Monday, January 28

:: কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শফিক উদ্দিনের মৃত্যু ::

নিজস্ব প্রতিবেদক:
গত ২০জানুয়ারী কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর গ্রামে বাড়ীর সীমানা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত বিষ্ণুপুর গ্রামের শফিক উদ্দিন (৫৫) সিলেট ওমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার উন্নত চিকিৎসার জন্য ওমেক হাসপাতাল থেকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় রাত ১২টার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ আজ ওমেক হাসপাতালে ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বাদ মাগরিব বিষ্ণুপুর জামে মসজিদে জানাযার নামায শেষে শফিক উদ্দিনের লাশ গ্রামের গুরুস্তানে দাফন করা হয়। জানা যায়, বাড়ীর সীমানার জায়গা নির্ধারণ নিয়ে গত ২০জানুয়ারী শামসুল হক গংদের সাথে নিহত শফিক উদ্দিন গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হন। নিহতের পরিবারের অভিযোগ শামছুল হক ও তার ছেলেরা পরিকল্পিতভাবে হত্যা করার জন্য শফিক উদ্দিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করে। ওসমানী হাসপাতালে অজ্ঞান অবস্থায় ৬দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় তাঁকে পাঠানোর সময় তিনি পথিমধ্যে মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে কানাইঘাট থানায় ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়