Sunday, January 20

:: কানাইঘাটে বাড়ীর সীমানার জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ॥ আহত- ১০ ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামে আজ রবিবার অনুমান সকাল ১০টার দিকে বসতবাড়ীর সীমানার জায়গা নির্ধারন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পরে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় লোকজনদের কাছ থেকে জানা যায়, বাড়ীর সীমানা নির্ধারন নিয়ে বিষ্ণুপুর গ্রামের সমছুল হক (৭০) গং এবং পার্শ্ববর্তী বাড়ীর শফিক উদ্দিন (৬৫) গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল ১০টার দিকে বাড়ীর সীমানার জায়গা চিহ্নিত করন নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে গুরুতর আহত শফিক উদ্দিন (৬৮), তার ছেলে সাহেদুল ইসলাম (৩০), সমছুল হকের ছেলে ফখরুল ইসলাম (৪০), নুরুল ইসলাম (৪৫) কে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ এবং কামরুল ইসলাম (১৬), সামছুল হক (৭০), আবুল হাসনাত (৩১) কে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়