এবং রানার্সআপ দলকে ১০০ সি সি মোটর সাইকেল এবং ৩য় স্থান অধিকারী দলকে একটি ল্যাপটপ তুলে দেন।

!!কানাইঘাট থানা পুলিশের হাতে ৪ জুয়াড়ী গ্রেফতার !!

!!কানাইঘাট থানা পুলিশের হাতে ৪ জুয়াড়ী গ্রেফতার !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ গত শনিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে উপজেলার বড়চতুল ইউপির মুক্তাপুর গ্রামের আবুল হাসানের বাড়ীর পাশে জুয়া খেলার সময় চার পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হল মুক্তাপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র কামাল (২৯) আব্দুর রবের পুত্র কুদরত উল্লাহ (২৬), আবুল হাসানের পুত্র আবুল কালাম (৩৫) এবং পর্বতপুর গ্রামের রফিকুল হকের পুত্র আমিনুল ইসলাম (৩৬)। থানার সিনিয়র সাব ইন্সপেক্টর মাসুদ পারভেজ ও সাব ইন্সপেক্টর আরিফ রাব্বানী এক অভিযান চালিয়ে এ চার জুয়াড়িকে আটক করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় গতকাল জুয়া আইনে মামলা হয়েছে।

Saturday, February 9

!!কানাইঘাটে মটর যান আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় !!

!!কানাইঘাটে মটর যান আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে মটর যান আইনে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করে ২১টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৫হাজার ৯শ’ পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেন কানাইঘাট দরবস্ত সড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দিনভর মটর যান আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে গাড়ীর কাগজ পত্র তল্লাশী করে ২১টি মামলা দায়েরের মাধ্যমে এ অর্থ আদায় করেন। এসময় মোবাইল কোর্ট অভিযানের খবর পেয়ে রাস্তা থেকে অসংখ্য রুটপারমীট বিহীন গাড়ী উদাও হয়ে যায়। এছাড়া কাগজ পত্র ও নাম্বার বিহীন একটি মোটর সাইকেল নির্বাহী কর্মকর্তা জব্দ করে থানায় দিয়েছেন।

:: কানাইঘাটে ওয়ারেন্টভুক্ত  আসামী গ্রেফতার ::

:: কানাইঘাটে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ::

নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জ মডেল থানায় পরিবেশ আইনে দায়েরকৃত জি.আর মামলা নং- ২৫১ এর ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে। গত শুক্রবার গভীর রাতে থানার এ.এস.আই আরিফ এক অভিযান চালিয়ে উপজেলার ফতেহগঞ্জ গ্রামের মৃত ফরমুজ আলীর পুত্র মুজিবুর রহমান (৪২) কে ফতেহগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন।

:: কানাইঘাটে সুরমা কাপ ক্রিকেট টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ::

:: কানাইঘাটে সুরমা কাপ ক্রিকেট টুনার্মেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত ::

কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম বলেছেন খেলাধুলা যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মেধা মনন আত্তার বিকাশে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। গত শুক্রবার কানাইঘাট উপজেলা নিজ চাউরা মাঠে এভারগ্রীন ফ্রীডম ফাইটার্স ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত ১ম সুরমা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি নূর হুসেন মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুজ্জামন বাবলু সামছুজ্জামন সাবলুর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, আব্দুল আজিজ, প্রবাসী মাহবুবুর রহমান মাহবুব, ছাত্রনেতা মাহমুদ হোসেন, তাজুল ইসলাম, প্রবাসী বাবলু, সেবুল আহমদ, কাওছার আহমদ, রুহুল আমিন, জুবায়ের আহমদ, জিয়া, আব্দুল্লাহ, সাজু প্রমূখ।